
পাঁচ বছর পর গত জুলাইয়ে মুক্তি পেয়েছে হলিউডের হরর সিনেমা ‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজির ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’। এবার ঢাকার দর্শকদের বুকে কাঁপন ধরাতে প্রস্তুত ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’। আজ স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।
যাঁরা হরর সিনেমা দেখতে ভালোবাসেন, তাঁদের কাছে বিশেষভাবে পরিচিত ‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজি। ২০১০ সালে এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘ইনসিডিয়াস’ মুক্তির পরপরই ব্যাপক সাড়া ফেলেছিল। ভয়ংকর সব দৃশ্য আর শ্বাসরুদ্ধকর গল্প দিয়ে দর্শকদের বুকে কাঁপন ধরিয়ে দেয় সিনেমাটি। এরপর একে একে পর্দায় এসেছে তিনটি সিক্যুয়েল। প্রতিবারই দর্শকদের ভয়ের মাত্রা বাড়িয়ে ভৌতিক সিনেমার তালিকায় অন্যতম এক ফ্র্যাঞ্চাইজি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ‘ইনসিডিয়াস’। সবশেষ ‘ইনসিডিয়াস: দ্য লাস্ট কি’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে।
হরর ফ্র্যাঞ্চাইজিটির প্রথম দুই সিনেমা ‘ইনসিডিয়াস’ এবং ‘ইনসিডিয়াস: চ্যাপ্টার ২’-এর সিক্যুয়েল ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’। চিত্রনাট্য লিখেছেন স্কট টিমস। গল্পে দেখা যাবে ১০ বছর পেরিয়ে গেছে এবং ডাল্টন (সিম্পকিন্স) এখন কলেজের ছাত্র। কিন্তু ল্যামবার্ট পরিবারের কথা ভুলে যায়নি দ্য ফার্দার। বরং ভয়ানক উপস্থিতির মাধ্যমে নিরলস দুঃস্বপ্ন নিশ্চিত করেছে ল্যামবার্ট পরিবারের জন্য। প্রকাশিত ট্রেলারে আইকনিক লাল ঠোঁটের শয়তানের প্রত্যাবর্তন দেখা যায়, যা এই সিরিজের রহস্যঘেরা মূল চরিত্র। ট্রেলারে যতটুকু আভাস পাওয়া গেছে তাতে বোঝাই যাচ্ছে, ভক্তদের একটি ভয়ংকর অভিজ্ঞতা উপহার দিতে বদ্ধপরিকর নির্মাতারা।
সিনেমাটি পরিচালনা করেছেন প্যাট্রিক উইলসন। প্রযোজনা করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মূল লেখক হানেল, জেসন ব্লম, জেমস ওয়ান ও ওরেন পেলি। অভিনয়ে টাই সিম্পকিন্স, প্যাট্রিক উইলসন, হিয়াম আব্বাস, সিনক্লেয়ার ড্যানিয়েল, অ্যান্ড্রু অ্যাস্টর ও রোজ বাইর্ন।

পাঁচ বছর পর গত জুলাইয়ে মুক্তি পেয়েছে হলিউডের হরর সিনেমা ‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজির ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’। এবার ঢাকার দর্শকদের বুকে কাঁপন ধরাতে প্রস্তুত ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’। আজ স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।
যাঁরা হরর সিনেমা দেখতে ভালোবাসেন, তাঁদের কাছে বিশেষভাবে পরিচিত ‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজি। ২০১০ সালে এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘ইনসিডিয়াস’ মুক্তির পরপরই ব্যাপক সাড়া ফেলেছিল। ভয়ংকর সব দৃশ্য আর শ্বাসরুদ্ধকর গল্প দিয়ে দর্শকদের বুকে কাঁপন ধরিয়ে দেয় সিনেমাটি। এরপর একে একে পর্দায় এসেছে তিনটি সিক্যুয়েল। প্রতিবারই দর্শকদের ভয়ের মাত্রা বাড়িয়ে ভৌতিক সিনেমার তালিকায় অন্যতম এক ফ্র্যাঞ্চাইজি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ‘ইনসিডিয়াস’। সবশেষ ‘ইনসিডিয়াস: দ্য লাস্ট কি’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে।
হরর ফ্র্যাঞ্চাইজিটির প্রথম দুই সিনেমা ‘ইনসিডিয়াস’ এবং ‘ইনসিডিয়াস: চ্যাপ্টার ২’-এর সিক্যুয়েল ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’। চিত্রনাট্য লিখেছেন স্কট টিমস। গল্পে দেখা যাবে ১০ বছর পেরিয়ে গেছে এবং ডাল্টন (সিম্পকিন্স) এখন কলেজের ছাত্র। কিন্তু ল্যামবার্ট পরিবারের কথা ভুলে যায়নি দ্য ফার্দার। বরং ভয়ানক উপস্থিতির মাধ্যমে নিরলস দুঃস্বপ্ন নিশ্চিত করেছে ল্যামবার্ট পরিবারের জন্য। প্রকাশিত ট্রেলারে আইকনিক লাল ঠোঁটের শয়তানের প্রত্যাবর্তন দেখা যায়, যা এই সিরিজের রহস্যঘেরা মূল চরিত্র। ট্রেলারে যতটুকু আভাস পাওয়া গেছে তাতে বোঝাই যাচ্ছে, ভক্তদের একটি ভয়ংকর অভিজ্ঞতা উপহার দিতে বদ্ধপরিকর নির্মাতারা।
সিনেমাটি পরিচালনা করেছেন প্যাট্রিক উইলসন। প্রযোজনা করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মূল লেখক হানেল, জেসন ব্লম, জেমস ওয়ান ও ওরেন পেলি। অভিনয়ে টাই সিম্পকিন্স, প্যাট্রিক উইলসন, হিয়াম আব্বাস, সিনক্লেয়ার ড্যানিয়েল, অ্যান্ড্রু অ্যাস্টর ও রোজ বাইর্ন।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১ দিন আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১ দিন আগে