
বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান ব্যক্তিগত জীবনে সব সময় থাকেন আলোচনায়। কখনো নোরা ফতেহির সঙ্গে, কখনো আবার অনন্যা পাণ্ডের সঙ্গে ছড়িয়েছে প্রেমের গুঞ্জন। এবার নাম জড়াল এক মডেলকে নিয়ে, যাঁর সঙ্গে বর্ষবরণের রাতে সময় কাটিয়েছেন আরিয়ান।
জানা গেছে, এবার কোনো বলিউড ডিভা নয়, ব্রাজিলের এক মডেলকে নাকি মন দিয়েছেন শাহরুখপুত্র। ওই মডেলের নাম লারিসা বোনেসি। বর্ষবরণের রাতেও সেই প্রেমিকার সঙ্গেই সময় কাটালেন আরিয়ান।
বর্ষবরণের রাতে আরিয়ানের নিজস্ব বিপণন সংস্থার পার্টি ছিল মুম্বাইয়ে। সেখানেই আসেন লারিসা। পার্টিতে প্রবেশ করার সময় তাঁকে ক্যামেরাবন্দী করেন পাপারাজ্জিরা। মুহূর্তেই সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে দুজন একসঙ্গে পার্টিতে প্রবেশ করেননি। একসঙ্গে ক্যামেরার সামনে ধরাও দেননি।

পার্টিতে কালো প্যান্টের সঙ্গে সাদা রঙের টি-শার্ট পরেছিলেন আরিয়ান। এর ওপরে বেছে নিয়েছিলেন লেয়ার্ড জ্যাকেট। অন্যদিকে, লারিসা বেছে নেন গোলাপি রঙের ঝলমলে পোশাক। মধ্যরাতে এই পার্টি থেকে মাথা নিচু করে বের হন আরিয়ান। এ সময় তিনি বেতালে পা ফেলেন। ভিডিওতে বোঝা যাচ্ছে, মদ্যপান করেছেন আরিয়ান। কোনোমতে মাটির দিকে তাকিয়ে পা ফেলছেন। তবে সেদিকে লক্ষ ছিল নিরাপত্তারক্ষীদের। ফলে নির্বিঘ্নে গাড়ি পর্যন্ত পৌঁছে যান তিনি। এ সময় আরিয়ানের পেছন পেছন বেরোন তাঁর মদ্যপ বন্ধুরা। তাঁরাও বেতালে হাঁটছিলেন।

বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান ব্যক্তিগত জীবনে সব সময় থাকেন আলোচনায়। কখনো নোরা ফতেহির সঙ্গে, কখনো আবার অনন্যা পাণ্ডের সঙ্গে ছড়িয়েছে প্রেমের গুঞ্জন। এবার নাম জড়াল এক মডেলকে নিয়ে, যাঁর সঙ্গে বর্ষবরণের রাতে সময় কাটিয়েছেন আরিয়ান।
জানা গেছে, এবার কোনো বলিউড ডিভা নয়, ব্রাজিলের এক মডেলকে নাকি মন দিয়েছেন শাহরুখপুত্র। ওই মডেলের নাম লারিসা বোনেসি। বর্ষবরণের রাতেও সেই প্রেমিকার সঙ্গেই সময় কাটালেন আরিয়ান।
বর্ষবরণের রাতে আরিয়ানের নিজস্ব বিপণন সংস্থার পার্টি ছিল মুম্বাইয়ে। সেখানেই আসেন লারিসা। পার্টিতে প্রবেশ করার সময় তাঁকে ক্যামেরাবন্দী করেন পাপারাজ্জিরা। মুহূর্তেই সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে দুজন একসঙ্গে পার্টিতে প্রবেশ করেননি। একসঙ্গে ক্যামেরার সামনে ধরাও দেননি।

পার্টিতে কালো প্যান্টের সঙ্গে সাদা রঙের টি-শার্ট পরেছিলেন আরিয়ান। এর ওপরে বেছে নিয়েছিলেন লেয়ার্ড জ্যাকেট। অন্যদিকে, লারিসা বেছে নেন গোলাপি রঙের ঝলমলে পোশাক। মধ্যরাতে এই পার্টি থেকে মাথা নিচু করে বের হন আরিয়ান। এ সময় তিনি বেতালে পা ফেলেন। ভিডিওতে বোঝা যাচ্ছে, মদ্যপান করেছেন আরিয়ান। কোনোমতে মাটির দিকে তাকিয়ে পা ফেলছেন। তবে সেদিকে লক্ষ ছিল নিরাপত্তারক্ষীদের। ফলে নির্বিঘ্নে গাড়ি পর্যন্ত পৌঁছে যান তিনি। এ সময় আরিয়ানের পেছন পেছন বেরোন তাঁর মদ্যপ বন্ধুরা। তাঁরাও বেতালে হাঁটছিলেন।

গত বছর ‘জংলি’র পর এবার রোজার ঈদ উপলক্ষেও নতুন সিনেমা নিয়ে প্রস্তুত হচ্ছেন সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ নামের সিনেমাটি বানাচ্ছেন ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। গত মাসে দেশে শুরু হয় শুটিং। সিয়ামের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এসেছে অ্যানাউন্সমেন্ট টিজার।
১২ ঘণ্টা আগে
পারিবারিক রোমান্টিক গল্প দিয়েই নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন করণ জোহর। ১৯৯৮ থেকে ২০২৩—তিনি উপহার দিয়েছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না ক্যাহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল...
১২ ঘণ্টা আগে
আগের দুই পর্বের মতো অ্যাভাটারের তৃতীয় পর্বটি শুরুতেই অতটা দাপট দেখাতে পারেনি। তাই ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ শেষ পর্যন্ত বক্স অফিসে সাড়া ফেলতে পারবে কি না, তা নিয়ে সংশয় ছিল। নির্মাতা জেমস ক্যামেরন নিজেও ছিলেন সন্দিহান।
১২ ঘণ্টা আগে
২০২০ সালে একদল থিয়েটারকর্মীর উদ্যোগে নাট্যদল থিয়েটারিয়ানের যাত্রা শুরু হয়। বছর দুয়েক পর মঞ্চে আসে এ দলের প্রথম প্রযোজনা ‘ডেথ অব আ সেলসম্যান’। প্রশংসিত হয় তাদের প্রথম প্রযোজনা। এবার দ্বিতীয় প্রযোজনা নিয়ে আসছে থিয়েটারিয়ান। তাদের নতুন নাটকের নাম ‘তার্ত্যুফ’।
১২ ঘণ্টা আগে