
বলিউড তারকা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই দম্পতিকে ঘিরে গুঞ্জন যেন কাটছেই না। দাম্পত্য কলহের গুঞ্জনের মধ্যেই একের পর এক ঘটে চলেছে আগুনে ঘি ঢালার মতো ঘটনা। ঐশ্বরিয়া রাইয়ের বাড়িতে চলছিল জন্মদিনের অনুষ্ঠান। আর ওই দিন সেখানে না গিয়ে অভিষেক বচ্চন গেলেন ভোপালে। এ নিয়ে শুরু হয় আবার জল্পনা-কল্পনা। ভারতীয় গণমাধ্যম সূত্রে এসব তথ্য জানা গেছে।
একদিকে গতকাল বুধবার দিনভর খবরের শিরোনামে ছিলেন অভিষেক বচ্চন। এদিন প্রকাশ্যে এসেছে তাঁর নতুন ছবির টিজার। এরই মধ্যে দিদিমা (নানি) ইন্দিরা ভাদুড়ি অসুস্থতার খবরে পারিবারিক অনুষ্ঠানে যোগ না দিয়ে ছুটে যান সেখানে।
একদিকে যখন অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন চরমে, সেই আবহে ঐশ্বরিয়ার পরিবারের অনুষ্ঠানে দেখা মিলল না অভিষেকের। ফলে আগুনে পড়ে ঘি।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, অভিষেক বচ্চন ভোপাল গিয়েছেন তাঁর অসুস্থ দিদিমা ইন্দিরা ভাদুড়ির দেখভাল করতে। অভিনেতার এই পদক্ষেপ নিশ্চিতভাবে পারিবারিক বন্ধনের কথা মনে করিয়ে দিচ্ছে আরও একবার। বরাবরই বচ্চন পরিবার প্রিয়জনদের সঙ্গে থাকা, একে অপরের পাশে থাকার প্রতি নজর দিয়েছে এবং এই মুহূর্তে অসুস্থ দিদিমার পাশে যে নাতি থাকবে, তা ভীষণভাবেই প্রত্যাশিত।
অন্যদিকে, ইন্দিরা ভাদুড়ির দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা। সেই সঙ্গে প্রয়োজনে পরিবারের পাশে দাঁড়ানোর মাহাত্ম্যও আলোচনায় উঠে এসেছে।
বুধবারই পরবর্তী ছবির ঘোষণা করেছেন অভিনেতা অভিষেক বচ্চন। পরিচালক সুজিত সরকারের সঙ্গে আসছে তাঁর নতুন কাজ। নিজের সোশ্যাল মিডিয়া এক্স-হ্যান্ডলে অভিষেক বচ্চন ছবির নাম ঘোষণা করে টিজার পোস্ট করেন। ছবির নাম ‘আই ওয়ান্ট টু টক’। ২২ নভেম্বর এই ছবি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

বলিউড তারকা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই দম্পতিকে ঘিরে গুঞ্জন যেন কাটছেই না। দাম্পত্য কলহের গুঞ্জনের মধ্যেই একের পর এক ঘটে চলেছে আগুনে ঘি ঢালার মতো ঘটনা। ঐশ্বরিয়া রাইয়ের বাড়িতে চলছিল জন্মদিনের অনুষ্ঠান। আর ওই দিন সেখানে না গিয়ে অভিষেক বচ্চন গেলেন ভোপালে। এ নিয়ে শুরু হয় আবার জল্পনা-কল্পনা। ভারতীয় গণমাধ্যম সূত্রে এসব তথ্য জানা গেছে।
একদিকে গতকাল বুধবার দিনভর খবরের শিরোনামে ছিলেন অভিষেক বচ্চন। এদিন প্রকাশ্যে এসেছে তাঁর নতুন ছবির টিজার। এরই মধ্যে দিদিমা (নানি) ইন্দিরা ভাদুড়ি অসুস্থতার খবরে পারিবারিক অনুষ্ঠানে যোগ না দিয়ে ছুটে যান সেখানে।
একদিকে যখন অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন চরমে, সেই আবহে ঐশ্বরিয়ার পরিবারের অনুষ্ঠানে দেখা মিলল না অভিষেকের। ফলে আগুনে পড়ে ঘি।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, অভিষেক বচ্চন ভোপাল গিয়েছেন তাঁর অসুস্থ দিদিমা ইন্দিরা ভাদুড়ির দেখভাল করতে। অভিনেতার এই পদক্ষেপ নিশ্চিতভাবে পারিবারিক বন্ধনের কথা মনে করিয়ে দিচ্ছে আরও একবার। বরাবরই বচ্চন পরিবার প্রিয়জনদের সঙ্গে থাকা, একে অপরের পাশে থাকার প্রতি নজর দিয়েছে এবং এই মুহূর্তে অসুস্থ দিদিমার পাশে যে নাতি থাকবে, তা ভীষণভাবেই প্রত্যাশিত।
অন্যদিকে, ইন্দিরা ভাদুড়ির দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা। সেই সঙ্গে প্রয়োজনে পরিবারের পাশে দাঁড়ানোর মাহাত্ম্যও আলোচনায় উঠে এসেছে।
বুধবারই পরবর্তী ছবির ঘোষণা করেছেন অভিনেতা অভিষেক বচ্চন। পরিচালক সুজিত সরকারের সঙ্গে আসছে তাঁর নতুন কাজ। নিজের সোশ্যাল মিডিয়া এক্স-হ্যান্ডলে অভিষেক বচ্চন ছবির নাম ঘোষণা করে টিজার পোস্ট করেন। ছবির নাম ‘আই ওয়ান্ট টু টক’। ২২ নভেম্বর এই ছবি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১১ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১১ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১১ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১২ ঘণ্টা আগে