বিনোদন প্রতিবেদক, ঢাকা
নিজেকে শুধু গানেই আটকে রাখেননি সংগীতশিল্পী সাবরিনা পড়শী। হয়েছেন রেডিও জকি, করেছেন অভিনয়ও। এবার নতুন আরও এক পরিচয়ে দেখা গেল তাঁকে। নিজের ফেসবুক পেজে খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছেন পড়শী। অনুষ্ঠানের নাম দিয়েছেন ‘কুক উইদ পড়শী’। গত মঙ্গলবার পড়শীর রেসিপি অনুষ্ঠানের প্রথম পর্ব প্রকাশ পেয়েছে।
প্রথম রেসিপিতে পড়শী শিখিয়েছেন আলু চাট রান্না। রান্নার শুরুতে পড়শী জানান এটি তাঁর পছন্দের খাবারের একটি। পড়শী বলেন, ‘রোজা ভাঙার পর অনেকে টক খেতে পছন্দ করেন, অনেকের আবার ঝাল পছন্দ। তবে আমি টক-ঝাল মিলিয়ে খেতে পছন্দ করি। তাই আলু চাট আমার খুব পছন্দের। সেই রেসিপি সবার সঙ্গে ভাগ করে নিলাম।’
খাবারের অনুষ্ঠান নিয়ে পড়শী বলেন, ‘রান্নাটা আমার শখ। এই প্রথম রান্না নিয়ে সবার সামনে এলাম। রান্না কাউকে শেখাতে চাই না। শুধু রান্না করার আনন্দটা সবার সঙ্গে ভাগ করতে চাই। এই অনুষ্ঠানে অনেকগুলো রেসেপি শেয়ার করব, যে খাবারগুলো আমি খেয়ে থাকি এবং আমার পছন্দের। সবগুলো পর্ব আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।’
আসছে রোজার ঈদে গান ও অভিনয়—দুই মাধ্যমেই পাওয়া যাবে পড়শীকে। সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন মহিদুল মহিমের ‘হৃদয়ের এক কোণে’ নাটকের টাইটেল গানে। এতে পড়শীর সঙ্গে গেয়েছেন আভরাল সাহির। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। একই পরিচালকের ‘ফেরারি মন’ নাটকে আরেকটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন পড়শী ও আভরাল সাহির। গানের শিরোনাম ‘তুই যে আমার’। গানটির কথা লিখেছেন এসকে দীপ। সুর ও সংগীতায়োজনে আভরাল সাহির।
‘ফেরারী মন’ নাটকে জোভানের বিপরীতে অভিনয় করেছেন পড়শী। এ ছাড়া আসছে রোজার ঈদে আরও কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি এই ঈদে নাটকের প্রযোজক হিসেবেও অভিষেক হওয়ার কথা রয়েছে পড়শীর।
নাটক প্রযোজনায় নতুন হলেও প্রযোজক হিসেবে অভিজ্ঞতা আছে পড়শীর। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন তিনি। এবার ইউটিউব চ্যানেলের জন্য নাটক বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নিজেকে শুধু গানেই আটকে রাখেননি সংগীতশিল্পী সাবরিনা পড়শী। হয়েছেন রেডিও জকি, করেছেন অভিনয়ও। এবার নতুন আরও এক পরিচয়ে দেখা গেল তাঁকে। নিজের ফেসবুক পেজে খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছেন পড়শী। অনুষ্ঠানের নাম দিয়েছেন ‘কুক উইদ পড়শী’। গত মঙ্গলবার পড়শীর রেসিপি অনুষ্ঠানের প্রথম পর্ব প্রকাশ পেয়েছে।
প্রথম রেসিপিতে পড়শী শিখিয়েছেন আলু চাট রান্না। রান্নার শুরুতে পড়শী জানান এটি তাঁর পছন্দের খাবারের একটি। পড়শী বলেন, ‘রোজা ভাঙার পর অনেকে টক খেতে পছন্দ করেন, অনেকের আবার ঝাল পছন্দ। তবে আমি টক-ঝাল মিলিয়ে খেতে পছন্দ করি। তাই আলু চাট আমার খুব পছন্দের। সেই রেসিপি সবার সঙ্গে ভাগ করে নিলাম।’
খাবারের অনুষ্ঠান নিয়ে পড়শী বলেন, ‘রান্নাটা আমার শখ। এই প্রথম রান্না নিয়ে সবার সামনে এলাম। রান্না কাউকে শেখাতে চাই না। শুধু রান্না করার আনন্দটা সবার সঙ্গে ভাগ করতে চাই। এই অনুষ্ঠানে অনেকগুলো রেসেপি শেয়ার করব, যে খাবারগুলো আমি খেয়ে থাকি এবং আমার পছন্দের। সবগুলো পর্ব আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।’
আসছে রোজার ঈদে গান ও অভিনয়—দুই মাধ্যমেই পাওয়া যাবে পড়শীকে। সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন মহিদুল মহিমের ‘হৃদয়ের এক কোণে’ নাটকের টাইটেল গানে। এতে পড়শীর সঙ্গে গেয়েছেন আভরাল সাহির। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। একই পরিচালকের ‘ফেরারি মন’ নাটকে আরেকটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন পড়শী ও আভরাল সাহির। গানের শিরোনাম ‘তুই যে আমার’। গানটির কথা লিখেছেন এসকে দীপ। সুর ও সংগীতায়োজনে আভরাল সাহির।
‘ফেরারী মন’ নাটকে জোভানের বিপরীতে অভিনয় করেছেন পড়শী। এ ছাড়া আসছে রোজার ঈদে আরও কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি এই ঈদে নাটকের প্রযোজক হিসেবেও অভিষেক হওয়ার কথা রয়েছে পড়শীর।
নাটক প্রযোজনায় নতুন হলেও প্রযোজক হিসেবে অভিজ্ঞতা আছে পড়শীর। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন তিনি। এবার ইউটিউব চ্যানেলের জন্য নাটক বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সেই ফোনালাপ ফিরে এসেছে রায়হান রাফীর ‘আমলনামা’ ওয়েব ফিল্মে। নির্মাতা কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ না করলেও একরামুল হকের ঘটনা থেকে আমলনামা নির্মিত হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এতে বিব্রত একরামুল হকের পরিবার।
১২ ঘণ্টা আগেরোববার সকাল সাড়ে ৭টার দিকে বুকে ব্যথা নিয়ে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন এ আর রাহমান। জানা যায়, ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে।
১৪ ঘণ্টা আগেশনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরেছিলেন এ আর রাহমান। সে সময় অস্বস্তির কথা জানাচ্ছিলেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
১৬ ঘণ্টা আগে‘আজ যে শিশু’ তিন দশকের পুরোনো গান। ১৯৯৩ সালে রেনেসাঁ ব্যান্ডের ‘তৃতীয় বিশ্ব’ অ্যালবামে ছিল গানটি। দুই বছর পর বিটিভির জলসা অনুষ্ঠানের মাধ্যমে গানটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন সময়ে প্রাসঙ্গিক হয়ে উঠেছে আজ যে শিশু গানটি। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আবারও সামনে এসেছে আজ যে শিশু।
২০ ঘণ্টা আগে