Ajker Patrika

যে প্রশ্নের উত্তর দিয়ে এবারের মিস ওয়ার্ল্ড থাইল্যান্ড সুন্দরী ওপাল

আজকের পত্রিকা ডেস্ক­
এবারের মিস ওয়ার্ল্ড ওপাল সুচাতা চুয়াংস্রি। ছবি: সংগৃহীত
এবারের মিস ওয়ার্ল্ড ওপাল সুচাতা চুয়াংস্রি। ছবি: সংগৃহীত

গতকাল শনিবার (৩১ মে) ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত হয়েছে ৭২ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। জমকালো এই আয়োজনে এবার সেরা সুন্দরীর মুকুট জয় করেছেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি। তবে শুধু সৌন্দর্যই নয়, তাঁর প্রজ্ঞা ও সংবেদনশীল উত্তরেই মুগ্ধ হয়েছেন বিচারক ও দর্শকেরা।

সুন্দরীদের প্রশ্নোত্তর পর্বে বিচারক ও অভিনেতা সোনু সুদ ওপালকে জিজ্ঞেস করেছিলেন—এই মিস ওয়ার্ল্ড যাত্রায় আপনি ব্যক্তিগত দায়িত্ব ও সত্য নিয়ে কী শিখলেন? কীভাবে আমরা গল্প বলার ধরন গঠনে ভূমিকা রাখি?

এই প্রশ্নের উত্তরে ওপাল বলেন, ‘নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তুলুন, যাকে কেউ না কেউ শ্রদ্ধাভরে দেখবে।’

তিনি বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করি—আপনি যেই হোন, আপনার বয়স যাই হোক না কেন, আপনার জীবনে আপনি যে ভূমিকাই পালন করুন না কেন—আপনার পাশে কেউ থাকেই। সেটা হয়তো একটা শিশু, একজন প্রাপ্তবয়স্ক, এমনকি আপনার বাবা-মাও হতে পারেন—যারা আপনাকে অনুসরণ করেন। আর মানুষকে নেতৃত্ব দেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো, নিজের কর্মে সৌজন্য ও সৌন্দর্য বজায় রাখা। এটাই আমাদের আশপাশের মানুষদের জন্য সবচেয়ে বড় উপহার।’

বিশ্লেষকেরা বলছেন, ওপালের এই মর্মস্পর্শী উত্তরই তাঁর মাথায় এনে দিয়েছে ২০২৫ সালের মিস ওয়ার্ল্ডের মুকুট।

হায়দরাবাদে আসার মাত্র এক সপ্তাহ আগেই গত ২২ এপ্রিল থাইল্যান্ডের মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছিলেন ওপাল। ২০২৪ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন এবং তৃতীয় রানার-আপ হয়েছিলেন।

এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন ইথিওপিয়ার সুন্দরী হাসসেট দেরেজে। এই প্রতিযোগিতায় এই প্রথম কোনো ইথিওপিয়ান এত দূর এগোলেন। তাঁকে প্রতিযোগিতার বিচারক ও অভিনেতা রানা দাগ্গুবতি প্রশ্ন করেছিলেন—সৌন্দর্য রানি হওয়া মানে কী?

এই প্রশ্নের উত্তরে হাসসেট বলেন, ‘অনেকেই ভাবে মিস ওয়ার্ল্ড একটা সাধারণ সৌন্দর্য প্রতিযোগিতা। কিন্তু এটা তার চেয়ে অনেক বেশি। আমি এখানে দাঁড়িয়ে আছি বলেই আমার পেছনে বহু শিশু ও মা কিছু না কিছু পাচ্ছেন। আমি গর্বিত—আমি প্রথম ইথিওপিয়ান, যে এত দূর এসেছে।

এবারের প্রতিযোগিতায় উপস্থাপনা করেন ২০১৬ সালের মিস ওয়ার্ল্ড স্টেফানি দেল ভায়েল এবং ভারতীয় উপস্থাপক সচিন কুম্ভার। ২০২২ সালের মিস ওয়ার্ল্ড ক্রিস্টিনা পিসকোভা নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন এবং বলেন—স্বপ্ন দেখো, বিশ্বাস রাখো, সাফল্য আসবেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...