বিনোদন ডেস্ক

ব্রিটিশ লেখিকা জে কে রাউলিংয়ের হ্যারি পটার সিরিজের উপন্যাসগুলো নিয়ে এ পর্যন্ত ৮টি জনপ্রিয় সিনেমা তৈরি হয়েছে। এসেছে আরও তিনটি স্পিনঅফ প্রিকুয়েল। তৈরি হয়েছে ভিডিও গেমস। মঞ্চেও হাজির হয়েছে হ্যারি পটারের চরিত্ররা। তবে হ্যারি পটারের ভক্তরা (যাঁদের বলা হয় ‘পটারহেডস’) দীর্ঘদিন ধরে টিভি সিরিজ আকারে গল্পগুলো দেখতে চাইছিলেন।
প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রুসও সে চেষ্টা করছে অনেক বছর ধরে। অবশেষে হ্যারি পটার টিভি সিরিজের আপডেট পাওয়া গেল। আগামী বছর থেকেই শুটিং ফ্লোরে যাবে সিরিজটি। ২০২৫ সালের গ্রীষ্মে ইংল্যান্ডের লিভসডেনে অবস্থিত ওয়ার্নার ব্রুসের স্টুডিওতে শুরু হবে শুটিং। হ্যারি পটার সিনেমাগুলোরও শুটিং হয়েছে সেখানে। ২০২৬ সাল থেকে টিভি সিরিজটির প্রচার শুরু হবে এইচবিওতে। সম্প্রতি লন্ডনে ওয়ার্নার ব্রুস ডিসকভারির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন শো রানার ফ্রান্সেসকা গার্ডিনার ও পরিচালক মার্ক মাইলড।
হ্যারি পটারকে টিভি সিরিজ হিসেবে আনার ক্ষেত্রে নির্মাতাদের এখন বড় চ্যালেঞ্জ অভিনয়শিল্পী নির্বাচন। সিনেমাগুলোতে প্রধান চরিত্রে দেখা দিয়েছেন ড্যানিয়েল র্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্টের ভূমিকায় ছিলেন রন উইজলি, হারমায়োন গ্রেঞ্জারের চরিত্রে এমা ওয়াটসন। তবে টিভি সিরিজে এসব চরিত্রে কারা থাকবেন, তা এখনো ঠিক হয়নি।
হ্যারি পটার চরিত্রের অভিনয়শিল্পী নির্বাচনের জন্য রাতদিন কাজ করছে কাস্টিং টিম। এ পর্যন্ত ৩২ হাজার শিশুর আবেদন জমা পড়েছে। চলছে তাদের অডিশন পর্ব। ফ্রান্সেসকা গার্ডিনার ও মার্ক মাইলড জানিয়েছেন, তাঁরা সবারই অডিশন নেবেন। প্রতিদিন ৫০০ থেকে এক হাজার জনের অডিশন নেওয়া হচ্ছে। তাদের মধ্য থেকে নির্বাচিত কয়েকজনকে নিয়ে জানুয়ারিতে শুরু হবে বিশেষ কর্মশালা। সেখানেই চূড়ান্ত হবে, শেষ পর্যন্ত কে নির্বাচিত হবে হ্যারি পটার চরিত্রে।

ব্রিটিশ লেখিকা জে কে রাউলিংয়ের হ্যারি পটার সিরিজের উপন্যাসগুলো নিয়ে এ পর্যন্ত ৮টি জনপ্রিয় সিনেমা তৈরি হয়েছে। এসেছে আরও তিনটি স্পিনঅফ প্রিকুয়েল। তৈরি হয়েছে ভিডিও গেমস। মঞ্চেও হাজির হয়েছে হ্যারি পটারের চরিত্ররা। তবে হ্যারি পটারের ভক্তরা (যাঁদের বলা হয় ‘পটারহেডস’) দীর্ঘদিন ধরে টিভি সিরিজ আকারে গল্পগুলো দেখতে চাইছিলেন।
প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রুসও সে চেষ্টা করছে অনেক বছর ধরে। অবশেষে হ্যারি পটার টিভি সিরিজের আপডেট পাওয়া গেল। আগামী বছর থেকেই শুটিং ফ্লোরে যাবে সিরিজটি। ২০২৫ সালের গ্রীষ্মে ইংল্যান্ডের লিভসডেনে অবস্থিত ওয়ার্নার ব্রুসের স্টুডিওতে শুরু হবে শুটিং। হ্যারি পটার সিনেমাগুলোরও শুটিং হয়েছে সেখানে। ২০২৬ সাল থেকে টিভি সিরিজটির প্রচার শুরু হবে এইচবিওতে। সম্প্রতি লন্ডনে ওয়ার্নার ব্রুস ডিসকভারির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন শো রানার ফ্রান্সেসকা গার্ডিনার ও পরিচালক মার্ক মাইলড।
হ্যারি পটারকে টিভি সিরিজ হিসেবে আনার ক্ষেত্রে নির্মাতাদের এখন বড় চ্যালেঞ্জ অভিনয়শিল্পী নির্বাচন। সিনেমাগুলোতে প্রধান চরিত্রে দেখা দিয়েছেন ড্যানিয়েল র্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্টের ভূমিকায় ছিলেন রন উইজলি, হারমায়োন গ্রেঞ্জারের চরিত্রে এমা ওয়াটসন। তবে টিভি সিরিজে এসব চরিত্রে কারা থাকবেন, তা এখনো ঠিক হয়নি।
হ্যারি পটার চরিত্রের অভিনয়শিল্পী নির্বাচনের জন্য রাতদিন কাজ করছে কাস্টিং টিম। এ পর্যন্ত ৩২ হাজার শিশুর আবেদন জমা পড়েছে। চলছে তাদের অডিশন পর্ব। ফ্রান্সেসকা গার্ডিনার ও মার্ক মাইলড জানিয়েছেন, তাঁরা সবারই অডিশন নেবেন। প্রতিদিন ৫০০ থেকে এক হাজার জনের অডিশন নেওয়া হচ্ছে। তাদের মধ্য থেকে নির্বাচিত কয়েকজনকে নিয়ে জানুয়ারিতে শুরু হবে বিশেষ কর্মশালা। সেখানেই চূড়ান্ত হবে, শেষ পর্যন্ত কে নির্বাচিত হবে হ্যারি পটার চরিত্রে।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১ দিন আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১ দিন আগে