
মুক্তি পেতে চলেছে বলিউডের প্রেমিক জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির ‘শেরশাহ’। ১২ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ছবিটি। কয়েক ঘণ্টার ব্যবধানে, ১৩ আগস্ট ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে অজয় দেবগণ প্রযোজিত ও অভিনীত ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস ঘিরেই দেশাত্মবোধক ছবি দুটি মুক্তি পাচ্ছে।
‘শেরশাহ’ প্রযোজনা করেছেন করণ জোহর; সুতরাং দ্বিতীয়বার ছবি নিয়ে যুদ্ধে নামছেন করণ-অজয়। ২০১৬ সালে একই দিনে মুক্তি পেয়েছিল করণের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং অজয় দেবগনের ‘শিবায়’। তা নিয়ে করণ-কাজলের দীর্ঘদিনের বন্ধুত্বেও চিড় ধরেছিল বলে শোনা গিয়েছিল।
এবারও করণ চেয়েছিলেন অজয় যেন পিছিয়ে এক সপ্তাহ পরে সিনেমাটি মুক্তি দেয়। কিন্তু অজয় তেমন সম্ভাবনা আগেই উড়িয়ে দিয়েছেন।
‘ভুজ’ ছবিতে অজয়ের পাশাপাশি আছেন সঞ্জয় দত্তও। ১৯৭১ সালে পাকিস্তানি সেনার হামলার পর কীভাবে আইএএফ নতুন করে গড়ে তোলা হয়েছিল এবং কাজে লাগানো হয়েছিল মাধাপুর গ্রামের ৩০০ নারীকে, সেই কাহিনি উঠে এসেছে এই ছবিতে।
ছবির ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে পর্দা কাঁপানো সংলাপ আর দারুণ অ্যাকশনে ভরপুর এই ছবি। যুদ্ধের সময়ে ভুজ বিমানবন্দরের দায়িত্বে ছিলেন ইন্ডিয়া এয়ার ফোর্সের (আইএএফ) স্কোয়াড্রন লিডার বিজয় কারনিক। এই চরিত্রেই দেখা যাবে অজয়কে। অজয় দেবগন ও সঞ্জয় দত্তের পাশাপাশি এই ছবিতে থাকছেন সোনাক্ষী সিনহা, নোরা ফতেহির মতো তারকারাও।
অন্যদিকে ১৯৯৯ সালের কারগিল যুদ্ধ নিয়ে তৈরি হয়েছে ‘শেরশাহ’, তবে ফোকাস থাকবে ক্যাপ্টেন বিক্রম বাত্রা। যে চরিত্রে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। কারগিল যুদ্ধের সময়কার বাস্তব ঘটনাই নাকি তুলে ধরা হবে এই ছবিতে। দেখানো হবে ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে।
কারগিল যুদ্ধের হিরো শহীদ ক্যাপ্টেন বাত্রা। যুদ্ধক্ষেত্রেই শহীদ হয়েছিলেন এই তরুণ অফিসার। মরণোত্তর বীরের সম্মাননাও পেয়েছিলেন।
ক্যাপ্টেন বাত্রার বাগদত্তা ডিম্পলের চরিত্রে অভিনয় করছেন কিয়ারা। ছবিটি পরিচালনা করেছেন বিষ্ণুবর্ধন।

মুক্তি পেতে চলেছে বলিউডের প্রেমিক জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির ‘শেরশাহ’। ১২ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ছবিটি। কয়েক ঘণ্টার ব্যবধানে, ১৩ আগস্ট ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে অজয় দেবগণ প্রযোজিত ও অভিনীত ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস ঘিরেই দেশাত্মবোধক ছবি দুটি মুক্তি পাচ্ছে।
‘শেরশাহ’ প্রযোজনা করেছেন করণ জোহর; সুতরাং দ্বিতীয়বার ছবি নিয়ে যুদ্ধে নামছেন করণ-অজয়। ২০১৬ সালে একই দিনে মুক্তি পেয়েছিল করণের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং অজয় দেবগনের ‘শিবায়’। তা নিয়ে করণ-কাজলের দীর্ঘদিনের বন্ধুত্বেও চিড় ধরেছিল বলে শোনা গিয়েছিল।
এবারও করণ চেয়েছিলেন অজয় যেন পিছিয়ে এক সপ্তাহ পরে সিনেমাটি মুক্তি দেয়। কিন্তু অজয় তেমন সম্ভাবনা আগেই উড়িয়ে দিয়েছেন।
‘ভুজ’ ছবিতে অজয়ের পাশাপাশি আছেন সঞ্জয় দত্তও। ১৯৭১ সালে পাকিস্তানি সেনার হামলার পর কীভাবে আইএএফ নতুন করে গড়ে তোলা হয়েছিল এবং কাজে লাগানো হয়েছিল মাধাপুর গ্রামের ৩০০ নারীকে, সেই কাহিনি উঠে এসেছে এই ছবিতে।
ছবির ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে পর্দা কাঁপানো সংলাপ আর দারুণ অ্যাকশনে ভরপুর এই ছবি। যুদ্ধের সময়ে ভুজ বিমানবন্দরের দায়িত্বে ছিলেন ইন্ডিয়া এয়ার ফোর্সের (আইএএফ) স্কোয়াড্রন লিডার বিজয় কারনিক। এই চরিত্রেই দেখা যাবে অজয়কে। অজয় দেবগন ও সঞ্জয় দত্তের পাশাপাশি এই ছবিতে থাকছেন সোনাক্ষী সিনহা, নোরা ফতেহির মতো তারকারাও।
অন্যদিকে ১৯৯৯ সালের কারগিল যুদ্ধ নিয়ে তৈরি হয়েছে ‘শেরশাহ’, তবে ফোকাস থাকবে ক্যাপ্টেন বিক্রম বাত্রা। যে চরিত্রে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। কারগিল যুদ্ধের সময়কার বাস্তব ঘটনাই নাকি তুলে ধরা হবে এই ছবিতে। দেখানো হবে ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে।
কারগিল যুদ্ধের হিরো শহীদ ক্যাপ্টেন বাত্রা। যুদ্ধক্ষেত্রেই শহীদ হয়েছিলেন এই তরুণ অফিসার। মরণোত্তর বীরের সম্মাননাও পেয়েছিলেন।
ক্যাপ্টেন বাত্রার বাগদত্তা ডিম্পলের চরিত্রে অভিনয় করছেন কিয়ারা। ছবিটি পরিচালনা করেছেন বিষ্ণুবর্ধন।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১৪ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১৫ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৫ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১৫ ঘণ্টা আগে