বিনোদন ডেস্ক

২০১৩ সালে একটি মালয়ালম সিনেমা প্রত্যেককে স্তব্ধ করে দিয়েছিল। বুঝিয়ে দিয়েছিল, থ্রিলার গল্প কাকে বলে! মোহনলাল অভিনীত ‘দৃশ্যম’ নামের সিনেমাটি পরবর্তী সময়ে কন্নড়, তেলুগু, তামিল, হিন্দি, মান্দারিনসহ নানা ভাষায় নানা নামে রিমেক হয়েছে। হিন্দি রিমেকে মূল চরিত্রে অভিনয় করেন অজয় দেবগন। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম’ দিয়ে তুমুল প্রশংসিত হন অজয়। ২০২২ সালে আসে এর সিকুয়েল ‘দৃশ্যম টু’। এটিও জনপ্রিয়তা পায়। এর আগের বছর মুক্তি পেয়েছিল মোহনলালের দৃশ্যম টু। এবার এল দৃশ্যম থ্রির ঘোষণা।
দৃশ্যম ও দৃশ্যম টুয়ের ক্ষেত্রে যেটা হয়েছিল, আগে মুক্তি পেয়েছিল মোহনলালের দৃশ্যম, পরে আসে অজয় অভিনীত রিমেক। তবে এবার ভিন্ন পরিকল্পনা করেছেন তাঁরা। একই সময়ে শুটিং শুরু করে একই সময়ে দৃশ্যম থ্রি মুক্তি দেবেন তাঁরা। গতকাল এক্সে মোহনলাল ঘোষণা দিয়েছেন, আগামী অক্টোবরে দৃশ্যম থ্রির শুটিং শুরু করবেন তিনি। একই দিনে এসেছে অজয় অভিনীত দৃশ্যম থ্রির খবরও। পিঙ্কভিলা জানিয়েছে, ২ অক্টোবর থেকে তিনিও দৃশ্যম থ্রির শুটিং শুরু করবেন।
পিঙ্কভিলার খবরে বলা হয়েছে, দৃশ্যম সিনেমার গল্পে গান্ধী জয়ন্তীর তারিখটি বেশ তাৎপর্যপূর্ণ। তাই ২ অক্টোবর থেকে সিনেমার শুটিং শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন মাস ধরে মহারাষ্ট্রের বিভিন্ন লোকেশনে দৃশ্যম থ্রির শুটিং হবে। কিছু অংশ হবে স্টুডিওতে। এরই মধ্যে চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে। বর্তমানে সংলাপ নিয়ে কাজ করছেন নির্মাতারা। এ পর্ব দিয়ে শেষ হবে দৃশ্যমের গল্পের যাত্রা। ২০২৬ সালের ২ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।
বিজয় সালগাওকর নামের এক সাধারণ ব্যবসায়ীর গল্প দৃশ্যম। পরিবার নিয়ে তার সুখের জীবন। একদিন তার বড় মেয়ে স্কুলের পিকনিকে গেলে সেখানে গোসলের সময় তার ভিডিও ধারণ করে তারই সহপাঠী। সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করা হয়। একপর্যায়ে দুর্ঘটনাক্রমে ছেলেটিকে খুন করে বিজয়ের স্ত্রী। পরে জানা যায়, ছেলেটি ছিল পুলিশের আইজির সন্তান। নিজের পরিবারকে বাঁচাতে এবার শুরু হয় বিজয়ের সংগ্রাম।

২০১৩ সালে একটি মালয়ালম সিনেমা প্রত্যেককে স্তব্ধ করে দিয়েছিল। বুঝিয়ে দিয়েছিল, থ্রিলার গল্প কাকে বলে! মোহনলাল অভিনীত ‘দৃশ্যম’ নামের সিনেমাটি পরবর্তী সময়ে কন্নড়, তেলুগু, তামিল, হিন্দি, মান্দারিনসহ নানা ভাষায় নানা নামে রিমেক হয়েছে। হিন্দি রিমেকে মূল চরিত্রে অভিনয় করেন অজয় দেবগন। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম’ দিয়ে তুমুল প্রশংসিত হন অজয়। ২০২২ সালে আসে এর সিকুয়েল ‘দৃশ্যম টু’। এটিও জনপ্রিয়তা পায়। এর আগের বছর মুক্তি পেয়েছিল মোহনলালের দৃশ্যম টু। এবার এল দৃশ্যম থ্রির ঘোষণা।
দৃশ্যম ও দৃশ্যম টুয়ের ক্ষেত্রে যেটা হয়েছিল, আগে মুক্তি পেয়েছিল মোহনলালের দৃশ্যম, পরে আসে অজয় অভিনীত রিমেক। তবে এবার ভিন্ন পরিকল্পনা করেছেন তাঁরা। একই সময়ে শুটিং শুরু করে একই সময়ে দৃশ্যম থ্রি মুক্তি দেবেন তাঁরা। গতকাল এক্সে মোহনলাল ঘোষণা দিয়েছেন, আগামী অক্টোবরে দৃশ্যম থ্রির শুটিং শুরু করবেন তিনি। একই দিনে এসেছে অজয় অভিনীত দৃশ্যম থ্রির খবরও। পিঙ্কভিলা জানিয়েছে, ২ অক্টোবর থেকে তিনিও দৃশ্যম থ্রির শুটিং শুরু করবেন।
পিঙ্কভিলার খবরে বলা হয়েছে, দৃশ্যম সিনেমার গল্পে গান্ধী জয়ন্তীর তারিখটি বেশ তাৎপর্যপূর্ণ। তাই ২ অক্টোবর থেকে সিনেমার শুটিং শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন মাস ধরে মহারাষ্ট্রের বিভিন্ন লোকেশনে দৃশ্যম থ্রির শুটিং হবে। কিছু অংশ হবে স্টুডিওতে। এরই মধ্যে চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে। বর্তমানে সংলাপ নিয়ে কাজ করছেন নির্মাতারা। এ পর্ব দিয়ে শেষ হবে দৃশ্যমের গল্পের যাত্রা। ২০২৬ সালের ২ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।
বিজয় সালগাওকর নামের এক সাধারণ ব্যবসায়ীর গল্প দৃশ্যম। পরিবার নিয়ে তার সুখের জীবন। একদিন তার বড় মেয়ে স্কুলের পিকনিকে গেলে সেখানে গোসলের সময় তার ভিডিও ধারণ করে তারই সহপাঠী। সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করা হয়। একপর্যায়ে দুর্ঘটনাক্রমে ছেলেটিকে খুন করে বিজয়ের স্ত্রী। পরে জানা যায়, ছেলেটি ছিল পুলিশের আইজির সন্তান। নিজের পরিবারকে বাঁচাতে এবার শুরু হয় বিজয়ের সংগ্রাম।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
৮ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৮ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
৯ ঘণ্টা আগে