
খানদের নিয়ে প্রায়ই নানা রকমের মন্তব্য করতে দেখা যায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে। এবার টুইটারে আমিরকে নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কে জড়ালেন এই বলিউড অভিনেত্রী।
টুইটারে একটি ভিডিও শেয়ার করে আমিরের উদ্দেশে কঙ্গনা লেখেন, ‘বেচারা আমির খান। অনেক চেষ্টা করেছেন নিজেকে লুকিয়ে রাখার। হয়তো আমির জানেন না আমি এমন অভিনেত্রী যে তিনবার জাতীয় পুরস্কার ও পদ্মশ্রী সম্মাননা পেয়েছি।’ কঙ্গনা আরও বলেন, ‘শোভা দের সঙ্গে আমার রাজনৈতিক চিন্তাভাবনার তফাত রয়েছে। তাও শোভা দে আমার অভিনয়ের প্রশংসা করেছেন। শোভাকে ধন্যবাদ।’
যে ভিডিওটি কঙ্গনা শেয়ার করেছিলেন, সেটি ভারতীয় লেখক শোভা দের নতুন বই প্রকাশনা অনুষ্ঠানের। ওই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা আমির খান। সেখানেই তাঁর কাছে প্রশ্ন রাখা হয়, যদি শোভা দের বায়োপিক তৈরি হয়, সেই ভূমিকায় অভিনয় করবেন ভারতের কোন অভিনেত্রী? প্রশ্নের উত্তরে আমির সোজা জানান, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া অথবা আলিয়া ভাট। ঠিক সেই সময় শোভা দে আমিরকে কঙ্গনা রানউতের সম্ভাবনার কথা মনে করিয়ে দেন। কঙ্গনা সম্পর্কে তখন আমির বলেন, ‘হ্যাঁ, কঙ্গনা দারুণ অভিনেত্রী। নানা ধরনের চরিত্রে অভিনয় করতে পারেন উনি। কঙ্গনা অবশ্যই সঠিক বাছাই হবে।’
আমিরের মুখে এ কথা শুনেই চটেছেন কঙ্গনা রানাউত। কঙ্গনার এই টুইটে অনেকে মন্তব্য করেছেন। রোহিত নামের একজন নেটিজেন লেখেন, ‘আপনি আপনার অর্জনের জন্য আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন। কৃতিত্বের জন্য গর্বিত হওয়া উচিত, তবে সর্বদা এটি নিয়ে গর্বিত হওয়া উচিত নয়।’
এই মন্তব্যেরও উত্তর দিয়েছেন কঙ্গনা। কঙ্গনা লেখেন, ‘নিজের জন্য দাঁড়ানো আনন্দের। এই পুরস্কারগুলো আমাকে গোপন রাখার জন্য দেওয়া হয়নি। পদকগুলো ঢালের মতো আমার সম্মান রক্ষা করবে এবং আমার কঠোর পরিশ্রমেই আমি এগুলো অর্জন করেছি।’

খানদের নিয়ে প্রায়ই নানা রকমের মন্তব্য করতে দেখা যায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে। এবার টুইটারে আমিরকে নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কে জড়ালেন এই বলিউড অভিনেত্রী।
টুইটারে একটি ভিডিও শেয়ার করে আমিরের উদ্দেশে কঙ্গনা লেখেন, ‘বেচারা আমির খান। অনেক চেষ্টা করেছেন নিজেকে লুকিয়ে রাখার। হয়তো আমির জানেন না আমি এমন অভিনেত্রী যে তিনবার জাতীয় পুরস্কার ও পদ্মশ্রী সম্মাননা পেয়েছি।’ কঙ্গনা আরও বলেন, ‘শোভা দের সঙ্গে আমার রাজনৈতিক চিন্তাভাবনার তফাত রয়েছে। তাও শোভা দে আমার অভিনয়ের প্রশংসা করেছেন। শোভাকে ধন্যবাদ।’
যে ভিডিওটি কঙ্গনা শেয়ার করেছিলেন, সেটি ভারতীয় লেখক শোভা দের নতুন বই প্রকাশনা অনুষ্ঠানের। ওই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা আমির খান। সেখানেই তাঁর কাছে প্রশ্ন রাখা হয়, যদি শোভা দের বায়োপিক তৈরি হয়, সেই ভূমিকায় অভিনয় করবেন ভারতের কোন অভিনেত্রী? প্রশ্নের উত্তরে আমির সোজা জানান, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া অথবা আলিয়া ভাট। ঠিক সেই সময় শোভা দে আমিরকে কঙ্গনা রানউতের সম্ভাবনার কথা মনে করিয়ে দেন। কঙ্গনা সম্পর্কে তখন আমির বলেন, ‘হ্যাঁ, কঙ্গনা দারুণ অভিনেত্রী। নানা ধরনের চরিত্রে অভিনয় করতে পারেন উনি। কঙ্গনা অবশ্যই সঠিক বাছাই হবে।’
আমিরের মুখে এ কথা শুনেই চটেছেন কঙ্গনা রানাউত। কঙ্গনার এই টুইটে অনেকে মন্তব্য করেছেন। রোহিত নামের একজন নেটিজেন লেখেন, ‘আপনি আপনার অর্জনের জন্য আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন। কৃতিত্বের জন্য গর্বিত হওয়া উচিত, তবে সর্বদা এটি নিয়ে গর্বিত হওয়া উচিত নয়।’
এই মন্তব্যেরও উত্তর দিয়েছেন কঙ্গনা। কঙ্গনা লেখেন, ‘নিজের জন্য দাঁড়ানো আনন্দের। এই পুরস্কারগুলো আমাকে গোপন রাখার জন্য দেওয়া হয়নি। পদকগুলো ঢালের মতো আমার সম্মান রক্ষা করবে এবং আমার কঠোর পরিশ্রমেই আমি এগুলো অর্জন করেছি।’

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৭ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৭ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৮ ঘণ্টা আগে