বিনোদন প্রতিবেদক, ঢাকা

২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
গতকাল জয়পুরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানের কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে সোহানা সাবা লেখেন, ‘শুরু হতে যাচ্ছে ছয় মাস ধরে অপেক্ষা করা চমৎকার মুহূর্তটি! আমি আরও বলতে চাই, সামনে আরও অনেকগুলো চমক অপেক্ষা করছে আপনাদের জন্য।’
জয়পুর থেকে মোবাইল ফোনে সোহানা সাবা বলেন, ‘উদ্বোধনী দিন দারুণ আয়োজন হয়েছে। অনেককেই সম্মাননা দেওয়া হয়েছে। জুরিবোর্ডে থাকার ফলে বিভিন্ন দেশের সিনেমা দেখা হবে। নির্মাতা ও শিল্পীদের সঙ্গে কথা হবে। সব মিলিয়ে সংস্কৃতির বিনিময় হবে এই উৎসবে। আশা করছি উৎসবের পাঁচটি দিন আমার জীবনে নতুন নতুন অভিজ্ঞতা যোগ হবে।’
উৎসবের বিচারক হওয়া প্রসঙ্গে সোহানা সাবা বলেন, ‘বৃহন্নলাতে অভিনয়ের জন্য ২০১৫ সালের জানুয়ারিতে জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পাই। এর পর থেকে প্রতিবছর এই ফেস্টিভ্যালের জুরি হওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়। ব্যস্ততা ও পারিপার্শ্বিক কারণে এত দিন অংশ নিতে পারিনি। গত বছর আগস্ট মাসে যখন আমাকে প্রপোজাল দেওয়া হলো জুরি হতে, এবার আর না করিনি।’
এবারের জয়পুর উৎসবে ৪৮টি দেশের ২৪০টি সিনেমা প্রদর্শিত হবে। তবে সেখানে নেই বাংলাদেশের কোনো সিনেমা। বিচারকের দায়িত্ব পালনের পাশাপাশি ২০ জানুয়ারি ওয়ার্ল্ড সিনেমা অ্যান্ড উইমেন ফিল্মমেকারস শিরোনামের একটি সেমিনারে অংশ নেবেন সোহানা সাবা। সেখানে সিনেমা নিয়ে কথা বলবেন তিনি। সেমিনারে আরও উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের নির্মাতা নিরা জাভেরি এবং স্পেনের নির্মাতা অ্যানটোনিও রদ্রিগেজ কাবাল।

২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
গতকাল জয়পুরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানের কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে সোহানা সাবা লেখেন, ‘শুরু হতে যাচ্ছে ছয় মাস ধরে অপেক্ষা করা চমৎকার মুহূর্তটি! আমি আরও বলতে চাই, সামনে আরও অনেকগুলো চমক অপেক্ষা করছে আপনাদের জন্য।’
জয়পুর থেকে মোবাইল ফোনে সোহানা সাবা বলেন, ‘উদ্বোধনী দিন দারুণ আয়োজন হয়েছে। অনেককেই সম্মাননা দেওয়া হয়েছে। জুরিবোর্ডে থাকার ফলে বিভিন্ন দেশের সিনেমা দেখা হবে। নির্মাতা ও শিল্পীদের সঙ্গে কথা হবে। সব মিলিয়ে সংস্কৃতির বিনিময় হবে এই উৎসবে। আশা করছি উৎসবের পাঁচটি দিন আমার জীবনে নতুন নতুন অভিজ্ঞতা যোগ হবে।’
উৎসবের বিচারক হওয়া প্রসঙ্গে সোহানা সাবা বলেন, ‘বৃহন্নলাতে অভিনয়ের জন্য ২০১৫ সালের জানুয়ারিতে জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পাই। এর পর থেকে প্রতিবছর এই ফেস্টিভ্যালের জুরি হওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়। ব্যস্ততা ও পারিপার্শ্বিক কারণে এত দিন অংশ নিতে পারিনি। গত বছর আগস্ট মাসে যখন আমাকে প্রপোজাল দেওয়া হলো জুরি হতে, এবার আর না করিনি।’
এবারের জয়পুর উৎসবে ৪৮টি দেশের ২৪০টি সিনেমা প্রদর্শিত হবে। তবে সেখানে নেই বাংলাদেশের কোনো সিনেমা। বিচারকের দায়িত্ব পালনের পাশাপাশি ২০ জানুয়ারি ওয়ার্ল্ড সিনেমা অ্যান্ড উইমেন ফিল্মমেকারস শিরোনামের একটি সেমিনারে অংশ নেবেন সোহানা সাবা। সেখানে সিনেমা নিয়ে কথা বলবেন তিনি। সেমিনারে আরও উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের নির্মাতা নিরা জাভেরি এবং স্পেনের নির্মাতা অ্যানটোনিও রদ্রিগেজ কাবাল।

গত বছর ঢালিউডে হিট সিনেমার সংখ্যা বাড়লেও কমেছে মুক্তিপ্রাপ্ত সিনেমা। তবে দুই ঈদে সিনেমা মুক্তির হিড়িক ছিল। নতুন বছরেও ঈদকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছেন নির্মাতারা। এ বছর অবশ্য ঈদ ছাড়াও বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। ২০২৬ সালে যেসব সিনেমার দিকে নজর থাকবে...
১৪ ঘণ্টা আগে
নতুন বছরের শুরুতেই মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল সমতল। নাটকের নাম ‘লুৎফার প্রদীপ’। লিখেছেন তানভীর মোকাম্মেল। সগীর মোস্তফার নির্দেশনায় এ নাটকে একক অভিনয়ে দেখা যাবে চিত্রলেখা গুহকে। মঞ্চে এটি তাঁর প্রথম একক অভিনয়। ৩ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতিতে সন্ধ্যা ৬টায় দেখা...
১৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৯ ঘণ্টা আগে
দুই বাংলার প্রেক্ষাগৃহে ২০২৫ সালজুড়ে নিয়মিত সিনেমা মুক্তি পেয়েছে জয়া আহসানের। ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’, ‘ডিয়ার মা’ দিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। নতুন বছরের প্রথম দিনে নতুন সিনেমা মুক্তির তারিখ জানালেন জয়া।
১৯ ঘণ্টা আগে