বিনোদন ডেস্ক

‘লাভ হোস্টেল’ থেকে ‘রেস থ্রি’, ‘আশ্রম’ থেকে ‘অ্যানিমেল’—বারবার খলনায়কের চরিত্রে অভিনয় করে মানুষের মন জিতে নিয়েছেন ববি দেওল। খলনায়কের চরিত্রে তিনি এতটাই আকর্ষণীয় হয়ে উঠেছেন যে এখন অন্য চরিত্রে ভাবাই যায় না তাঁকে। কিন্তু ববি নিজেও কি নিজেকে বারবার ভিলেনের চরিত্রে দেখতে চান? পুরোনো রোমান্টিক সেই ববিকে কি তিনি আবার পর্দায় ফিরিয়ে আনতে চান?
সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি জানিয়েছেন, তাঁর ভেতরে যে ভিলেনের উপাদান আছে, সেটা নিজেও টের পাননি। অভিনেতা বলেন, ‘আমি যে খলনায়কের চরিত্রে অভিনয় করতে পারি, তা নিজেও জানতাম না। আমার ওপর আস্থা রেখেছিলেন প্রকাশ ঝা, যিনি আমাকে আশ্রম সিরিজে নিরালা বাবার চরিত্রে অভিনয়ের সুযোগ দেন। চরিত্রটি মানুষের এতটাই ভালো লেগেছিল যে প্রতিটি পর্ব দেখার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করত।’
অনেক বছর আড়ালে থাকার পর সন্দীপ রেড্ডির ‘অ্যানিমেল’ দিয়ে নতুনভাবে পরিচিতি পান ববি দেওল। এতে তাঁর ভিলেন চরিত্র অবতার মন কাড়ে সবার। এমনকি মূল নায়ক রণবীর কাপুরকেও ছাপিয়ে তাঁকে নিয়ে আলোচনা হয়েছে বেশি। এর পর থেকে ভিলেন চরিত্রেই তাঁর চাহিদা বেড়েছে বেশি। ববি বলেন, ‘কয়েক বছর ধরে যে চরিত্রগুলোতে অভিনয় করছি, সব কটি আমার কমফোর্ট জোনের বাইরে ছিল। প্রথম প্রথম আমার লজ্জা করত, মনে হতো মানুষ আমাকে কীভাবে গ্রহণ করবে। অ্যানিমেল সিনেমার ক্ষেত্রেও তা-ই হয়েছিল। তবে সবশেষে যখন সবাই চরিত্রটিকে পছন্দ করলেন, সেই অনুভূতি ব্যাখ্যা করার মতো নয়।’
ববি দেওল বলেন, ‘আমাকে ভিলেন চরিত্রে দেখে সবাই প্রশংসা করছে। তবে এটাও ঠিক, এবার মনে হচ্ছে, আমি একই রকম চরিত্রে বারবার অভিনয় করে চলেছি। তবে এবার আমি খলনায়কের চরিত্র থেকে সরে দাঁড়াতে চাই। এমন নয় যে আমি প্রধান চরিত্রে অভিনয় করতে চাই। কিন্তু এবার একটু অন্য রকম চরিত্রে অভিনয় করার ইচ্ছা আছে আমার।’
ববি আরও বলেন, ‘এখন আমি এমন বয়সে পৌঁছে গেছি যে প্রধান চরিত্রে অভিনয় করা সম্ভব নয়। যে চরিত্রেই অভিনয় করব, সেটা যেন মানুষের ভালো লাগে, সেটাই আমার প্রধান উদ্দেশ্য। তবে একঘেয়ে চরিত্রে অভিনয় করা থেকে নিজেকে এবার দূরে রাখব।’

‘লাভ হোস্টেল’ থেকে ‘রেস থ্রি’, ‘আশ্রম’ থেকে ‘অ্যানিমেল’—বারবার খলনায়কের চরিত্রে অভিনয় করে মানুষের মন জিতে নিয়েছেন ববি দেওল। খলনায়কের চরিত্রে তিনি এতটাই আকর্ষণীয় হয়ে উঠেছেন যে এখন অন্য চরিত্রে ভাবাই যায় না তাঁকে। কিন্তু ববি নিজেও কি নিজেকে বারবার ভিলেনের চরিত্রে দেখতে চান? পুরোনো রোমান্টিক সেই ববিকে কি তিনি আবার পর্দায় ফিরিয়ে আনতে চান?
সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি জানিয়েছেন, তাঁর ভেতরে যে ভিলেনের উপাদান আছে, সেটা নিজেও টের পাননি। অভিনেতা বলেন, ‘আমি যে খলনায়কের চরিত্রে অভিনয় করতে পারি, তা নিজেও জানতাম না। আমার ওপর আস্থা রেখেছিলেন প্রকাশ ঝা, যিনি আমাকে আশ্রম সিরিজে নিরালা বাবার চরিত্রে অভিনয়ের সুযোগ দেন। চরিত্রটি মানুষের এতটাই ভালো লেগেছিল যে প্রতিটি পর্ব দেখার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করত।’
অনেক বছর আড়ালে থাকার পর সন্দীপ রেড্ডির ‘অ্যানিমেল’ দিয়ে নতুনভাবে পরিচিতি পান ববি দেওল। এতে তাঁর ভিলেন চরিত্র অবতার মন কাড়ে সবার। এমনকি মূল নায়ক রণবীর কাপুরকেও ছাপিয়ে তাঁকে নিয়ে আলোচনা হয়েছে বেশি। এর পর থেকে ভিলেন চরিত্রেই তাঁর চাহিদা বেড়েছে বেশি। ববি বলেন, ‘কয়েক বছর ধরে যে চরিত্রগুলোতে অভিনয় করছি, সব কটি আমার কমফোর্ট জোনের বাইরে ছিল। প্রথম প্রথম আমার লজ্জা করত, মনে হতো মানুষ আমাকে কীভাবে গ্রহণ করবে। অ্যানিমেল সিনেমার ক্ষেত্রেও তা-ই হয়েছিল। তবে সবশেষে যখন সবাই চরিত্রটিকে পছন্দ করলেন, সেই অনুভূতি ব্যাখ্যা করার মতো নয়।’
ববি দেওল বলেন, ‘আমাকে ভিলেন চরিত্রে দেখে সবাই প্রশংসা করছে। তবে এটাও ঠিক, এবার মনে হচ্ছে, আমি একই রকম চরিত্রে বারবার অভিনয় করে চলেছি। তবে এবার আমি খলনায়কের চরিত্র থেকে সরে দাঁড়াতে চাই। এমন নয় যে আমি প্রধান চরিত্রে অভিনয় করতে চাই। কিন্তু এবার একটু অন্য রকম চরিত্রে অভিনয় করার ইচ্ছা আছে আমার।’
ববি আরও বলেন, ‘এখন আমি এমন বয়সে পৌঁছে গেছি যে প্রধান চরিত্রে অভিনয় করা সম্ভব নয়। যে চরিত্রেই অভিনয় করব, সেটা যেন মানুষের ভালো লাগে, সেটাই আমার প্রধান উদ্দেশ্য। তবে একঘেয়ে চরিত্রে অভিনয় করা থেকে নিজেকে এবার দূরে রাখব।’

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১১ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১১ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১১ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১২ ঘণ্টা আগে