পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন নির্মাতা মিনহাজ উদ্দিন। সম্প্রতি জার্মানি থেকে দেশে ফিরে নিজের মা ও বোনের সঙ্গে বিবাদে জড়িয়েছেন তিনি। মিনহাজের অভিযোগ, আগেও অর্থের লোভে মা নাসিমা আক্তার ও বোন আফিয়া আঞ্জুম মালিহা মানসিক নির্যাতন করেছেন তাঁকে।
ক্যারিয়ারের শুরু থেকেই নাটক, মিউজিক ভিডিও ও বিজ্ঞাপন বানিয়েছেন মিনহাজ। ২০১৫ সালে ‘স্বপ্নচোর’ নাটক দিয়ে আলোচনায় আসেন তিনি। ২০১৮ সালে জার্মানি যান চলচ্চিত্র বিষয়ে মাস্টার্স করতে। গত বছর ৩০ আগস্ট পারিবারিকভাবে আকদ হয় তাহামিদার সঙ্গে, ২৭ সেপ্টেম্বর হয় বিবাহোত্তর সংবর্ধনা। মিনহাজ জানিয়েছেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাঁর মা ও বোন তাহামিদাকে মানসিক নির্যাতন করতেন।
সম্প্রতি সিনেমা নির্মাণের উদ্দেশে দেশে ফিরেছেন মিনহাজ। তাঁর অভিযোগ, নানা ঘটনার জের ধরে ৬ ডিসেম্বর রাতে তাহামিদার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ব্যক্তিগত মেসেজ পড়তে চান মিনহাজের মা নাসিমা আক্তার ও বোন আফিয়া আঞ্জুম মালিহা। প্রতিবাদ করলে তাঁরা খেপে গিয়ে মিনহাজকে গালিগালাজ ও মারধর করেন। স্বামীকে বাঁচাতে গেলে তাহামিদাও লাঞ্ছিত হন। ঘটনার রাতেই মিনহাজ ও তাহামিদা ফেনী সদর হাসপাতালে গিয়ে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন এবং ফেনী থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর ৪৮৫। মা ও বোন সমঝোতা স্বাক্ষর করে জিডি তুলে নিতে চাপ দিলে পারিবারিক শান্তির কথা ভেবে মিনহাজ রাজি হন। ১০ ডিসেম্বর সমঝোতার জন্য তারিখ নির্ধারণ করলেও ৯ ডিসেম্বর নাসিমা আক্তার আদালতে মিনহাজের বিরুদ্ধে চাঁদাবাজি, স্বর্ণালংকার লুট ও হত্যার চেষ্টা মামলা করেন বলে জানিয়েছেন মিনহাজ।

মিনহাজ বলেন, ‘এবারই প্রথম নয়। এর আগেও আমার মা-বোন টাকার জন্য আমাকে মানসিক নির্যাতন করেছেন। এমনকি হাসপাতালে ধরে নিয়ে গিয়ে আমাকে পাগল সাব্যস্ত করার চেষ্টাও করেছেন। পরিবারের সম্মানের কথা চিন্তা করে বিষয়টি নিয়ে চুপ ছিলাম। কিন্তু এখন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে এবং বিষয়টা আমার ক্যারিয়ার আর দাম্পত্য জীবনে প্রভাব ফেলছে, তাই বাধ্য হয়ে মিডিয়ায় মুখ খুললাম।’

পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন নির্মাতা মিনহাজ উদ্দিন। সম্প্রতি জার্মানি থেকে দেশে ফিরে নিজের মা ও বোনের সঙ্গে বিবাদে জড়িয়েছেন তিনি। মিনহাজের অভিযোগ, আগেও অর্থের লোভে মা নাসিমা আক্তার ও বোন আফিয়া আঞ্জুম মালিহা মানসিক নির্যাতন করেছেন তাঁকে।
ক্যারিয়ারের শুরু থেকেই নাটক, মিউজিক ভিডিও ও বিজ্ঞাপন বানিয়েছেন মিনহাজ। ২০১৫ সালে ‘স্বপ্নচোর’ নাটক দিয়ে আলোচনায় আসেন তিনি। ২০১৮ সালে জার্মানি যান চলচ্চিত্র বিষয়ে মাস্টার্স করতে। গত বছর ৩০ আগস্ট পারিবারিকভাবে আকদ হয় তাহামিদার সঙ্গে, ২৭ সেপ্টেম্বর হয় বিবাহোত্তর সংবর্ধনা। মিনহাজ জানিয়েছেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাঁর মা ও বোন তাহামিদাকে মানসিক নির্যাতন করতেন।
সম্প্রতি সিনেমা নির্মাণের উদ্দেশে দেশে ফিরেছেন মিনহাজ। তাঁর অভিযোগ, নানা ঘটনার জের ধরে ৬ ডিসেম্বর রাতে তাহামিদার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ব্যক্তিগত মেসেজ পড়তে চান মিনহাজের মা নাসিমা আক্তার ও বোন আফিয়া আঞ্জুম মালিহা। প্রতিবাদ করলে তাঁরা খেপে গিয়ে মিনহাজকে গালিগালাজ ও মারধর করেন। স্বামীকে বাঁচাতে গেলে তাহামিদাও লাঞ্ছিত হন। ঘটনার রাতেই মিনহাজ ও তাহামিদা ফেনী সদর হাসপাতালে গিয়ে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন এবং ফেনী থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর ৪৮৫। মা ও বোন সমঝোতা স্বাক্ষর করে জিডি তুলে নিতে চাপ দিলে পারিবারিক শান্তির কথা ভেবে মিনহাজ রাজি হন। ১০ ডিসেম্বর সমঝোতার জন্য তারিখ নির্ধারণ করলেও ৯ ডিসেম্বর নাসিমা আক্তার আদালতে মিনহাজের বিরুদ্ধে চাঁদাবাজি, স্বর্ণালংকার লুট ও হত্যার চেষ্টা মামলা করেন বলে জানিয়েছেন মিনহাজ।

মিনহাজ বলেন, ‘এবারই প্রথম নয়। এর আগেও আমার মা-বোন টাকার জন্য আমাকে মানসিক নির্যাতন করেছেন। এমনকি হাসপাতালে ধরে নিয়ে গিয়ে আমাকে পাগল সাব্যস্ত করার চেষ্টাও করেছেন। পরিবারের সম্মানের কথা চিন্তা করে বিষয়টি নিয়ে চুপ ছিলাম। কিন্তু এখন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে এবং বিষয়টা আমার ক্যারিয়ার আর দাম্পত্য জীবনে প্রভাব ফেলছে, তাই বাধ্য হয়ে মিডিয়ায় মুখ খুললাম।’

সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই নতুন বছরে সুখে থাকুক, দেশে শান্তি ফিরে আসুক। খুব করে চাই, দেশের অবস্থা যেন স্বাভাবিক হয়। আমরা সাধারণ মানুষ যেন নিরাপদ জীবন যাপন করতে পারি। ব্যক্তিজীবনে খুব শান্তিপূর্ণ জীবন যাপন করি। এটা সম্ভব হয়েছে আমার পরিবার এবং আশপাশের মানুষদের জন্য।
৭ ঘণ্টা আগে
ছেলের অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে কানাডায় আছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সেখান থেকেই নিয়মিত গান করছেন তিনি। নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীর জন্য গান লিখছেন, সুর করছেন। এবার তিনি সুর করলেন মৌমিতা বড়ুয়ার একটি গানের। শিরোনাম ‘তোমায় রেখেছিলাম এগিয়ে’।
৭ ঘণ্টা আগে
আজ বছরের প্রথম দিন মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। গ্রামের দুই পরিবারের বৈরিতার গল্পে ধারাবাহিকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। রচনা করেছেন বৃন্দাবন দাস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি...
৭ ঘণ্টা আগে
হলিউডের জন্য ২০২৬ সালটি হতে চলেছে একটি সমৃদ্ধ বছর। হরর, অ্যানিমেশন, সুপারহিরো, অ্যাকশন, ঐতিহাসিক—নানা জনরার সিনেমা মুক্তি পাবে হলিউডে। যারা ভৌতিক গল্পের ভক্ত, তাদের জন্য যেমন রয়েছে ‘স্ক্রিম ৭’, ‘রেডি অর নট ২’, ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার: দ্য বোন টেম্পল’-এর মতো সিনেমা, তেমনি রোমান্টিক গল্পের...
৭ ঘণ্টা আগে