Ajker Patrika

প্রেম করছেন রাশমিকা, সঙ্গী কে?

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৯: ৪৭
রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত
রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানা, যার মিষ্টি হাসিতে ঘায়েল লাখো পুরুষের মন। অভিনয় দক্ষতায় কলিউডের পাশাপাশি বলিউডের মাটি শক্ত করেছেন তিনি। রাতারাতি জাতীয় ক্রাশ বনে যাওয়া রাশমিকার ব্যক্তিগত জীবন নিয়ে নানান কৌতূহল রয়েছে ভক্ত-অনুরাগীদের। যার রূপে মুগ্ধ গোটা ভারত, তিনি কাকে মন দিয়েছেন—এ নিয়ে যেন কৌতূহলের শেষ নেই। এ নিয়ে নিজেই মুখ খুললেন, কী বললেন অভিনেত্রী?

একাধিক অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে রাশমিকার। তবে সবচেয়ে বেশি গুঞ্জন শোনা যায় বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে। যদিও প্রকাশ্যে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা যায়নি রশমিকাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অকপটে মনের কথা বলে ফেলেন অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনে আনন্দের জায়গা নিয়ে কথা বলতে গিয়ে মুখ ফসকে সত্য কথা বলে ফেলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘সবচেয়ে আনন্দের জায়গা হলো বাড়ি। এখানেই মনে হয় জীবনে সাফল্য আসবে-যাবে, তা কখনোই চিরস্থায়ী নয়। তবে এই বাড়িই আমার শিকড়।’

অভিনেত্রী যোগ করেন, ‘তাই এখান থেকেই কাজ করতে ভালোবাসি। ভালোবাসা এখানেই পেয়েছি। আমি এখনো একজন মেয়ে, একজন বোন, একজন পার্টনার।’ কিন্তু কার পার্টনার তা নিয়ে বিস্তারিত বলেননি রাশমিকা।

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। ছবি: ফেসবুক
রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। ছবি: ফেসবুক

জীবনসঙ্গী হিসেবে কেমন পুরুষ পছন্দ রাশমিকার, তা-ও জানিয়েছেন তিনি। রাশমিকা বলেন, ‘যার মুখে সব সময় হাসি থাকবে। আশপাশের মানুষের প্রাপ্য সম্মান দেবে, তেমন মানুষই ভালো লাগে।’

রাশমিকার এমন মন্তব্যে স্পষ্ট, সম্পর্ক থাকার কথা কার্যত স্বীকার করলেও সঙ্গীর নাম গোপন রেখেছেন। রাশমিকা আপাতত তাঁর আপকামিং সিনেমা ‘ছাবা’র প্রচারে ব্যস্ত। সিনেমায় ছত্রপতি শিবাজির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত