বিনোদন প্রতিবেদক, ঢাকা

টেলিভিশন অনুষ্ঠানে সাধারণত দেখা যায় না ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানকে। তবে কোরবানির ঈদ উপলক্ষে টিভি অনুষ্ঠানে আসছেন তিনি। একটি নয়, বিটিভির জন্য নির্মিত দুটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন শাকিব। অনুষ্ঠান দুটিতে সঞ্চালক শাকিব খানের দুই নায়িকা নুসরাত ইমরোজ তিশা ও মাসুমা রহমান নাবিলা।
প্রতি ঈদেই বিটিভিতে প্রচারিত হয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এবারও নানা জমজমাট আয়োজনে তৈরি হয়েছে অনুষ্ঠানটি। উপস্থাপনায় দেখা যাবে নুসরাত ইমরোজ তিশা ও ইন্তেখাব দিনারকে। প্রথমবারের মতো এই অনুষ্ঠানে হাজির হবেন শাকিব। ‘তুফান’ সিনেমার গানের সঙ্গে পারফর্ম করার পাশাপাশি তিনি আলাপচারিতায় মেতে উঠবেন তিশার সঙ্গে। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘মেন্টাল’ সিনেমায় শাকিবের নায়িকা হয়েছিলেন তিশা।
আনন্দমেলার এবারের আয়োজনে রয়েছে আরও একটি চমক। সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের কণ্ঠে শোনা যাবে ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ শিরোনামের জনপ্রিয় গানটি। থাকছে ব্যান্ড ওয়ারফেজের পরিবেশনা। কাজী নজরুল ইসলামের তিনটি গানে নৃত্য পরিবেশন করেছেন আনিকা কবির শখ, সামিরা খান মাহি ও মীম চৌধুরী। রয়েছে সিনেমার গান ও ফোক গানের সঙ্গে চিত্রনায়িকা পূজা চেরি ও দীঘির কোলাজ নৃত্য। এ ছাড়া সাম্প্রতিক বিষয় নিয়ে তৈরি নাটিকায় দেখা যাবে জিল্লুর রহমান, কচি খন্দকার, সোহেল খান, সুভাশিষ ভৌমিক ও শাহীন আলমকে। বিটিভিতে আনন্দমেলা প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়।
ঈদের দ্বিতীয় দিনও বিটিভিতে থাকছেন শাকিব খান। ‘ঈদ আড্ডায় শাকিব খান’ শিরোনামের অনুষ্ঠানটি প্রচারিত হবে রাত ১০টায়। নাবিলার উপস্থাপনায় কোরবানির ঈদ ও ঈদের স্মৃতি নিয়ে আড্ডায় মাতবেন শাকিব। গত বছর কোরবানির ঈদে মুক্তি পাওয়া তুফান সিনেমায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন শাকিব ও নাবিলা।
এদিকে প্রতিবারের মতো এবার ঈদেও নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব। মুক্তি পাচ্ছে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’। এতে আরও আছেন জয়া আহসান। এই সিনেমা দিয়ে ১০ বছর পর একসঙ্গে অভিনয় করেছেন শাকিব ও জয়া। তবে এবার জুটি নয়, দেখা যাবে প্রতিদ্বন্দ্বী হিসেবে। সিনেমার টিজার দেখে তেমনটাই আঁচ করা গেছে।

টেলিভিশন অনুষ্ঠানে সাধারণত দেখা যায় না ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানকে। তবে কোরবানির ঈদ উপলক্ষে টিভি অনুষ্ঠানে আসছেন তিনি। একটি নয়, বিটিভির জন্য নির্মিত দুটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন শাকিব। অনুষ্ঠান দুটিতে সঞ্চালক শাকিব খানের দুই নায়িকা নুসরাত ইমরোজ তিশা ও মাসুমা রহমান নাবিলা।
প্রতি ঈদেই বিটিভিতে প্রচারিত হয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এবারও নানা জমজমাট আয়োজনে তৈরি হয়েছে অনুষ্ঠানটি। উপস্থাপনায় দেখা যাবে নুসরাত ইমরোজ তিশা ও ইন্তেখাব দিনারকে। প্রথমবারের মতো এই অনুষ্ঠানে হাজির হবেন শাকিব। ‘তুফান’ সিনেমার গানের সঙ্গে পারফর্ম করার পাশাপাশি তিনি আলাপচারিতায় মেতে উঠবেন তিশার সঙ্গে। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘মেন্টাল’ সিনেমায় শাকিবের নায়িকা হয়েছিলেন তিশা।
আনন্দমেলার এবারের আয়োজনে রয়েছে আরও একটি চমক। সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের কণ্ঠে শোনা যাবে ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ শিরোনামের জনপ্রিয় গানটি। থাকছে ব্যান্ড ওয়ারফেজের পরিবেশনা। কাজী নজরুল ইসলামের তিনটি গানে নৃত্য পরিবেশন করেছেন আনিকা কবির শখ, সামিরা খান মাহি ও মীম চৌধুরী। রয়েছে সিনেমার গান ও ফোক গানের সঙ্গে চিত্রনায়িকা পূজা চেরি ও দীঘির কোলাজ নৃত্য। এ ছাড়া সাম্প্রতিক বিষয় নিয়ে তৈরি নাটিকায় দেখা যাবে জিল্লুর রহমান, কচি খন্দকার, সোহেল খান, সুভাশিষ ভৌমিক ও শাহীন আলমকে। বিটিভিতে আনন্দমেলা প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়।
ঈদের দ্বিতীয় দিনও বিটিভিতে থাকছেন শাকিব খান। ‘ঈদ আড্ডায় শাকিব খান’ শিরোনামের অনুষ্ঠানটি প্রচারিত হবে রাত ১০টায়। নাবিলার উপস্থাপনায় কোরবানির ঈদ ও ঈদের স্মৃতি নিয়ে আড্ডায় মাতবেন শাকিব। গত বছর কোরবানির ঈদে মুক্তি পাওয়া তুফান সিনেমায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন শাকিব ও নাবিলা।
এদিকে প্রতিবারের মতো এবার ঈদেও নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব। মুক্তি পাচ্ছে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’। এতে আরও আছেন জয়া আহসান। এই সিনেমা দিয়ে ১০ বছর পর একসঙ্গে অভিনয় করেছেন শাকিব ও জয়া। তবে এবার জুটি নয়, দেখা যাবে প্রতিদ্বন্দ্বী হিসেবে। সিনেমার টিজার দেখে তেমনটাই আঁচ করা গেছে।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১৫ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১৫ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৫ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১৫ ঘণ্টা আগে