বিনোদন ডেস্ক

ব্রিটিশ লেখিকা জে কে রাউলিংয়ের হ্যারি পটার সিরিজের উপন্যাসগুলো নিয়ে এ পর্যন্ত ৮টি জনপ্রিয় সিনেমা তৈরি হয়েছে। এসেছে আরও তিনটি স্পিনঅফ প্রিকুয়েল। তৈরি হয়েছে ভিডিও গেমস। মঞ্চেও হাজির হয়েছে হ্যারি পটারের চরিত্ররা। তবে হ্যারি পটারের ভক্তরা (যাঁদের বলা হয় ‘পটারহেডস’) দীর্ঘদিন ধরে টিভি সিরিজ আকারে গল্পগুলো দেখতে চাইছিলেন।
প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রুসও সে চেষ্টা করছে অনেক বছর ধরে। অবশেষে হ্যারি পটার টিভি সিরিজের আপডেট পাওয়া গেল। আগামী বছর থেকেই শুটিং ফ্লোরে যাবে সিরিজটি। ২০২৫ সালের গ্রীষ্মে ইংল্যান্ডের লিভসডেনে অবস্থিত ওয়ার্নার ব্রুসের স্টুডিওতে শুরু হবে শুটিং। হ্যারি পটার সিনেমাগুলোরও শুটিং হয়েছে সেখানে। ২০২৬ সাল থেকে টিভি সিরিজটির প্রচার শুরু হবে এইচবিওতে। সম্প্রতি লন্ডনে ওয়ার্নার ব্রুস ডিসকভারির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন শো রানার ফ্রান্সেসকা গার্ডিনার ও পরিচালক মার্ক মাইলড।
হ্যারি পটারকে টিভি সিরিজ হিসেবে আনার ক্ষেত্রে নির্মাতাদের এখন বড় চ্যালেঞ্জ অভিনয়শিল্পী নির্বাচন। সিনেমাগুলোতে প্রধান চরিত্রে দেখা দিয়েছেন ড্যানিয়েল র্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্টের ভূমিকায় ছিলেন রন উইজলি, হারমায়োন গ্রেঞ্জারের চরিত্রে এমা ওয়াটসন। তবে টিভি সিরিজে এসব চরিত্রে কারা থাকবেন, তা এখনো ঠিক হয়নি।
হ্যারি পটার চরিত্রের অভিনয়শিল্পী নির্বাচনের জন্য রাতদিন কাজ করছে কাস্টিং টিম। এ পর্যন্ত ৩২ হাজার শিশুর আবেদন জমা পড়েছে। চলছে তাদের অডিশন পর্ব। ফ্রান্সেসকা গার্ডিনার ও মার্ক মাইলড জানিয়েছেন, তাঁরা সবারই অডিশন নেবেন। প্রতিদিন ৫০০ থেকে এক হাজার জনের অডিশন নেওয়া হচ্ছে। তাদের মধ্য থেকে নির্বাচিত কয়েকজনকে নিয়ে জানুয়ারিতে শুরু হবে বিশেষ কর্মশালা। সেখানেই চূড়ান্ত হবে, শেষ পর্যন্ত কে নির্বাচিত হবে হ্যারি পটার চরিত্রে।

ব্রিটিশ লেখিকা জে কে রাউলিংয়ের হ্যারি পটার সিরিজের উপন্যাসগুলো নিয়ে এ পর্যন্ত ৮টি জনপ্রিয় সিনেমা তৈরি হয়েছে। এসেছে আরও তিনটি স্পিনঅফ প্রিকুয়েল। তৈরি হয়েছে ভিডিও গেমস। মঞ্চেও হাজির হয়েছে হ্যারি পটারের চরিত্ররা। তবে হ্যারি পটারের ভক্তরা (যাঁদের বলা হয় ‘পটারহেডস’) দীর্ঘদিন ধরে টিভি সিরিজ আকারে গল্পগুলো দেখতে চাইছিলেন।
প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রুসও সে চেষ্টা করছে অনেক বছর ধরে। অবশেষে হ্যারি পটার টিভি সিরিজের আপডেট পাওয়া গেল। আগামী বছর থেকেই শুটিং ফ্লোরে যাবে সিরিজটি। ২০২৫ সালের গ্রীষ্মে ইংল্যান্ডের লিভসডেনে অবস্থিত ওয়ার্নার ব্রুসের স্টুডিওতে শুরু হবে শুটিং। হ্যারি পটার সিনেমাগুলোরও শুটিং হয়েছে সেখানে। ২০২৬ সাল থেকে টিভি সিরিজটির প্রচার শুরু হবে এইচবিওতে। সম্প্রতি লন্ডনে ওয়ার্নার ব্রুস ডিসকভারির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন শো রানার ফ্রান্সেসকা গার্ডিনার ও পরিচালক মার্ক মাইলড।
হ্যারি পটারকে টিভি সিরিজ হিসেবে আনার ক্ষেত্রে নির্মাতাদের এখন বড় চ্যালেঞ্জ অভিনয়শিল্পী নির্বাচন। সিনেমাগুলোতে প্রধান চরিত্রে দেখা দিয়েছেন ড্যানিয়েল র্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্টের ভূমিকায় ছিলেন রন উইজলি, হারমায়োন গ্রেঞ্জারের চরিত্রে এমা ওয়াটসন। তবে টিভি সিরিজে এসব চরিত্রে কারা থাকবেন, তা এখনো ঠিক হয়নি।
হ্যারি পটার চরিত্রের অভিনয়শিল্পী নির্বাচনের জন্য রাতদিন কাজ করছে কাস্টিং টিম। এ পর্যন্ত ৩২ হাজার শিশুর আবেদন জমা পড়েছে। চলছে তাদের অডিশন পর্ব। ফ্রান্সেসকা গার্ডিনার ও মার্ক মাইলড জানিয়েছেন, তাঁরা সবারই অডিশন নেবেন। প্রতিদিন ৫০০ থেকে এক হাজার জনের অডিশন নেওয়া হচ্ছে। তাদের মধ্য থেকে নির্বাচিত কয়েকজনকে নিয়ে জানুয়ারিতে শুরু হবে বিশেষ কর্মশালা। সেখানেই চূড়ান্ত হবে, শেষ পর্যন্ত কে নির্বাচিত হবে হ্যারি পটার চরিত্রে।

প্রতিষ্ঠিত শিল্পীরা এখন কনসার্ট নিয়েই ব্যস্ত থাকেন বেশি। নতুন গান প্রকাশ থেকে অনেকেই সরে এসেছেন। তবে ব্যতিক্রম ফাহমিদা নবী। নিয়মিতই গান প্রকাশ করছেন তিনি। সম্প্রতি ফাহমিদা নবী নতুন তিনটি গান রেকর্ড করেছেন।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে নকলের অভিযোগ নতুন কিছু নয়। সিনেমার গল্প থেকে শুরু করে পোস্টার, অভিনয়শিল্পীদের লুক, অ্যাকশন ও ভায়োলেন্সের দৃশ্য অনুকরণের অভিযোগ প্রায়ই ওঠে। এ নিয়ে সমালোচনাও চলে বিস্তর। গত মাসে ‘রাক্ষস’ সিনেমার টিজার প্রকাশের পরও উঠেছিল নকলের অভিযোগ।
৩ ঘণ্টা আগে
এ আর রাহমানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। ভারতীয় চলচ্চিত্র তো বটেই, হলিউডেও রয়েছে তাঁর চাহিদা। ভারতের অন্যতম ব্যস্ত সংগীত পরিচালক তিনি। বর্তমানে ১৫টির বেশি সিনেমার সংগীতের কাজ রয়েছে রাহমানের হাতে।
৩ ঘণ্টা আগে
চার বছর পর আবারও বিশ্বসংগীতের দুনিয়ায় পা রাখছে বিটিএস। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই ব্যান্ডের সাত সদস্য ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। গত বছরের জুন নাগাদ সবাই ফিরে আসেন প্রশিক্ষণ থেকে। বিটিএসের সাত সদস্য—আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাংকুক, সুগা; মিলিত হন তিন বছর পর।
৩ ঘণ্টা আগে