বিনোদন ডেস্ক
কী দেখবেন—সিদ্ধান্ত নিতে পারছেন না যাঁরা, তাঁরা নজর রাখতে পারেন সোনাক্ষী সিনহার এই সময়ের ওয়াচলিস্টে। বোম্বে টাইমসকে বলিউড অভিনেত্রী জানিয়েছেন, বর্তমানে কোন দুই সিরিজে বুঁদ হয়ে আছেন তিনি।
ডাব্বা কার্টেল
ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে হিন্দি সিরিজটি। কয়েকজন মধ্যবিত্ত নারীর গল্প, যারা খাবারের ব্যবসা করে। বাড়িতে রান্না করে লাঞ্চবক্সে ভরে অর্ডারমাফিক সেই খাবার পাঠানো হয় বিভিন্ন অফিসে। দুর্ঘটনাবশত তারা জড়িয়ে পড়ে মাদক কারবারিতে। তাদের লাঞ্চবক্সে করে মাদক পরিবহন হতে থাকে। নেটওয়ার্ক বিস্তৃত হয়, তাদের পিছু নেয় পুলিশ। এতে অভিনয় করেছেন শাবানা আজমী, জ্যোতিকা, শালিনী পাণ্ডের মতো জনপ্রিয় অভিনেত্রীরা। সিরিজটি নিয়ে সোনাক্ষী সিনহার মন্তব্য, ‘সিরিজটি ভীষণ উপভোগ করেছি। নারী চরিত্রদের প্রধান করে অসাধারণ একটা কাজ। অভিনয়ের তো কোনো তুলনা হয় না। সিরিজের গল্প আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত আটকে রেখেছিল।’
মডার্ন ফ্যামিলি
আলোচিত এই সিটকম সোনাক্ষী সিনহার সব সময়ের প্রিয়। এবিসি চ্যানেলে ২০০৯ সালে শুরু হয়েছিল ‘মডার্ন ফ্যামিলি’র প্রচার। সাফল্যের সঙ্গে ১১টি সিজন পার করে ২০২০ সালে শেষ হয়েছে সিরিজটি। প্রচারিত হয়েছে ২৫০টি পর্ব। লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে বসবাসকারী তিনটি ভিন্ন ধরনের পরিবারের গল্প উঠে এসেছে এতে। একক, যৌথ ও সমকামী—তিন পরিবারের প্রতি মুহূর্তের গল্প দেখানো হয়েছে কমেডির মোড়কে। মডার্ন ফ্যামিলি নিয়ে সোনাক্ষী বলেন, ‘ভীষণ হাসির একটি গল্প, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি মানুষের আচরণ, বিশ্বাস আলাদা হওয়া সত্ত্বেও পরিবারের সদস্যরা কীভাবে একজন আরেকজনের পাশে দাঁড়ায়, বোঝার চেষ্টা করে। একটি পরিবার কেমন হওয়া উচিত, সেটা শেখা যায় এ সিরিজ থেকে। অনেক বছর ধরেই মডার্ন ফ্যামিলি আমার অন্যতম পছন্দের সিরিজ। এটা আমি বারবার দেখতেও রাজি।’
কী দেখবেন—সিদ্ধান্ত নিতে পারছেন না যাঁরা, তাঁরা নজর রাখতে পারেন সোনাক্ষী সিনহার এই সময়ের ওয়াচলিস্টে। বোম্বে টাইমসকে বলিউড অভিনেত্রী জানিয়েছেন, বর্তমানে কোন দুই সিরিজে বুঁদ হয়ে আছেন তিনি।
ডাব্বা কার্টেল
ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে হিন্দি সিরিজটি। কয়েকজন মধ্যবিত্ত নারীর গল্প, যারা খাবারের ব্যবসা করে। বাড়িতে রান্না করে লাঞ্চবক্সে ভরে অর্ডারমাফিক সেই খাবার পাঠানো হয় বিভিন্ন অফিসে। দুর্ঘটনাবশত তারা জড়িয়ে পড়ে মাদক কারবারিতে। তাদের লাঞ্চবক্সে করে মাদক পরিবহন হতে থাকে। নেটওয়ার্ক বিস্তৃত হয়, তাদের পিছু নেয় পুলিশ। এতে অভিনয় করেছেন শাবানা আজমী, জ্যোতিকা, শালিনী পাণ্ডের মতো জনপ্রিয় অভিনেত্রীরা। সিরিজটি নিয়ে সোনাক্ষী সিনহার মন্তব্য, ‘সিরিজটি ভীষণ উপভোগ করেছি। নারী চরিত্রদের প্রধান করে অসাধারণ একটা কাজ। অভিনয়ের তো কোনো তুলনা হয় না। সিরিজের গল্প আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত আটকে রেখেছিল।’
মডার্ন ফ্যামিলি
আলোচিত এই সিটকম সোনাক্ষী সিনহার সব সময়ের প্রিয়। এবিসি চ্যানেলে ২০০৯ সালে শুরু হয়েছিল ‘মডার্ন ফ্যামিলি’র প্রচার। সাফল্যের সঙ্গে ১১টি সিজন পার করে ২০২০ সালে শেষ হয়েছে সিরিজটি। প্রচারিত হয়েছে ২৫০টি পর্ব। লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে বসবাসকারী তিনটি ভিন্ন ধরনের পরিবারের গল্প উঠে এসেছে এতে। একক, যৌথ ও সমকামী—তিন পরিবারের প্রতি মুহূর্তের গল্প দেখানো হয়েছে কমেডির মোড়কে। মডার্ন ফ্যামিলি নিয়ে সোনাক্ষী বলেন, ‘ভীষণ হাসির একটি গল্প, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি মানুষের আচরণ, বিশ্বাস আলাদা হওয়া সত্ত্বেও পরিবারের সদস্যরা কীভাবে একজন আরেকজনের পাশে দাঁড়ায়, বোঝার চেষ্টা করে। একটি পরিবার কেমন হওয়া উচিত, সেটা শেখা যায় এ সিরিজ থেকে। অনেক বছর ধরেই মডার্ন ফ্যামিলি আমার অন্যতম পছন্দের সিরিজ। এটা আমি বারবার দেখতেও রাজি।’
আজ দীপ্ত টিভিতে শুরু হচ্ছে আলোচনাভিত্তিক সেলব্রিটি শো ‘কথোপকথন’। শোবিজ তারকাদের নিয়ে সাজানো হয়েছে এই আয়োজন। মেহেদী হাসান সোমেনের সঞ্চালনায় তারকারা বলবেন ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা বলা ও না বলা গুরুত্বপূর্ণ কথা।
১১ মিনিট আগেবিনোদনজগতে এখন অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে ডিপফেক। ডিপফেকের মাধ্যমে তারকাদের ছবি ও ভিডিও কারসাজি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে ইন্টারনেটে। এত সূক্ষ্মভাবে এসব তৈরি করা হচ্ছে যে বেশির ভাগ ক্ষেত্রে আসল-নকলের পার্থক্য করা কঠিন হয়ে পড়ে।
৫ ঘণ্টা আগেমুক্তির প্রথম সপ্তাহেই পাইরেসির কবলে পড়ে শাকিব খান অভিনীত ঈদের সিনেমা ‘তাণ্ডব’। এ নিয়ে সিনেমার প্রযোজক ও নির্মাতা প্রতিবাদ জানালেও চুপ ছিলেন শাকিব খান। অবশেষে নীরবতা ভেঙে পাইরেসির বিরুদ্ধে কথা বললেন ঢাকাই সিনেমার এই নায়ক।
৫ ঘণ্টা আগেজিসু, জেনি, রোজে ও লিসা—চার সদস্যের দল ‘ব্ল্যাকপিঙ্ক’। দক্ষিণ কোরিয়ার এ নারী ব্যান্ডের শুরু ২০১৬ সালে। মাত্র কয়েক বছরের মধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে তাদের গান। ব্ল্যাকপিঙ্কের কনসার্ট ঘিরে বাড়তে থাকে ভক্তদের উন্মাদনা।
৬ ঘণ্টা আগে