বিনোদন ডেস্ক

বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে আমির খানের নাম। বাণিজ্যিক ঘরানার সঙ্গে সামাজিক প্রভাবের মিশ্রণে গল্প বলার ধরনকে নতুন করে সংজ্ঞায়িত করেছেন তিনি। বক্স অফিসে বলিউডের প্রথম ১০০ কোটি, ২০০ কোটি ও ৩০০ কোটির মাইলফলক তাঁর গড়া। আমিরকে বলা হয় মিস্টার পারফেকশনিস্ট। ১৪ মার্চ ৬০ বছর পূর্ণ হবে অভিনেতার। আমির খানের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছে চলচ্চিত্র উৎসবের। ‘আমির খান: সিনেমা কা জাদুকর’ শিরোনামের উৎসবটি আয়োজন করেছে ভারতের মাল্টিপ্লেক্স চেইন পিভিআর আইনক্স।
আমির খান: সিনেমা কা জাদুকর উৎসবে প্রদর্শিত হবে আমির খান অভিনীত পাঁচটি সিনেমা। সিনেমাগুলো হলো ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘লগান’, ‘তারে জামিন পার’, ‘থ্রি ইডিয়টস’ ও ‘দঙ্গল’।
পিভিআর আইনক্সের নির্বাহী পরিচালক সঞ্জীব কুমার বিজলি বলেন, ‘ভারতীয় সিনেমার সত্যিকারের একজন মশালবাহক আমির খান। সিনেমায় তাঁর অবদান অনেক। তিনি কখনো ভিন্ন ধারার চিত্রনাট্য বেছে নিতে পিছু হটেননি। ইন্ডাস্ট্রিতে নতুন নতুন মাইলস্টোন সেট করেছেন আমির খান। তাঁকে নিয়ে সিনেমা কি জাদুকর উৎসব আয়োজন করতে পেরে আমরা গর্বিত।’
সঞ্জীব কুমার জানান, ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত ভারতজুড়ে পিভিআর আইনক্সের থিয়েটারে দেখা যাবে সিনেমাগুলো। এর আগে রাজ কাপুর, অমিতাভ বচ্চনদের মতো অভিনেতাদের সিনেমা নিয়েও আইনক্স আয়োজন করেছিল উৎসবের।
আমিরকে সবশেষে দেখা গিয়েছিল ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়। ২০২২ সালে মুক্তির পর সিনেমাটি ব্যর্থ হওয়ায় ভেঙে পড়েছিলেন আমির। অভিনয়ই ছেড়ে দিতে চেয়েছিলেন। তবে পরিবার ও কাছের মানুষদের অনুরোধে ফিরেছেন আবার। তবে জানিয়ে দিয়েছেন, ক্যারিয়ারের শেষ ভাগে আছেন তিনি। তাই আগামী ১০ বছর সবচেয়ে বেশি কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সময়ে নিজে কাজ করার পাশাপাশি নতুন প্রতিভা তুলে আনার কথাও জানান আমির। হয়ে উঠতে চান নতুনদের জন্য প্ল্যাটফর্ম। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে আমির খানের ‘সিতারে জামিন পার’। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘তারে জামিন পার’ পরিচালনা করেছিলেন আমির খান। তবে এর সিকুয়েলটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর এস প্রসন্ন।

বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে আমির খানের নাম। বাণিজ্যিক ঘরানার সঙ্গে সামাজিক প্রভাবের মিশ্রণে গল্প বলার ধরনকে নতুন করে সংজ্ঞায়িত করেছেন তিনি। বক্স অফিসে বলিউডের প্রথম ১০০ কোটি, ২০০ কোটি ও ৩০০ কোটির মাইলফলক তাঁর গড়া। আমিরকে বলা হয় মিস্টার পারফেকশনিস্ট। ১৪ মার্চ ৬০ বছর পূর্ণ হবে অভিনেতার। আমির খানের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছে চলচ্চিত্র উৎসবের। ‘আমির খান: সিনেমা কা জাদুকর’ শিরোনামের উৎসবটি আয়োজন করেছে ভারতের মাল্টিপ্লেক্স চেইন পিভিআর আইনক্স।
আমির খান: সিনেমা কা জাদুকর উৎসবে প্রদর্শিত হবে আমির খান অভিনীত পাঁচটি সিনেমা। সিনেমাগুলো হলো ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘লগান’, ‘তারে জামিন পার’, ‘থ্রি ইডিয়টস’ ও ‘দঙ্গল’।
পিভিআর আইনক্সের নির্বাহী পরিচালক সঞ্জীব কুমার বিজলি বলেন, ‘ভারতীয় সিনেমার সত্যিকারের একজন মশালবাহক আমির খান। সিনেমায় তাঁর অবদান অনেক। তিনি কখনো ভিন্ন ধারার চিত্রনাট্য বেছে নিতে পিছু হটেননি। ইন্ডাস্ট্রিতে নতুন নতুন মাইলস্টোন সেট করেছেন আমির খান। তাঁকে নিয়ে সিনেমা কি জাদুকর উৎসব আয়োজন করতে পেরে আমরা গর্বিত।’
সঞ্জীব কুমার জানান, ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত ভারতজুড়ে পিভিআর আইনক্সের থিয়েটারে দেখা যাবে সিনেমাগুলো। এর আগে রাজ কাপুর, অমিতাভ বচ্চনদের মতো অভিনেতাদের সিনেমা নিয়েও আইনক্স আয়োজন করেছিল উৎসবের।
আমিরকে সবশেষে দেখা গিয়েছিল ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়। ২০২২ সালে মুক্তির পর সিনেমাটি ব্যর্থ হওয়ায় ভেঙে পড়েছিলেন আমির। অভিনয়ই ছেড়ে দিতে চেয়েছিলেন। তবে পরিবার ও কাছের মানুষদের অনুরোধে ফিরেছেন আবার। তবে জানিয়ে দিয়েছেন, ক্যারিয়ারের শেষ ভাগে আছেন তিনি। তাই আগামী ১০ বছর সবচেয়ে বেশি কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সময়ে নিজে কাজ করার পাশাপাশি নতুন প্রতিভা তুলে আনার কথাও জানান আমির। হয়ে উঠতে চান নতুনদের জন্য প্ল্যাটফর্ম। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে আমির খানের ‘সিতারে জামিন পার’। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘তারে জামিন পার’ পরিচালনা করেছিলেন আমির খান। তবে এর সিকুয়েলটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর এস প্রসন্ন।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১৯ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১৯ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১৯ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৯ ঘণ্টা আগে