
‘প্রিয়াংকার বোন হয়ে ইন্ডাস্ট্রিতে অতিরিক্ত সুবিধা পাইনি। আমাকে স্ট্রাগল করতে হয়েছে’, বলেছেন মীরা চোপড়া। তাঁর বোন বিশ্ববিখ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। কিন্তু অভিনয় ক্যারিয়ারে তাঁর কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ চাচাতো বোন মীরার। ২০০৫ সালে তামিল সিনেমা ‘আনবে আরুএইরু’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি। পরের বছর ‘বাঙ্গারাম’ দিয়ে তেলুগু ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয় মীরার।
কয়েকটি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন মীরা। ছিলেন ‘১৯২০ লন্ডন’ সিনেমাতেও। সম্প্রতি জুম টিভির এক সাক্ষাৎকারে মীরা জানিয়েছেন, বলিউডে তিনি প্রিয়াংকার কোনো ধরনের সাহায্য ছাড়াই এগিয়েছেন।
ওই সাক্ষাৎকারে মীরা অভিযোগ করেন, প্রিয়াংকার বোন হওয়ায় তিনি নাকি বলিউডে কোনো কাজই পাচ্ছিলেন না! যখনই কোনো নির্মাতা বা প্রযোজকের সঙ্গে অভিনয়ের ব্যাপারে কথা হতো, প্রিয়াঙ্কার বোন হওয়ায় কেউই তাঁকে সিনেমায় নিতে চাইতেন না। মীরার দাবি, ইন্ডাস্ট্রিতে তিনি নিজের চেষ্টাতেই এসেছিলেন।
এ পর্যন্ত প্রায় ২০টি সিনেমায় অভিনয় করেছেন মীরা চোপড়া। তবে এর মধ্যে হিন্দি সিনেমার সংখ্যা হাতেগোনা। বেশিরভাগই তামিল ও তেলুগু। আছে একটি কন্নড় সিনেমাও।
৩৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘সত্যি বলতে ওর বোন হওয়ায় অতিরিক্ত কোনো সুবিধা পাইনি। এমনকি লোকে আমাকে সিরিয়াসলিও নিত না। যেহেতু আমার পরিবারে অনেকেই সিনেমার সঙ্গে যুক্ত ছিল, তাই লোকে আমাকে হেলাফেলাও ভাবত না। শুধু এই সুবিধাটাই আমি পেয়েছিলাম। এছাড়া অন্যদের মতো আমাকেও স্ট্রাগল করতে হয়েছে।’
বলিউডে ‘সেকশন ৩৭৫’ সিনেমায় শেষবার মীরাকে দেখা গিয়েছিল। ২০১৯ সালে। এতে তাঁর সহশিল্পী ছিলেন অক্ষয় খান্না ও রিচা চাড্ডা। অর্জুন রামপালের সঙ্গে ‘নাস্তিক’ নামে নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন মীরা। এ বছর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। এছাড়া ‘কামাথিপুরা’ (দ্য ট্যাটু মার্ডার্স) নামে ডিজনির একটি ওয়েব সিরিজেও দেখা যাবে মীরা চোপড়াকে।

‘প্রিয়াংকার বোন হয়ে ইন্ডাস্ট্রিতে অতিরিক্ত সুবিধা পাইনি। আমাকে স্ট্রাগল করতে হয়েছে’, বলেছেন মীরা চোপড়া। তাঁর বোন বিশ্ববিখ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। কিন্তু অভিনয় ক্যারিয়ারে তাঁর কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ চাচাতো বোন মীরার। ২০০৫ সালে তামিল সিনেমা ‘আনবে আরুএইরু’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি। পরের বছর ‘বাঙ্গারাম’ দিয়ে তেলুগু ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয় মীরার।
কয়েকটি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন মীরা। ছিলেন ‘১৯২০ লন্ডন’ সিনেমাতেও। সম্প্রতি জুম টিভির এক সাক্ষাৎকারে মীরা জানিয়েছেন, বলিউডে তিনি প্রিয়াংকার কোনো ধরনের সাহায্য ছাড়াই এগিয়েছেন।
ওই সাক্ষাৎকারে মীরা অভিযোগ করেন, প্রিয়াংকার বোন হওয়ায় তিনি নাকি বলিউডে কোনো কাজই পাচ্ছিলেন না! যখনই কোনো নির্মাতা বা প্রযোজকের সঙ্গে অভিনয়ের ব্যাপারে কথা হতো, প্রিয়াঙ্কার বোন হওয়ায় কেউই তাঁকে সিনেমায় নিতে চাইতেন না। মীরার দাবি, ইন্ডাস্ট্রিতে তিনি নিজের চেষ্টাতেই এসেছিলেন।
এ পর্যন্ত প্রায় ২০টি সিনেমায় অভিনয় করেছেন মীরা চোপড়া। তবে এর মধ্যে হিন্দি সিনেমার সংখ্যা হাতেগোনা। বেশিরভাগই তামিল ও তেলুগু। আছে একটি কন্নড় সিনেমাও।
৩৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘সত্যি বলতে ওর বোন হওয়ায় অতিরিক্ত কোনো সুবিধা পাইনি। এমনকি লোকে আমাকে সিরিয়াসলিও নিত না। যেহেতু আমার পরিবারে অনেকেই সিনেমার সঙ্গে যুক্ত ছিল, তাই লোকে আমাকে হেলাফেলাও ভাবত না। শুধু এই সুবিধাটাই আমি পেয়েছিলাম। এছাড়া অন্যদের মতো আমাকেও স্ট্রাগল করতে হয়েছে।’
বলিউডে ‘সেকশন ৩৭৫’ সিনেমায় শেষবার মীরাকে দেখা গিয়েছিল। ২০১৯ সালে। এতে তাঁর সহশিল্পী ছিলেন অক্ষয় খান্না ও রিচা চাড্ডা। অর্জুন রামপালের সঙ্গে ‘নাস্তিক’ নামে নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন মীরা। এ বছর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। এছাড়া ‘কামাথিপুরা’ (দ্য ট্যাটু মার্ডার্স) নামে ডিজনির একটি ওয়েব সিরিজেও দেখা যাবে মীরা চোপড়াকে।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
৬ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
৬ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
৭ ঘণ্টা আগে