
অবশেষে অচলাবস্থা কাটিয়ে পুরোনো ছন্দে ফিরল টালিউড। বুধবার সকাল থেকেই স্টুডিও পাড়ার নানা ফ্লোর জুড়ে শুরু হয়েছে সিরিয়াল ও ওয়েব কনটেন্টের শুটিং। ভারতলক্ষ্মী স্টুডিওতে কালারস বাংলার এক ধারাবাহিকের শুটিং শুরু করেছেন কাঞ্চন মল্লিক। অন্যদিকে, টেকনিশিয়ানস স্টুডিও শুটিং চলছে ধারাবাহিক জি বাংলার ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ ধারাবাহিকের। জানা গেছে, আজ জি বাংলার সারেগামাপা রিয়্যালিটি শোয়েরও শুটিং হবে।
বিনা অনুমতিতে বাংলাদেশে শুটিং করায় পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চরম জটিলতা তৈরি হয়েছিল। মুখোমুখি দাঁড়িয়েছিলেন পরিচালক-অভিনয়শিল্পী ও টেকনিশিয়ানরা। বিভিন্ন সংগঠনগুলো দফায় দফায় মিটিং করেও সমস্যা সমাধানের পথ খুঁজে পাচ্ছিলেন না। বন্ধ হয়ে যায় সব শুটিং। সে সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে স্বস্তি ফিরলো টালিপাড়ায়।
মঙ্গলবার বিকেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও গৌতম ঘোষ, অরূপ বিশ্বাস। আলোচনা শেষে দেব সংবাদমাধ্যমকে জানান, ইন্ডাস্ট্রিতে কাউকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না, এমনটা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেউ কোনো ভুল করলে তাঁকে ক্ষতিপূরণ দিতে হবে। পরিচালকদের পক্ষ থেকে গৌতম ঘোষ জানান, শুটিং নিয়ে ফেডারেশনের চালু থাকা নিয়মে বদল আনা হচ্ছে। একটা কমিটি তৈরি করে ফেডারেশনের নিয়ম সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করা হবে। সেই কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করে নতুন নিয়ম নভেম্বর থেকে চালু করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, গত বছরের ৪ অক্টোবর কলকাতায় কার্যক্রম শুরু হয়েছিল বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকির। সেখানে ‘লহু’ নামের একটি সিরিজের কাজ শুরু হয়। রাহুল মুখার্জির পরিচালনায় সিরিজে অভিনয় করেন আরিফিন শুভ ও সোহিনী সরকার। তবে টালিউডের ফেডারেশনগুলোর অতিরিক্ত পারিশ্রমিকসহ বিভিন্ন দাবির কারণে কলকাতায় কার্যক্রম বন্ধ করে দেয় চরকি। ফলে মাঝপথেই বন্ধ হয়ে যায় লহুর শুটিং। সেই সিরিজের বাকি অংশের শুটিং শেষ করতেই কয়েকজন কলাকুশলীসহ বাংলাদেশে এসেছিলেন রাহুল। ফেডারেশনকে না জানিয়ে ঢাকায় এসে শুটিং করার অভিযোগে রাহুলকে তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

অবশেষে অচলাবস্থা কাটিয়ে পুরোনো ছন্দে ফিরল টালিউড। বুধবার সকাল থেকেই স্টুডিও পাড়ার নানা ফ্লোর জুড়ে শুরু হয়েছে সিরিয়াল ও ওয়েব কনটেন্টের শুটিং। ভারতলক্ষ্মী স্টুডিওতে কালারস বাংলার এক ধারাবাহিকের শুটিং শুরু করেছেন কাঞ্চন মল্লিক। অন্যদিকে, টেকনিশিয়ানস স্টুডিও শুটিং চলছে ধারাবাহিক জি বাংলার ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ ধারাবাহিকের। জানা গেছে, আজ জি বাংলার সারেগামাপা রিয়্যালিটি শোয়েরও শুটিং হবে।
বিনা অনুমতিতে বাংলাদেশে শুটিং করায় পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চরম জটিলতা তৈরি হয়েছিল। মুখোমুখি দাঁড়িয়েছিলেন পরিচালক-অভিনয়শিল্পী ও টেকনিশিয়ানরা। বিভিন্ন সংগঠনগুলো দফায় দফায় মিটিং করেও সমস্যা সমাধানের পথ খুঁজে পাচ্ছিলেন না। বন্ধ হয়ে যায় সব শুটিং। সে সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে স্বস্তি ফিরলো টালিপাড়ায়।
মঙ্গলবার বিকেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও গৌতম ঘোষ, অরূপ বিশ্বাস। আলোচনা শেষে দেব সংবাদমাধ্যমকে জানান, ইন্ডাস্ট্রিতে কাউকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না, এমনটা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেউ কোনো ভুল করলে তাঁকে ক্ষতিপূরণ দিতে হবে। পরিচালকদের পক্ষ থেকে গৌতম ঘোষ জানান, শুটিং নিয়ে ফেডারেশনের চালু থাকা নিয়মে বদল আনা হচ্ছে। একটা কমিটি তৈরি করে ফেডারেশনের নিয়ম সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করা হবে। সেই কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করে নতুন নিয়ম নভেম্বর থেকে চালু করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, গত বছরের ৪ অক্টোবর কলকাতায় কার্যক্রম শুরু হয়েছিল বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকির। সেখানে ‘লহু’ নামের একটি সিরিজের কাজ শুরু হয়। রাহুল মুখার্জির পরিচালনায় সিরিজে অভিনয় করেন আরিফিন শুভ ও সোহিনী সরকার। তবে টালিউডের ফেডারেশনগুলোর অতিরিক্ত পারিশ্রমিকসহ বিভিন্ন দাবির কারণে কলকাতায় কার্যক্রম বন্ধ করে দেয় চরকি। ফলে মাঝপথেই বন্ধ হয়ে যায় লহুর শুটিং। সেই সিরিজের বাকি অংশের শুটিং শেষ করতেই কয়েকজন কলাকুশলীসহ বাংলাদেশে এসেছিলেন রাহুল। ফেডারেশনকে না জানিয়ে ঢাকায় এসে শুটিং করার অভিযোগে রাহুলকে তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
৯ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
৯ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
৯ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১১ ঘণ্টা আগে