বিনোদন ডেস্ক

১৫ বছর আগে বলিউডে একটি অধ্যায় শুরু হয়েছিল। ২০১০ সালের ৩০ এপ্রিল মুক্তি পায় ‘হাউসফুল’। সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে, এর পর একে একে মুক্তি পেয়েছে হাউসফুলের চারটি পর্ব। চারটি পর্ব বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। চারটি সিনেমা তৈরি হয়েছে আলাদা গল্পে, তবে প্রতিটিতে কমেডি ছিল কমন। নির্ভেজাল হাস্যরসের কারণেই ১৫ বছর ধরে বলিউডের আলোচিত ফ্র্যাঞ্চাইজির তালিকায় রয়েছে হাউসফুলের নাম।
হাউসফুলের ১৫ বছর পূর্তি উপলক্ষে নতুন ঘোষণা দিল প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। গতকাল প্রকাশ করা হলো ‘হাউসফুল ফাইভ’-এর টিজার। এর আগে বলিউডের কোনো কমেডি ফ্র্যাঞ্চাইজি পঞ্চম পর্ব পর্যন্ত আসতে পারেনি। তারকাখচিত হাউসফুল ফাইভের টিজারটি অল্প সময়েই সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, হাউসফুল ফ্র্যাঞ্চাইজির মধ্যে পঞ্চম পর্বের বাজেটই সবচেয়ে বেশি। ৩০০ কোটি রুপি ব্যয়ে তৈরি হয়েছে সিনেমাটি। তাই আয়োজনও বড়। পরিচালনা করেছেন তরুণ মনসুখানি। আগের পর্বগুলোর চেয়ে অনেকটাই ভিন্ন হাউসফুল ফাইভের গল্প। কমেডিকে প্রধান করে তৈরি হলেও এতে রয়েছে নাটকীয় ঘটনার মোড়। হাসির মোড়কে রয়েছে সাসপেন্স থ্রিলারের চমক। পঞ্চম পর্বকে তাই বলা হচ্ছে ‘কিলার কমেডি’।
টিজার দেখে বোঝা যাচ্ছে, হাউসফুল ফাইভের বেশির ভাগটা রয়েছে একটি বড় জাহাজে। নানা ঘটনার মধ্য দিয়ে চরিত্ররা মিলিত হয়েছে সেই প্রমোদভ্রমণে। সেখানে নানা নাটকীয় ঘটনা ও কমেডির মধ্য দিয়ে গল্পের রহস্য উন্মোচিত হবে।
হাউসফুলের প্রতিটি পর্বে একাধিক স্টারকাস্ট দেখা গিয়েছিল। তবে এবারের পর্বে সব রেকর্ড ছাড়িয়ে গেল। বলিউডের একঝাঁক জনপ্রিয় নাম যুক্ত হয়েছে হাউসফুল ফাইভে। টিজার শুরু হয় অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, জ্যাকুলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, নার্গিস ফাখরিকে দিয়ে।
টিজারের মাঝামাঝি একে একে দেখা যায় ফারদিন খান, শ্রেয়াস তালপান্ডে, চিত্রাঙ্গদা সিং, দিনো মারিয়া, চাঙ্কি পান্ডে, নিকিতিন ধীর, সৌন্দর্য শর্মা, রঞ্জিত ও জনি লিভারকে। ভাবছেন এখানেই শেষ হয়ে গেছে তারকার তালিকা? মোটেও নয়। এরপর একে একে আসতে থাকে জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত ও নানা পাটেকরের নাম। অভিনয়শিল্পীর তালিকা দেখেই বোঝা যাচ্ছে, কত ব্যাপক আয়োজনে আসতে চলেছে হাউসফুল ফাইভ। আগামী ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

১৫ বছর আগে বলিউডে একটি অধ্যায় শুরু হয়েছিল। ২০১০ সালের ৩০ এপ্রিল মুক্তি পায় ‘হাউসফুল’। সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে, এর পর একে একে মুক্তি পেয়েছে হাউসফুলের চারটি পর্ব। চারটি পর্ব বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। চারটি সিনেমা তৈরি হয়েছে আলাদা গল্পে, তবে প্রতিটিতে কমেডি ছিল কমন। নির্ভেজাল হাস্যরসের কারণেই ১৫ বছর ধরে বলিউডের আলোচিত ফ্র্যাঞ্চাইজির তালিকায় রয়েছে হাউসফুলের নাম।
হাউসফুলের ১৫ বছর পূর্তি উপলক্ষে নতুন ঘোষণা দিল প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। গতকাল প্রকাশ করা হলো ‘হাউসফুল ফাইভ’-এর টিজার। এর আগে বলিউডের কোনো কমেডি ফ্র্যাঞ্চাইজি পঞ্চম পর্ব পর্যন্ত আসতে পারেনি। তারকাখচিত হাউসফুল ফাইভের টিজারটি অল্প সময়েই সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, হাউসফুল ফ্র্যাঞ্চাইজির মধ্যে পঞ্চম পর্বের বাজেটই সবচেয়ে বেশি। ৩০০ কোটি রুপি ব্যয়ে তৈরি হয়েছে সিনেমাটি। তাই আয়োজনও বড়। পরিচালনা করেছেন তরুণ মনসুখানি। আগের পর্বগুলোর চেয়ে অনেকটাই ভিন্ন হাউসফুল ফাইভের গল্প। কমেডিকে প্রধান করে তৈরি হলেও এতে রয়েছে নাটকীয় ঘটনার মোড়। হাসির মোড়কে রয়েছে সাসপেন্স থ্রিলারের চমক। পঞ্চম পর্বকে তাই বলা হচ্ছে ‘কিলার কমেডি’।
টিজার দেখে বোঝা যাচ্ছে, হাউসফুল ফাইভের বেশির ভাগটা রয়েছে একটি বড় জাহাজে। নানা ঘটনার মধ্য দিয়ে চরিত্ররা মিলিত হয়েছে সেই প্রমোদভ্রমণে। সেখানে নানা নাটকীয় ঘটনা ও কমেডির মধ্য দিয়ে গল্পের রহস্য উন্মোচিত হবে।
হাউসফুলের প্রতিটি পর্বে একাধিক স্টারকাস্ট দেখা গিয়েছিল। তবে এবারের পর্বে সব রেকর্ড ছাড়িয়ে গেল। বলিউডের একঝাঁক জনপ্রিয় নাম যুক্ত হয়েছে হাউসফুল ফাইভে। টিজার শুরু হয় অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, জ্যাকুলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, নার্গিস ফাখরিকে দিয়ে।
টিজারের মাঝামাঝি একে একে দেখা যায় ফারদিন খান, শ্রেয়াস তালপান্ডে, চিত্রাঙ্গদা সিং, দিনো মারিয়া, চাঙ্কি পান্ডে, নিকিতিন ধীর, সৌন্দর্য শর্মা, রঞ্জিত ও জনি লিভারকে। ভাবছেন এখানেই শেষ হয়ে গেছে তারকার তালিকা? মোটেও নয়। এরপর একে একে আসতে থাকে জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত ও নানা পাটেকরের নাম। অভিনয়শিল্পীর তালিকা দেখেই বোঝা যাচ্ছে, কত ব্যাপক আয়োজনে আসতে চলেছে হাউসফুল ফাইভ। আগামী ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১৭ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১৭ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১৭ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৭ ঘণ্টা আগে