
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়িকা হাইসুর লাশ উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে নিজ বাসা থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি নোট উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, ২৯ বছর বয়সী এ গায়িকার সুইসাইড নোট এটি।
দক্ষিণ কোরিয়ার অনলাইন নিউজ পোর্টাল নাভের এই খবর প্রকাশ করেছে।
হাইসুর মৃত্যুর খবর প্রথম প্রকাশ করে তাঁর গানের দল, গতকাল ১৫ মে। ব্যান্ডের বিবৃতিতে বলা হয়, হাইসু গত ১২ মে মারা গেছেন। খুবই ছোট করে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। গায়িকাকে নিয়ে ভুয়া সংবাদ ছড়ানো থেকে সবাইকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে ব্যান্ড দলটি।
পুলিশ বলছে, ১২ মে একটি বাসভবনে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে নিশ্চিত হওয়া গেছে যে মৃত ব্যক্তি গায়িকা হাইসু, যার প্রকৃত নাম কিম আরা।
দক্ষিণ কোরিয়ার নিউজ চ্যানেল ওয়াইটিএনের তথ্য অনুসারে, হাইসু তাঁর গানের ক্যারিয়ার শুরু করেন ২০১৯ সালের নভেম্বরে।
গত মাসে কে-পপ তারকা মুনবিনকেও নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। বয় ব্যান্ড অ্যাস্ট্রোর সদস্য ছিলেন মুনবিন (২৫)।
উল্লেখ্য, হাইসু ছিলেন দক্ষিণ কোরিয়ার ট্রট ঘরানার গানের শিল্পী। ট্রট মিউজিক কোরিয়ার অন্যতম জনপ্রিয় মিউজিক ঘরানা। কেউ কেউ এটিকে কে-পপ সংগীতের প্রাচীনতম রূপ (জাপানি ঔপনিবেশিক শাসনকালের) বলে মনে করেন, আবার কেউ কেউ এটিকে কে-পপের একটি উপ-ধারা হিসেবেও দেখেন।
ট্রট মিউজিক প্রায়শই পুরোনো প্রজন্মের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। তবে এই ধারাটি ক্রমাগত বিকশিত হয়ে কোরিয়ার সংগীতশিল্পে জায়গা করে নিয়েছে। হাইসু এই ধারার অন্যতম জনপ্রিয় মুখ।

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়িকা হাইসুর লাশ উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে নিজ বাসা থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি নোট উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, ২৯ বছর বয়সী এ গায়িকার সুইসাইড নোট এটি।
দক্ষিণ কোরিয়ার অনলাইন নিউজ পোর্টাল নাভের এই খবর প্রকাশ করেছে।
হাইসুর মৃত্যুর খবর প্রথম প্রকাশ করে তাঁর গানের দল, গতকাল ১৫ মে। ব্যান্ডের বিবৃতিতে বলা হয়, হাইসু গত ১২ মে মারা গেছেন। খুবই ছোট করে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। গায়িকাকে নিয়ে ভুয়া সংবাদ ছড়ানো থেকে সবাইকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে ব্যান্ড দলটি।
পুলিশ বলছে, ১২ মে একটি বাসভবনে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে নিশ্চিত হওয়া গেছে যে মৃত ব্যক্তি গায়িকা হাইসু, যার প্রকৃত নাম কিম আরা।
দক্ষিণ কোরিয়ার নিউজ চ্যানেল ওয়াইটিএনের তথ্য অনুসারে, হাইসু তাঁর গানের ক্যারিয়ার শুরু করেন ২০১৯ সালের নভেম্বরে।
গত মাসে কে-পপ তারকা মুনবিনকেও নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। বয় ব্যান্ড অ্যাস্ট্রোর সদস্য ছিলেন মুনবিন (২৫)।
উল্লেখ্য, হাইসু ছিলেন দক্ষিণ কোরিয়ার ট্রট ঘরানার গানের শিল্পী। ট্রট মিউজিক কোরিয়ার অন্যতম জনপ্রিয় মিউজিক ঘরানা। কেউ কেউ এটিকে কে-পপ সংগীতের প্রাচীনতম রূপ (জাপানি ঔপনিবেশিক শাসনকালের) বলে মনে করেন, আবার কেউ কেউ এটিকে কে-পপের একটি উপ-ধারা হিসেবেও দেখেন।
ট্রট মিউজিক প্রায়শই পুরোনো প্রজন্মের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। তবে এই ধারাটি ক্রমাগত বিকশিত হয়ে কোরিয়ার সংগীতশিল্পে জায়গা করে নিয়েছে। হাইসু এই ধারার অন্যতম জনপ্রিয় মুখ।

কথা ছিল গত ডিসেম্বরে শুরু হবে শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমার শুটিং। তবে নির্ধারিত শিডিউলে ক্যামেরা ওপেন করতে পারেননি নির্মাতা আবু হায়াত মাহমুদ। গত সপ্তাহে গুঞ্জন ছড়ায়, ঠিক সময়ে কাজ শুরু করতে না পারায় রোজার ঈদে আসবে না প্রিন্স। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ...
১৮ ঘণ্টা আগে
জনপ্রিয় দক্ষিণি নির্মাতা প্রিয়দর্শনের মেয়ে কল্যাণী প্রিয়দর্শন। ২০১৭ সালে তেলুগু সিনেমা ‘হ্যালো’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি। এই আট বছরে এক ডজনের বেশি তেলুগু, তামিল ও মালয়ালম সিনেমায় দেখা গেছে তাঁকে। শুরু থেকেই গল্প ও চরিত্রের ব্যাপারে ভীষণ চুজি তিনি। সেই ধৈর্যের ফল কল্যাণী পেয়েছেন গত বছর।
১৯ ঘণ্টা আগে
সুমন ধরের পরিচালনায় ‘শেষ চিঠি’ ও ‘ফেরা’ নামের দুটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। আবারও এই নির্মাতার নতুন কাজে যুক্ত হয়েছেন দীঘি। ডার্ক থ্রিলার গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মে দীঘি ছাড়াও আছেন ইরফান সাজ্জাদ ও আশনা হাবিব ভাবনা।
১৯ ঘণ্টা আগে
কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’ সিনেমা দিয়ে বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস। থ্রিলার ঘরানার এ সিনেমার শুটিং শুরু হয়েছে গত ডিসেম্বরে। এতে অপুর নায়ক আবদুন নূর সজল। গতকাল সোশ্যাল মিডিয়ায় দুর্বার সিনেমার নতুন পোস্টার প্রকাশ করে নির্মাতা জানান, আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দুর্বার।
১৯ ঘণ্টা আগে