Ajker Patrika

আমির খানকে কঙ্গনার কটাক্ষ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ১৫
আমির খানকে কঙ্গনার কটাক্ষ

খানদের নিয়ে প্রায়ই নানা রকমের মন্তব্য করতে দেখা যায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে। এবার টুইটারে আমিরকে নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কে জড়ালেন এই বলিউড অভিনেত্রী।

টুইটারে একটি ভিডিও শেয়ার করে আমিরের উদ্দেশে কঙ্গনা লেখেন, ‘বেচারা আমির খান। অনেক চেষ্টা করেছেন নিজেকে লুকিয়ে রাখার। হয়তো আমির জানেন না আমি এমন অভিনেত্রী যে তিনবার জাতীয় পুরস্কার ও পদ্মশ্রী সম্মাননা পেয়েছি।’ কঙ্গনা আরও বলেন, ‘শোভা দের সঙ্গে আমার রাজনৈতিক চিন্তাভাবনার তফাত রয়েছে। তাও শোভা দে আমার অভিনয়ের প্রশংসা করেছেন। শোভাকে ধন্যবাদ।’

বলিউড অভিনেতা আমির খানযে ভিডিওটি কঙ্গনা শেয়ার করেছিলেন, সেটি ভারতীয় লেখক শোভা দের নতুন বই প্রকাশনা অনুষ্ঠানের। ওই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা আমির খান। সেখানেই তাঁর কাছে প্রশ্ন রাখা হয়, যদি শোভা দের বায়োপিক তৈরি হয়, সেই ভূমিকায় অভিনয় করবেন ভারতের কোন অভিনেত্রী? প্রশ্নের উত্তরে আমির সোজা জানান, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া অথবা আলিয়া ভাট। ঠিক সেই সময় শোভা দে আমিরকে কঙ্গনা রানউতের সম্ভাবনার কথা মনে করিয়ে দেন। কঙ্গনা সম্পর্কে তখন আমির বলেন, ‘হ্যাঁ, কঙ্গনা দারুণ অভিনেত্রী। নানা ধরনের চরিত্রে অভিনয় করতে পারেন উনি। কঙ্গনা অবশ্যই সঠিক বাছাই হবে।’

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতআমিরের মুখে এ কথা শুনেই চটেছেন কঙ্গনা রানাউত। কঙ্গনার এই টুইটে অনেকে মন্তব্য করেছেন। রোহিত নামের একজন নেটিজেন লেখেন, ‘আপনি আপনার অর্জনের জন্য আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন। কৃতিত্বের জন্য গর্বিত হওয়া উচিত, তবে সর্বদা এটি নিয়ে গর্বিত হওয়া উচিত নয়।’

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতএই মন্তব্যেরও উত্তর দিয়েছেন কঙ্গনা। কঙ্গনা লেখেন, ‘নিজের জন্য দাঁড়ানো আনন্দের। এই পুরস্কারগুলো আমাকে গোপন রাখার জন্য দেওয়া হয়নি। পদকগুলো ঢালের মতো আমার সম্মান রক্ষা করবে এবং আমার কঠোর পরিশ্রমেই আমি এগুলো অর্জন করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত