আজকের পত্রিকা ডেস্ক

বিশ্বখ্যাত পপতারকা টেইলর সুইফট জানিয়েছেন, তিনি এখন তাঁর সৃষ্ট সব গানের পূর্ণ স্বত্বের মালিক। ৩৫ বছর বয়সী এই গায়িকা আজ শুক্রবার নিজের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় জানান, তিনি তাঁর সব গান, কনসার্ট ফিল্ম, মিউজিক ভিডিও, অ্যালবামের প্রচ্ছদ ও ফটোগ্রাফি এবং প্রকাশ না পাওয়া গানগুলোরও স্বত্ব কিনে নিয়েছেন।
সিএনএন জানিয়েছে, ২০১৯ সালে অবসরপ্রাপ্ত ম্যানেজার স্কুটার ব্রনের সঙ্গে বিরোধের জেরে সুইফট তাঁর পুরোনো গানগুলো নতুন করে রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি ঘোষণা দিয়েছেন, ‘টেইলর ভারসান’ নামে নতুন করে রেকর্ড করা ‘টেইলর সুইফট’ এবং ‘রেপুটেশন’ অ্যালবাম দুটোও প্রকাশ করবেন।
ঘোষণায় আবেগময় ভাষায় সুইফট বলেন, ‘আমি আমার ভাবনাগুলোকে এখনো গোছাতে পারিনি। মনে হচ্ছে যেন ফ্ল্যাশব্যাকের মতো সব ভেসে আসছে—এই মুহূর্তটার জন্য কত দিন স্বপ্ন দেখেছি, অপেক্ষা করেছি। বারবার খুব কাছে গিয়েও হারিয়েছি। কবে যেন বিশ্বাস করাও ছেড়ে দিয়েছিলাম যে এমন কিছু হবে।’
আরও বলেন, ‘কিন্তু এখন সেই অধ্যায় শেষ। এখন আমি গর্ব করে বলতে পারি—আমি আমার সমস্ত সংগীতের মালিক। আমার সব মিউজিক ভিডিও, কনসার্ট ফিল্ম, অ্যালবামের শিল্পকর্ম, এমনকি অপ্রকাশিত গানগুলোও...সবকিছুই এখন আমার। আমার স্মৃতি, আবেগ, পাগলামি—জীবনের প্রতিটি অধ্যায় এখন আমারই সম্পত্তি। এটা শুধু আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ নয়, বরং তার থেকেও অনেক বেশি কিছু।’
পপসম্রাজ্ঞী তাঁর ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনাদের প্রচণ্ড ভালোবাসা ও সমর্থনই আমাকে আমার এই শিল্পকর্ম ফিরিয়ে আনতে সাহায্য করেছে, যেটার জন্য আমি সারা জীবন পরিশ্রম করেছি। কিন্তু এত দিন তা আমার ছিল না।’
তিনি জানান, এই অধিকার ফিরে পাওয়ার পুরো প্রক্রিয়াটি ছিল সততা, ন্যায় ও শ্রদ্ধাবোধে পরিপূর্ণ। এ জন্য তিনি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘শ্যামরক ক্যাপিটাল’-এর প্রতিও অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সংস্থা তাঁকে এমন সুযোগ করে দিয়েছে।
‘শ্যামরক ক্যাপিটাল’ তাদের লিংকডিন পোস্টে লিখেছে, ‘এই খবরে আমরা আনন্দিত এবং টেইলরের জন্য খুব খুশি।’

বিশ্বখ্যাত পপতারকা টেইলর সুইফট জানিয়েছেন, তিনি এখন তাঁর সৃষ্ট সব গানের পূর্ণ স্বত্বের মালিক। ৩৫ বছর বয়সী এই গায়িকা আজ শুক্রবার নিজের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় জানান, তিনি তাঁর সব গান, কনসার্ট ফিল্ম, মিউজিক ভিডিও, অ্যালবামের প্রচ্ছদ ও ফটোগ্রাফি এবং প্রকাশ না পাওয়া গানগুলোরও স্বত্ব কিনে নিয়েছেন।
সিএনএন জানিয়েছে, ২০১৯ সালে অবসরপ্রাপ্ত ম্যানেজার স্কুটার ব্রনের সঙ্গে বিরোধের জেরে সুইফট তাঁর পুরোনো গানগুলো নতুন করে রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি ঘোষণা দিয়েছেন, ‘টেইলর ভারসান’ নামে নতুন করে রেকর্ড করা ‘টেইলর সুইফট’ এবং ‘রেপুটেশন’ অ্যালবাম দুটোও প্রকাশ করবেন।
ঘোষণায় আবেগময় ভাষায় সুইফট বলেন, ‘আমি আমার ভাবনাগুলোকে এখনো গোছাতে পারিনি। মনে হচ্ছে যেন ফ্ল্যাশব্যাকের মতো সব ভেসে আসছে—এই মুহূর্তটার জন্য কত দিন স্বপ্ন দেখেছি, অপেক্ষা করেছি। বারবার খুব কাছে গিয়েও হারিয়েছি। কবে যেন বিশ্বাস করাও ছেড়ে দিয়েছিলাম যে এমন কিছু হবে।’
আরও বলেন, ‘কিন্তু এখন সেই অধ্যায় শেষ। এখন আমি গর্ব করে বলতে পারি—আমি আমার সমস্ত সংগীতের মালিক। আমার সব মিউজিক ভিডিও, কনসার্ট ফিল্ম, অ্যালবামের শিল্পকর্ম, এমনকি অপ্রকাশিত গানগুলোও...সবকিছুই এখন আমার। আমার স্মৃতি, আবেগ, পাগলামি—জীবনের প্রতিটি অধ্যায় এখন আমারই সম্পত্তি। এটা শুধু আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ নয়, বরং তার থেকেও অনেক বেশি কিছু।’
পপসম্রাজ্ঞী তাঁর ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনাদের প্রচণ্ড ভালোবাসা ও সমর্থনই আমাকে আমার এই শিল্পকর্ম ফিরিয়ে আনতে সাহায্য করেছে, যেটার জন্য আমি সারা জীবন পরিশ্রম করেছি। কিন্তু এত দিন তা আমার ছিল না।’
তিনি জানান, এই অধিকার ফিরে পাওয়ার পুরো প্রক্রিয়াটি ছিল সততা, ন্যায় ও শ্রদ্ধাবোধে পরিপূর্ণ। এ জন্য তিনি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘শ্যামরক ক্যাপিটাল’-এর প্রতিও অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সংস্থা তাঁকে এমন সুযোগ করে দিয়েছে।
‘শ্যামরক ক্যাপিটাল’ তাদের লিংকডিন পোস্টে লিখেছে, ‘এই খবরে আমরা আনন্দিত এবং টেইলরের জন্য খুব খুশি।’

২০১৭ সালের শেষ দিকে ‘দাহকাল’ সিনেমার শুটিং শুরু করেছিলেন নির্মাতা ধ্রুব হাসান। বিভিন্ন কারণে সে সময় কাজটি শেষ করতে পারেননি নির্মাতা। ২০২২ সালে আবার কাজ শুরু হয়। তবে বদলে যায় সিনেমার নাম ও গল্প। ২০২৪ সালে ‘ফাতিমা’ নামে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।
১ ঘণ্টা আগে
প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকীতে তরুণ নাট্যকর্মীদের সম্মানিত করে নাট্যদল এথিক। কাজের স্বীকৃতি ও অনুপ্রেরণাস্বরূপ দেওয়া হয় ‘এথিক তারুণ্য সম্মাননা’। প্রতিষ্ঠার ১৭ বছর উদ্যাপন উপলক্ষে এ বছরও ১৭টি নাট্যদলের ১৭ নাট্যকর্মীকে সম্মাননা দিচ্ছে এথিক।
১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগে
২০১৮ সালে যাত্রা শুরু করে ব্যান্ড সোনার বাংলা সার্কাস। ২০২০ সালে ব্যান্ডটি প্রকাশ করে তাদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’। ছয় বছর পর নতুন অ্যালবাম নিয়ে এসেছে সোনার বাংলা সার্কাস। নাম ‘মহাশ্মশান’। গতকাল ইউটিউব ও স্পটিফাইতে প্রকাশ পেয়েছে নতুন এই অ্যালবাম।
২ ঘণ্টা আগে