Ajker Patrika

মা গুলতেকিনের সঙ্গে প্রথমবার টিভিতে নুহাশ হুমায়ূন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জুন ২০২৫, ১৮: ৫৯
মা গুলতেকিনের সঙ্গে প্রথমবার টিভিতে নুহাশ হুমায়ূন
গুলতেকিন খান ও নুহাশ হুমায়ূন। ছবি: মাছরাঙার সৌজন্যে

প্রথমবার টিভি পর্দায় একসঙ্গে আসছেন গুলতেকিন খান ও তাঁর ছেলে নুহাশ হুমায়ূন। ঈদ উপলক্ষে তৈরি মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’ অনুষ্ঠানের বিশেষ পর্বে দেখা যাবে তাঁদের। রুম্মান রশীদ খান ও লাবণ্যর সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের পরদিন সকাল ৭টায়।

রোজার ঈদে মা-ছেলে দেশের বাইরে কাটালেও এবারের ঈদে তাঁরা একসঙ্গে দেশে ঈদ করবেন। ঈদের গল্প, পরিবারের বলা না বলা অনেক কথা তাঁরা জানিয়েছেন রাঙা সকালের ঈদ আয়োজনে। এবারই প্রথম একসঙ্গে ক্যামেরার সামনে দুই ঘণ্টা আড্ডা দিয়েছেন তাঁরা। আড্ডায় উঠে এসেছে মায়ের সঙ্গে তিন মেয়ে আর একমাত্র ছেলে নুহাশের অনেক মজার গল্প।

রাঙা সকাল দিয়ে টিভিতে প্রথমবার একসঙ্গে হলেও এর আগে পর্দার পেছনে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁদের। চলতি বছর গোড়ার দিকে ‘২ষ’ সিরিজে প্রথম একসঙ্গে কাজ করেন গুলতেকিন খান ও নুহাশ হুমায়ূন। নুহাশ পরিচালিত ২ষ সিরিজের তিনটি গল্প লিখেছিলেন গুলতেকিন। সেবারই প্রথম কোনো সিরিজের গল্প লেখেন তিনি। তবে লেখক হিসেবে গুলতেকিনের যাত্রা শুরু ২০১৬ সালে কাব্যগ্রন্থ ‘আজো, কেউ হাঁটে অবিরাম’ প্রকাশের মধ্য দিয়ে। পরবর্তী সময়ে তাঁর কাব্যগ্রন্থ ‘দূর দ্রাঘিমায়’, ‘বালি ঘড়ি উল্টে যেতে থাকে’, ‘আজ তবে উপনিবেশের কথা বলি’, কাব্যনাট্য ‘মধুরেণ’, উপন্যাস ‘চৌকাঠ’ প্রকাশিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত