‘লাভ হোস্টেল’ থেকে ‘রেস থ্রি’, ‘আশ্রম’ থেকে ‘অ্যানিমেল’—বারবার খলনায়কের চরিত্রে অভিনয় করে মানুষের মন জিতে নিয়েছেন ববি দেওল। খলনায়কের চরিত্রে তিনি এতটাই আকর্ষণীয় হয়ে উঠেছেন যে এখন অন্য চরিত্রে ভাবাই যায় না তাঁকে। কিন্তু ববি নিজেও কি নিজেকে বারবার ভিলেনের চরিত্রে দেখতে চান? পুরোনো রোমান্টিক সেই ববিকে কি তিনি আবার পর্দায় ফিরিয়ে আনতে চান?
সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি জানিয়েছেন, তাঁর ভেতরে যে ভিলেনের উপাদান আছে, সেটা নিজেও টের পাননি। অভিনেতা বলেন, ‘আমি যে খলনায়কের চরিত্রে অভিনয় করতে পারি, তা নিজেও জানতাম না। আমার ওপর আস্থা রেখেছিলেন প্রকাশ ঝা, যিনি আমাকে আশ্রম সিরিজে নিরালা বাবার চরিত্রে অভিনয়ের সুযোগ দেন। চরিত্রটি মানুষের এতটাই ভালো লেগেছিল যে প্রতিটি পর্ব দেখার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করত।’
অনেক বছর আড়ালে থাকার পর সন্দীপ রেড্ডির ‘অ্যানিমেল’ দিয়ে নতুনভাবে পরিচিতি পান ববি দেওল। এতে তাঁর ভিলেন চরিত্র অবতার মন কাড়ে সবার। এমনকি মূল নায়ক রণবীর কাপুরকেও ছাপিয়ে তাঁকে নিয়ে আলোচনা হয়েছে বেশি। এর পর থেকে ভিলেন চরিত্রেই তাঁর চাহিদা বেড়েছে বেশি। ববি বলেন, ‘কয়েক বছর ধরে যে চরিত্রগুলোতে অভিনয় করছি, সব কটি আমার কমফোর্ট জোনের বাইরে ছিল। প্রথম প্রথম আমার লজ্জা করত, মনে হতো মানুষ আমাকে কীভাবে গ্রহণ করবে। অ্যানিমেল সিনেমার ক্ষেত্রেও তা-ই হয়েছিল। তবে সবশেষে যখন সবাই চরিত্রটিকে পছন্দ করলেন, সেই অনুভূতি ব্যাখ্যা করার মতো নয়।’
ববি দেওল বলেন, ‘আমাকে ভিলেন চরিত্রে দেখে সবাই প্রশংসা করছে। তবে এটাও ঠিক, এবার মনে হচ্ছে, আমি একই রকম চরিত্রে বারবার অভিনয় করে চলেছি। তবে এবার আমি খলনায়কের চরিত্র থেকে সরে দাঁড়াতে চাই। এমন নয় যে আমি প্রধান চরিত্রে অভিনয় করতে চাই। কিন্তু এবার একটু অন্য রকম চরিত্রে অভিনয় করার ইচ্ছা আছে আমার।’
ববি আরও বলেন, ‘এখন আমি এমন বয়সে পৌঁছে গেছি যে প্রধান চরিত্রে অভিনয় করা সম্ভব নয়। যে চরিত্রেই অভিনয় করব, সেটা যেন মানুষের ভালো লাগে, সেটাই আমার প্রধান উদ্দেশ্য। তবে একঘেয়ে চরিত্রে অভিনয় করা থেকে নিজেকে এবার দূরে রাখব।’

গত নভেম্বরে খবর ছড়িয়েছিল, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে এমন খবরের কোনো নিশ্চয়তা দেননি নির্মাতা। শুধু জানিয়েছিলেন, বাংলাদেশের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে ভারতের একজন নায়িকাকে।
১ ঘণ্টা আগে
এই সময়ের অন্যতম সেরা কমেডিয়ানের নাম জাকির খান। ভারতীয় এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা বিশ্বে। আমাজন প্রাইমে প্রচারিত হয়েছে তাঁর একাধিক কমেডি শো। প্রথম ভারতীয় কমেডিয়ান হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পারফর্ম করেছেন জাকির। বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
৭ ঘণ্টা আগে
মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১৯ ঘণ্টা আগে
আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
১ দিন আগে