বিনোদন প্রতিবেদক, ঢাকা

গত বছর থেকে বাংলাদেশে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের উপস্থিতি। নিয়মিত ঢাকার মঞ্চে গাইছেন তাঁরা। আজ একই দিনে ঢাকার ভিন্ন দুই ভেন্যুতে গাইবেন পাকিস্তানের দুই শিল্পী মুস্তাফা জাহিদ ও আইমা বেগ।
মেলোডি আনলিশড কনসার্টে মুস্তাফা জাহিদ
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মুস্তাফা জাহিদের মেলোডি আনলিশড কনসার্ট। নিরাপত্তাজনিত কারণে সে সময় স্থগিত করে দেওয়া হয়। এরপর কয়েকবার তারিখ পরিবর্তনের পর অবশেষে আজ অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন। গতকাল দুপুরে ঢাকায় এসেছেন পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ।
বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে মেলোডি আনলিশড কনসার্ট শুরু হবে বিকেল চারটায়। ‘রক্সেন’ ব্যান্ডের ভোকাল হিসেবে সংগীত ক্যারিয়ার শুরু মুস্তাফা জাহিদের। ২০০৭ সালে বলিউডের ‘আওয়ারাপান’ সিনেমায় ‘তো ফির আও’ এবং ‘তেরা মেরা রিস্তা’ গান গেয়ে ভারতেও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এরপর ‘রানওয়ে’, ‘ব্লাড মানি’, ‘মার্ডার থ্রি’, ‘আশিকি টু’, ‘হিরোপান্তি’সহ বেশকিছু বলিউড সিনেমায় প্লেব্যাক করেছেন মুস্তাফা জাহিদ। বাংলাদেশেও বেশ জনপ্রিয় তিনি। মেলোডি আনলিশড কনসার্টে মুস্তাফা জাহিদের সঙ্গে আরও গান শোনাবেন বাংলাদেশের সংগীতশিল্পী এ কে রাহুল, ব্যান্ড লেভেল ফাইভ ও এনকোর। টিকিট বিক্রি হয়েছে তিন ক্যাটাগরিতে। জেনারেল ১ হাজার ৯৯৯ টাকা, মেলোডি জোন ৩ হাজার ৪৯৯ এবং প্রিমিয়াম ১০ হাজার টাকা। গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। কনসার্টট আয়োজন করেছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন।
রুল দ্য ওয়ার্ল্ড কনসার্টে গাইবেন আইমা বেগ
ওয়ান ট্রু সাউন্ডের ব্যানারে দেশের শিল্পীদের নিয়ে নিয়মিত কনসার্টের আয়োজন করে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। এবার প্রথমবার এই আয়োজনে অংশ নিচ্ছেন পাকিস্তানের শিল্পী আইমা বেগ। কনসার্টের নাম দেওয়া হয়েছে রুল দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশে এটি আইমা বেগের প্রথম কনসার্ট। প্রথমে এই কনসার্ট সেনা প্রাঙ্গণে বড় আয়োজনে করার কথা থাকলেও পরে ভেন্যু পরিবর্তন করা হয়। আয়োজকেরা জানিয়েছেন, আজ রাজধানীর একটি কনভেনশন হলে কেবল আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজন করা হয়েছে এই কনসার্ট।
২০১৬ সালে ‘লাহোর সে আগে’ সিনেমায় প্রথমবার প্লেব্যাক করেন আইমা। ‘কালাবাজ দিল’, ‘এহলে দিল’ ও ‘বি-ফিকরিয়ান’ সিনেমায় প্লেব্যাক করে জনপ্রিয়তা পান। কোক স্টুডিও পাকিস্তানেও গেয়েছেন আইমা। পিএসএলের সপ্তম আসরে আতিফ আসলামের সঙ্গে ‘আগে দেখ’ ও গত বছর আলী জাফরের সঙ্গে ‘খুল কে খেল’ থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন তিনি।

গত বছর থেকে বাংলাদেশে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের উপস্থিতি। নিয়মিত ঢাকার মঞ্চে গাইছেন তাঁরা। আজ একই দিনে ঢাকার ভিন্ন দুই ভেন্যুতে গাইবেন পাকিস্তানের দুই শিল্পী মুস্তাফা জাহিদ ও আইমা বেগ।
মেলোডি আনলিশড কনসার্টে মুস্তাফা জাহিদ
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মুস্তাফা জাহিদের মেলোডি আনলিশড কনসার্ট। নিরাপত্তাজনিত কারণে সে সময় স্থগিত করে দেওয়া হয়। এরপর কয়েকবার তারিখ পরিবর্তনের পর অবশেষে আজ অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন। গতকাল দুপুরে ঢাকায় এসেছেন পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ।
বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে মেলোডি আনলিশড কনসার্ট শুরু হবে বিকেল চারটায়। ‘রক্সেন’ ব্যান্ডের ভোকাল হিসেবে সংগীত ক্যারিয়ার শুরু মুস্তাফা জাহিদের। ২০০৭ সালে বলিউডের ‘আওয়ারাপান’ সিনেমায় ‘তো ফির আও’ এবং ‘তেরা মেরা রিস্তা’ গান গেয়ে ভারতেও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এরপর ‘রানওয়ে’, ‘ব্লাড মানি’, ‘মার্ডার থ্রি’, ‘আশিকি টু’, ‘হিরোপান্তি’সহ বেশকিছু বলিউড সিনেমায় প্লেব্যাক করেছেন মুস্তাফা জাহিদ। বাংলাদেশেও বেশ জনপ্রিয় তিনি। মেলোডি আনলিশড কনসার্টে মুস্তাফা জাহিদের সঙ্গে আরও গান শোনাবেন বাংলাদেশের সংগীতশিল্পী এ কে রাহুল, ব্যান্ড লেভেল ফাইভ ও এনকোর। টিকিট বিক্রি হয়েছে তিন ক্যাটাগরিতে। জেনারেল ১ হাজার ৯৯৯ টাকা, মেলোডি জোন ৩ হাজার ৪৯৯ এবং প্রিমিয়াম ১০ হাজার টাকা। গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। কনসার্টট আয়োজন করেছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন।
রুল দ্য ওয়ার্ল্ড কনসার্টে গাইবেন আইমা বেগ
ওয়ান ট্রু সাউন্ডের ব্যানারে দেশের শিল্পীদের নিয়ে নিয়মিত কনসার্টের আয়োজন করে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। এবার প্রথমবার এই আয়োজনে অংশ নিচ্ছেন পাকিস্তানের শিল্পী আইমা বেগ। কনসার্টের নাম দেওয়া হয়েছে রুল দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশে এটি আইমা বেগের প্রথম কনসার্ট। প্রথমে এই কনসার্ট সেনা প্রাঙ্গণে বড় আয়োজনে করার কথা থাকলেও পরে ভেন্যু পরিবর্তন করা হয়। আয়োজকেরা জানিয়েছেন, আজ রাজধানীর একটি কনভেনশন হলে কেবল আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজন করা হয়েছে এই কনসার্ট।
২০১৬ সালে ‘লাহোর সে আগে’ সিনেমায় প্রথমবার প্লেব্যাক করেন আইমা। ‘কালাবাজ দিল’, ‘এহলে দিল’ ও ‘বি-ফিকরিয়ান’ সিনেমায় প্লেব্যাক করে জনপ্রিয়তা পান। কোক স্টুডিও পাকিস্তানেও গেয়েছেন আইমা। পিএসএলের সপ্তম আসরে আতিফ আসলামের সঙ্গে ‘আগে দেখ’ ও গত বছর আলী জাফরের সঙ্গে ‘খুল কে খেল’ থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন তিনি।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
৩ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
৩ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৩ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
৩ ঘণ্টা আগে