
চেক প্রতারণার মামলায় বড় সাজা পেলেন বলিউডের জনপ্রিয় পরিচালক রাজকুমার সন্তোষী। তাকে দুই বছরের কারাদন্ডের সঙ্গে দুই কোটি রুপি জরিমানা করেছে গুজরাটের আদালত। রায়ের বিরুদ্ধে আপিলের জন্য তাকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়া জানায়।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, একটি সিনেমার প্রজেক্টের জন্য রাজকুমার সন্তোষীকে ১ কোটি রুপি ঋণ দিয়েছিলেন শিল্পপতি অশোক লাল। সেই ঋণ পরিশোধের জন্য রাজকুমার সন্তোষী তাঁকে ১০ লাখ রুপির ১০টি চেক দেন। কিন্তু ওই চেক ভাঙাতে গিয়ে দেখেন সন্তোষীর ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ নেই।
এরপরই রাজকুমার সন্তোষীর সঙ্গে দেখা করা ও যোগাযোগ করার চেষ্টা করেন অশোক লাল। কিন্তু কোনোভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এরপরই তিনি পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার শুনানিতেই গুজরাটের নিম্ন আদালত পরিচালককে এই সাজা দিয়েছে।
তিনবার জাতীয় পুরস্কার এবং ছয়বার ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত পরিচালক রাজকুমার সন্তোষী। আমির খানের প্রযোজনায় নির্মিত হচ্ছে তাঁর পরবর্তী সিনেমা ‘লাহোর ১৯৪৭ ’, এতে আবারও সানি দেওলের সঙ্গে পর্দা ভাগ করবেন প্রীতি জিনতা। গত ১১ই ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে সিনেমাটির শুটিং।
‘ঘায়েল’, ‘দামিনী’, এবং ‘ঘটক’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সানি দেওল ও রাজ কুমার সন্তোষী। তবে শুটিং শুরুর সাথে সাথেই জোর ধাক্কা খেল ‘লাহোর ১৯৪৭ টিম’। পরিচালকের সাজা কার্যকর হলে লাহোর ১৯৪৭-এর ভবিষ্যৎ কী? সন্দিহান অনেকেই।
প্রসঙ্গত, সন্তোষীর কালজয়ী সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’র নায়ক ছিলেন আমির। এ ছাড়া রণবীর-ক্যাটরিনার ‘আজাব প্রেম কি গাজাব কাহানি’র নির্মাতা তিনি।

চেক প্রতারণার মামলায় বড় সাজা পেলেন বলিউডের জনপ্রিয় পরিচালক রাজকুমার সন্তোষী। তাকে দুই বছরের কারাদন্ডের সঙ্গে দুই কোটি রুপি জরিমানা করেছে গুজরাটের আদালত। রায়ের বিরুদ্ধে আপিলের জন্য তাকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়া জানায়।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, একটি সিনেমার প্রজেক্টের জন্য রাজকুমার সন্তোষীকে ১ কোটি রুপি ঋণ দিয়েছিলেন শিল্পপতি অশোক লাল। সেই ঋণ পরিশোধের জন্য রাজকুমার সন্তোষী তাঁকে ১০ লাখ রুপির ১০টি চেক দেন। কিন্তু ওই চেক ভাঙাতে গিয়ে দেখেন সন্তোষীর ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ নেই।
এরপরই রাজকুমার সন্তোষীর সঙ্গে দেখা করা ও যোগাযোগ করার চেষ্টা করেন অশোক লাল। কিন্তু কোনোভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এরপরই তিনি পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার শুনানিতেই গুজরাটের নিম্ন আদালত পরিচালককে এই সাজা দিয়েছে।
তিনবার জাতীয় পুরস্কার এবং ছয়বার ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত পরিচালক রাজকুমার সন্তোষী। আমির খানের প্রযোজনায় নির্মিত হচ্ছে তাঁর পরবর্তী সিনেমা ‘লাহোর ১৯৪৭ ’, এতে আবারও সানি দেওলের সঙ্গে পর্দা ভাগ করবেন প্রীতি জিনতা। গত ১১ই ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে সিনেমাটির শুটিং।
‘ঘায়েল’, ‘দামিনী’, এবং ‘ঘটক’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সানি দেওল ও রাজ কুমার সন্তোষী। তবে শুটিং শুরুর সাথে সাথেই জোর ধাক্কা খেল ‘লাহোর ১৯৪৭ টিম’। পরিচালকের সাজা কার্যকর হলে লাহোর ১৯৪৭-এর ভবিষ্যৎ কী? সন্দিহান অনেকেই।
প্রসঙ্গত, সন্তোষীর কালজয়ী সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’র নায়ক ছিলেন আমির। এ ছাড়া রণবীর-ক্যাটরিনার ‘আজাব প্রেম কি গাজাব কাহানি’র নির্মাতা তিনি।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৯ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৯ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৯ ঘণ্টা আগে