
ছেলে আরিয়ান গ্রেপ্তারের পর বেশ বিপাকেই পড়েছেন শাহরুখ। পড়েছেন নানা বিতর্কের মুখে। ছেলের গ্রেপ্তারের ঘটনায় শাহরুখের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ স্পষ্ট। তার ওপর বাবা হিসেবে ছেলেকে ঠিকমতো সময় দেননি বলে শাহরুখের বিরুদ্ধে অভিযোগ করছেন অনেকেই। তবে শাহরুখ এ নিয়ে কোনো মন্তব্য করেননি। নিজের ছেলেকে বাঁচানোর জন্য সব ধরনের চেষ্টা করছেন তিনি। সতীশ মানশিণ্ডের মতো উকিলকে নিয়োজিত করেছেন ছেলের জন্য, যিনি সঞ্জয় দত্ত, সালমান খান, গুলশান কুমার আর হালের রিয়া চক্রবর্তীর কেসে লড়েছেন। প্রতি শুনানিতে যাঁর চার্জ প্রায় ১০ লাখ রুপি।
শুটিং চলবে
সব ধরনের শুটিং স্থগিত করেছেন শাহরুখ। তাঁর বডি ডাবল হিসেবে কাজ করবেন প্রশান্ত ওয়াগেল। তিনি জানিয়েছেন, শাহরুখ খান আগামী দিনে শুটিং শিডিউলে যোগ দিতে না পারলে তাঁর মুখাবয়ব বাদে বডি পোর্শন শুট করবেন তিনি। শাহরুখ ফ্রি হলে বাকি শুটিং করবেন।
বাড়িতে ভিড় নয়
অনেক তারকাই শাহরুখের সঙ্গে দেখা করে এসেছেন। তবে শাহরুখের মানসিক অবস্থা নিয়ে কেউ কোনো মন্তব্য করেননি। শাহরুখের জনসংযোগ কর্মীরা বলিউড তারকাদের অনুরোধ করেছেন, তাঁরা যেন মান্নাতে ভিড় না জমান। কারণ, বাড়ির বাইরে সাংবাদিক এবং চিত্রগ্রাহকেরা অবস্থান করছেন। বলিউড তারকারা বাড়িতে ঢুকলে বিভিন্ন অসুবিধার সৃষ্টি হতে পারে।
ভক্তদের ভিড়
শাহরুখের ভক্তরাও জড়ো হয়েছেন তাঁর বাসা মান্নাতের বাইরে। শাহরুখ খানের পাশে থাকার বিভিন্ন বার্তাসহ প্ল্যাকার্ড রেখেছেন তাঁর বাড়ির সামনে। প্ল্যাকার্ডে অভিনেতার প্রতি ‘নিঃশর্ত ভালোবাসার’ কথা উল্লেখ করেছেন ভক্তরা।

টার্গেট শাহরুখ
কোনো কোনো মহলের দাবি, আরিয়ানকে গ্রেপ্তারের পেছনে আসলে টার্গেট শাহরুখ! তবে যাবতীয় জল্পনা, অনুমান, আশঙ্কাকে খারিজ করেছেন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। সব অভিযোগ উড়িয়ে তিনি বলেছেন, ‘আমরা কাউকে টার্গেট করছি না। আমরা গত ১০ মাসে ৩০০-এর বেশি লোককে গ্রেপ্তার করেছি। তাঁদের মধ্যে খুব বেশি হলে, ৪-৫ জন চেনা মুখ। কোনো জনপ্রিয় ব্যক্তি গ্রেপ্তার হলেই মিডিয়া ঝাঁপিয়ে পড়ে।’

ছেলে আরিয়ান গ্রেপ্তারের পর বেশ বিপাকেই পড়েছেন শাহরুখ। পড়েছেন নানা বিতর্কের মুখে। ছেলের গ্রেপ্তারের ঘটনায় শাহরুখের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ স্পষ্ট। তার ওপর বাবা হিসেবে ছেলেকে ঠিকমতো সময় দেননি বলে শাহরুখের বিরুদ্ধে অভিযোগ করছেন অনেকেই। তবে শাহরুখ এ নিয়ে কোনো মন্তব্য করেননি। নিজের ছেলেকে বাঁচানোর জন্য সব ধরনের চেষ্টা করছেন তিনি। সতীশ মানশিণ্ডের মতো উকিলকে নিয়োজিত করেছেন ছেলের জন্য, যিনি সঞ্জয় দত্ত, সালমান খান, গুলশান কুমার আর হালের রিয়া চক্রবর্তীর কেসে লড়েছেন। প্রতি শুনানিতে যাঁর চার্জ প্রায় ১০ লাখ রুপি।
শুটিং চলবে
সব ধরনের শুটিং স্থগিত করেছেন শাহরুখ। তাঁর বডি ডাবল হিসেবে কাজ করবেন প্রশান্ত ওয়াগেল। তিনি জানিয়েছেন, শাহরুখ খান আগামী দিনে শুটিং শিডিউলে যোগ দিতে না পারলে তাঁর মুখাবয়ব বাদে বডি পোর্শন শুট করবেন তিনি। শাহরুখ ফ্রি হলে বাকি শুটিং করবেন।
বাড়িতে ভিড় নয়
অনেক তারকাই শাহরুখের সঙ্গে দেখা করে এসেছেন। তবে শাহরুখের মানসিক অবস্থা নিয়ে কেউ কোনো মন্তব্য করেননি। শাহরুখের জনসংযোগ কর্মীরা বলিউড তারকাদের অনুরোধ করেছেন, তাঁরা যেন মান্নাতে ভিড় না জমান। কারণ, বাড়ির বাইরে সাংবাদিক এবং চিত্রগ্রাহকেরা অবস্থান করছেন। বলিউড তারকারা বাড়িতে ঢুকলে বিভিন্ন অসুবিধার সৃষ্টি হতে পারে।
ভক্তদের ভিড়
শাহরুখের ভক্তরাও জড়ো হয়েছেন তাঁর বাসা মান্নাতের বাইরে। শাহরুখ খানের পাশে থাকার বিভিন্ন বার্তাসহ প্ল্যাকার্ড রেখেছেন তাঁর বাড়ির সামনে। প্ল্যাকার্ডে অভিনেতার প্রতি ‘নিঃশর্ত ভালোবাসার’ কথা উল্লেখ করেছেন ভক্তরা।

টার্গেট শাহরুখ
কোনো কোনো মহলের দাবি, আরিয়ানকে গ্রেপ্তারের পেছনে আসলে টার্গেট শাহরুখ! তবে যাবতীয় জল্পনা, অনুমান, আশঙ্কাকে খারিজ করেছেন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। সব অভিযোগ উড়িয়ে তিনি বলেছেন, ‘আমরা কাউকে টার্গেট করছি না। আমরা গত ১০ মাসে ৩০০-এর বেশি লোককে গ্রেপ্তার করেছি। তাঁদের মধ্যে খুব বেশি হলে, ৪-৫ জন চেনা মুখ। কোনো জনপ্রিয় ব্যক্তি গ্রেপ্তার হলেই মিডিয়া ঝাঁপিয়ে পড়ে।’

প্রতিষ্ঠিত শিল্পীরা এখন কনসার্ট নিয়েই ব্যস্ত থাকেন বেশি। নতুন গান প্রকাশ থেকে অনেকেই সরে এসেছেন। তবে ব্যতিক্রম ফাহমিদা নবী। নিয়মিতই গান প্রকাশ করছেন তিনি। সম্প্রতি ফাহমিদা নবী নতুন তিনটি গান রেকর্ড করেছেন।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে নকলের অভিযোগ নতুন কিছু নয়। সিনেমার গল্প থেকে শুরু করে পোস্টার, অভিনয়শিল্পীদের লুক, অ্যাকশন ও ভায়োলেন্সের দৃশ্য অনুকরণের অভিযোগ প্রায়ই ওঠে। এ নিয়ে সমালোচনাও চলে বিস্তর। গত মাসে ‘রাক্ষস’ সিনেমার টিজার প্রকাশের পরও উঠেছিল নকলের অভিযোগ।
৪ ঘণ্টা আগে
এ আর রাহমানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। ভারতীয় চলচ্চিত্র তো বটেই, হলিউডেও রয়েছে তাঁর চাহিদা। ভারতের অন্যতম ব্যস্ত সংগীত পরিচালক তিনি। বর্তমানে ১৫টির বেশি সিনেমার সংগীতের কাজ রয়েছে রাহমানের হাতে।
৪ ঘণ্টা আগে
চার বছর পর আবারও বিশ্বসংগীতের দুনিয়ায় পা রাখছে বিটিএস। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই ব্যান্ডের সাত সদস্য ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। গত বছরের জুন নাগাদ সবাই ফিরে আসেন প্রশিক্ষণ থেকে। বিটিএসের সাত সদস্য—আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাংকুক, সুগা; মিলিত হন তিন বছর পর।
৫ ঘণ্টা আগে