
গত বছরের সেপ্টেম্বরে কলম্বিয়ান সুপারস্টার শাকিরাকে নিয়ে কভার স্টোরি ছাপিয়েছিল বিলবোর্ড ম্যাগাজিন। সেখানে তিনি জানিয়েছিলেন, দীর্ঘদিনের সঙ্গী স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাবে—তা তিনি কখনোই ভাবেননি। তিনি বিশ্বাস করতেন, মৃত্যুর আগ পর্যন্ত তাঁরা একসঙ্গে থাকবেন। এবার দ্য সানডে টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিরা জানিয়েছেন, পৃথিবীর অন্যতম তারকা গায়িকা হওয়ার পরও শুধু পিকের পাশে থাকার জন্য ক্যারিয়ারে তিনি বিরতি টেনেছিলেন!
গত শনিবার (১৬ মার্চ) সানডে টাইমসে প্রকাশিত ওই সাক্ষাৎকারে ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে সম্পর্কের বিষয়ে খোলামেলা কথা বলেন শাকিরা। প্রায় এক দশকেরও বেশি সময় টিকেছিল তাঁদের দাম্পত্য জীবন। মিলান ও সাশা নামে দুটি পুত্র-কন্যাও রয়েছে তাঁদের।
ক্যারিয়ার স্থগিত রাখার বিষয়ে শাকিরা বলেন, ‘আমি আমার ক্যারিয়ার দীর্ঘ সময়ের জন্য থামিয়ে রেখেছিলাম পিকের পাশে থাকার জন্য—যেন সে ফুটবল খেলে যেতে পারে।’
‘হিপ ডোন্ট লাইজ’ খ্যাত গায়িকা আরও বলেন, ‘ভালোবাসার জন্য আমি অনেক ছাড় দিয়েছিলাম।’
এর আগে নিজেদের দাম্পত্য নিয়ে গত বছর বিলবোর্ড ম্যাগাজিনকে শাকিরা বলেছিলেন, ‘আমার অগ্রাধিকার ছিল আমার ঘর, আমার পরিবার। আমি বিশ্বাস করতাম মৃত্যুর আগ পর্যন্ত আমরা একসঙ্গে থাকব।’
তিনি আরও বলেছিলেন, ‘আমার মা-বাবা ৫০ বছর একসঙ্গে আছেন। তাঁরা এখনো একে অপরকে প্রথম দিনের মতো ভালোবাসেন। তাঁদের ভালোবাসা অনন্য এবং অপূরণীয়। তাই আমি জানি, এমনটা সম্ভব। আমি নিজের এবং আমার সন্তানদের জন্য এটাই চেয়েছিলাম। কিন্তু তা হয়নি।’
বিলবোর্ডকে শাকিরা জানিয়েছিলেন, বার্সেলোনায় থেকে গানের ক্যারিয়ার চালিয়ে যাওয়া অসম্ভব ছিল। কিন্তু তারপরও তিনি বার্সেলোনায় থেকে গিয়েছিলেন শুধু পিকের জন্য। তিনি বলেন, ‘আমি তার (পিকে) জন্যই নিবেদিত ছিলাম।’
দীর্ঘ বিরতির পর চলতি মাসেই ‘ল্যাস মুজেরেস ইয়া নো লোরান’ নামে নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন শাকিরা। স্পেনের বিশ্বকাপ জয়ী ফুটবল দলের সদস্য এবং বার্সেলোনার তারকা খেলোয়াড় পিকের সঙ্গে তাঁর দেখা হয়েছিল ২০১০ সালে। সে সময় শাকিরার বয়স ছিল ৩৩, আর পিকে ছিলেন ২৩ বছর বয়সী। মূলত সেবার দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ নিয়ে যে মিউজিক ভিডিও তৈরি হয়েছিল—তার সেটেই পরিচয় হয়েছিল দুই ভুবনের তুই তারকার। পরে ২০১১ সালের মার্চে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটান তাঁরা।
২০১৩ সালের জানুয়ারি মাসে শাকিরা ও পিকের প্রথম সন্তান মিলানের জন্ম হয়। দুই বছর পরই ২০১৫ সালের জানুয়ারি জন্ম হয় তাঁদের কন্যাসন্তান সাশার। ১১ বছর একসঙ্গে থাকার পর ২০২২ সালের জুনে একটি যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি। সেই বিবৃতিতে বলা হয়েছিল,‘আমরা দুঃখিত যে আলাদা হয়ে যাওয়ার বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। এই মুহূর্তে আমরা আমাদের শিশুদের মঙ্গলের জন্য গোপনীয়তা চাই, যারা আমাদের সবচেয়ে অগ্রাধিকার।’

গত বছরের সেপ্টেম্বরে কলম্বিয়ান সুপারস্টার শাকিরাকে নিয়ে কভার স্টোরি ছাপিয়েছিল বিলবোর্ড ম্যাগাজিন। সেখানে তিনি জানিয়েছিলেন, দীর্ঘদিনের সঙ্গী স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাবে—তা তিনি কখনোই ভাবেননি। তিনি বিশ্বাস করতেন, মৃত্যুর আগ পর্যন্ত তাঁরা একসঙ্গে থাকবেন। এবার দ্য সানডে টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিরা জানিয়েছেন, পৃথিবীর অন্যতম তারকা গায়িকা হওয়ার পরও শুধু পিকের পাশে থাকার জন্য ক্যারিয়ারে তিনি বিরতি টেনেছিলেন!
গত শনিবার (১৬ মার্চ) সানডে টাইমসে প্রকাশিত ওই সাক্ষাৎকারে ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে সম্পর্কের বিষয়ে খোলামেলা কথা বলেন শাকিরা। প্রায় এক দশকেরও বেশি সময় টিকেছিল তাঁদের দাম্পত্য জীবন। মিলান ও সাশা নামে দুটি পুত্র-কন্যাও রয়েছে তাঁদের।
ক্যারিয়ার স্থগিত রাখার বিষয়ে শাকিরা বলেন, ‘আমি আমার ক্যারিয়ার দীর্ঘ সময়ের জন্য থামিয়ে রেখেছিলাম পিকের পাশে থাকার জন্য—যেন সে ফুটবল খেলে যেতে পারে।’
‘হিপ ডোন্ট লাইজ’ খ্যাত গায়িকা আরও বলেন, ‘ভালোবাসার জন্য আমি অনেক ছাড় দিয়েছিলাম।’
এর আগে নিজেদের দাম্পত্য নিয়ে গত বছর বিলবোর্ড ম্যাগাজিনকে শাকিরা বলেছিলেন, ‘আমার অগ্রাধিকার ছিল আমার ঘর, আমার পরিবার। আমি বিশ্বাস করতাম মৃত্যুর আগ পর্যন্ত আমরা একসঙ্গে থাকব।’
তিনি আরও বলেছিলেন, ‘আমার মা-বাবা ৫০ বছর একসঙ্গে আছেন। তাঁরা এখনো একে অপরকে প্রথম দিনের মতো ভালোবাসেন। তাঁদের ভালোবাসা অনন্য এবং অপূরণীয়। তাই আমি জানি, এমনটা সম্ভব। আমি নিজের এবং আমার সন্তানদের জন্য এটাই চেয়েছিলাম। কিন্তু তা হয়নি।’
বিলবোর্ডকে শাকিরা জানিয়েছিলেন, বার্সেলোনায় থেকে গানের ক্যারিয়ার চালিয়ে যাওয়া অসম্ভব ছিল। কিন্তু তারপরও তিনি বার্সেলোনায় থেকে গিয়েছিলেন শুধু পিকের জন্য। তিনি বলেন, ‘আমি তার (পিকে) জন্যই নিবেদিত ছিলাম।’
দীর্ঘ বিরতির পর চলতি মাসেই ‘ল্যাস মুজেরেস ইয়া নো লোরান’ নামে নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন শাকিরা। স্পেনের বিশ্বকাপ জয়ী ফুটবল দলের সদস্য এবং বার্সেলোনার তারকা খেলোয়াড় পিকের সঙ্গে তাঁর দেখা হয়েছিল ২০১০ সালে। সে সময় শাকিরার বয়স ছিল ৩৩, আর পিকে ছিলেন ২৩ বছর বয়সী। মূলত সেবার দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ নিয়ে যে মিউজিক ভিডিও তৈরি হয়েছিল—তার সেটেই পরিচয় হয়েছিল দুই ভুবনের তুই তারকার। পরে ২০১১ সালের মার্চে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটান তাঁরা।
২০১৩ সালের জানুয়ারি মাসে শাকিরা ও পিকের প্রথম সন্তান মিলানের জন্ম হয়। দুই বছর পরই ২০১৫ সালের জানুয়ারি জন্ম হয় তাঁদের কন্যাসন্তান সাশার। ১১ বছর একসঙ্গে থাকার পর ২০২২ সালের জুনে একটি যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি। সেই বিবৃতিতে বলা হয়েছিল,‘আমরা দুঃখিত যে আলাদা হয়ে যাওয়ার বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। এই মুহূর্তে আমরা আমাদের শিশুদের মঙ্গলের জন্য গোপনীয়তা চাই, যারা আমাদের সবচেয়ে অগ্রাধিকার।’

প্রতিষ্ঠিত শিল্পীরা এখন কনসার্ট নিয়েই ব্যস্ত থাকেন বেশি। নতুন গান প্রকাশ থেকে অনেকেই সরে এসেছেন। তবে ব্যতিক্রম ফাহমিদা নবী। নিয়মিতই গান প্রকাশ করছেন তিনি। সম্প্রতি ফাহমিদা নবী নতুন তিনটি গান রেকর্ড করেছেন।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে নকলের অভিযোগ নতুন কিছু নয়। সিনেমার গল্প থেকে শুরু করে পোস্টার, অভিনয়শিল্পীদের লুক, অ্যাকশন ও ভায়োলেন্সের দৃশ্য অনুকরণের অভিযোগ প্রায়ই ওঠে। এ নিয়ে সমালোচনাও চলে বিস্তর। গত মাসে ‘রাক্ষস’ সিনেমার টিজার প্রকাশের পরও উঠেছিল নকলের অভিযোগ।
১৪ ঘণ্টা আগে
এ আর রাহমানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। ভারতীয় চলচ্চিত্র তো বটেই, হলিউডেও রয়েছে তাঁর চাহিদা। ভারতের অন্যতম ব্যস্ত সংগীত পরিচালক তিনি। বর্তমানে ১৫টির বেশি সিনেমার সংগীতের কাজ রয়েছে রাহমানের হাতে।
১৪ ঘণ্টা আগে
চার বছর পর আবারও বিশ্বসংগীতের দুনিয়ায় পা রাখছে বিটিএস। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই ব্যান্ডের সাত সদস্য ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। গত বছরের জুন নাগাদ সবাই ফিরে আসেন প্রশিক্ষণ থেকে। বিটিএসের সাত সদস্য—আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাংকুক, সুগা; মিলিত হন তিন বছর পর।
১৪ ঘণ্টা আগে