আজকের পত্রিকা ডেস্ক

বিশ্বখ্যাত পপতারকা টেইলর সুইফট জানিয়েছেন, তিনি এখন তাঁর সৃষ্ট সব গানের পূর্ণ স্বত্বের মালিক। ৩৫ বছর বয়সী এই গায়িকা আজ শুক্রবার নিজের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় জানান, তিনি তাঁর সব গান, কনসার্ট ফিল্ম, মিউজিক ভিডিও, অ্যালবামের প্রচ্ছদ ও ফটোগ্রাফি এবং প্রকাশ না পাওয়া গানগুলোরও স্বত্ব কিনে নিয়েছেন।
সিএনএন জানিয়েছে, ২০১৯ সালে অবসরপ্রাপ্ত ম্যানেজার স্কুটার ব্রনের সঙ্গে বিরোধের জেরে সুইফট তাঁর পুরোনো গানগুলো নতুন করে রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি ঘোষণা দিয়েছেন, ‘টেইলর ভারসান’ নামে নতুন করে রেকর্ড করা ‘টেইলর সুইফট’ এবং ‘রেপুটেশন’ অ্যালবাম দুটোও প্রকাশ করবেন।
ঘোষণায় আবেগময় ভাষায় সুইফট বলেন, ‘আমি আমার ভাবনাগুলোকে এখনো গোছাতে পারিনি। মনে হচ্ছে যেন ফ্ল্যাশব্যাকের মতো সব ভেসে আসছে—এই মুহূর্তটার জন্য কত দিন স্বপ্ন দেখেছি, অপেক্ষা করেছি। বারবার খুব কাছে গিয়েও হারিয়েছি। কবে যেন বিশ্বাস করাও ছেড়ে দিয়েছিলাম যে এমন কিছু হবে।’
আরও বলেন, ‘কিন্তু এখন সেই অধ্যায় শেষ। এখন আমি গর্ব করে বলতে পারি—আমি আমার সমস্ত সংগীতের মালিক। আমার সব মিউজিক ভিডিও, কনসার্ট ফিল্ম, অ্যালবামের শিল্পকর্ম, এমনকি অপ্রকাশিত গানগুলোও...সবকিছুই এখন আমার। আমার স্মৃতি, আবেগ, পাগলামি—জীবনের প্রতিটি অধ্যায় এখন আমারই সম্পত্তি। এটা শুধু আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ নয়, বরং তার থেকেও অনেক বেশি কিছু।’
পপসম্রাজ্ঞী তাঁর ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনাদের প্রচণ্ড ভালোবাসা ও সমর্থনই আমাকে আমার এই শিল্পকর্ম ফিরিয়ে আনতে সাহায্য করেছে, যেটার জন্য আমি সারা জীবন পরিশ্রম করেছি। কিন্তু এত দিন তা আমার ছিল না।’
তিনি জানান, এই অধিকার ফিরে পাওয়ার পুরো প্রক্রিয়াটি ছিল সততা, ন্যায় ও শ্রদ্ধাবোধে পরিপূর্ণ। এ জন্য তিনি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘শ্যামরক ক্যাপিটাল’-এর প্রতিও অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সংস্থা তাঁকে এমন সুযোগ করে দিয়েছে।
‘শ্যামরক ক্যাপিটাল’ তাদের লিংকডিন পোস্টে লিখেছে, ‘এই খবরে আমরা আনন্দিত এবং টেইলরের জন্য খুব খুশি।’

বিশ্বখ্যাত পপতারকা টেইলর সুইফট জানিয়েছেন, তিনি এখন তাঁর সৃষ্ট সব গানের পূর্ণ স্বত্বের মালিক। ৩৫ বছর বয়সী এই গায়িকা আজ শুক্রবার নিজের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় জানান, তিনি তাঁর সব গান, কনসার্ট ফিল্ম, মিউজিক ভিডিও, অ্যালবামের প্রচ্ছদ ও ফটোগ্রাফি এবং প্রকাশ না পাওয়া গানগুলোরও স্বত্ব কিনে নিয়েছেন।
সিএনএন জানিয়েছে, ২০১৯ সালে অবসরপ্রাপ্ত ম্যানেজার স্কুটার ব্রনের সঙ্গে বিরোধের জেরে সুইফট তাঁর পুরোনো গানগুলো নতুন করে রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি ঘোষণা দিয়েছেন, ‘টেইলর ভারসান’ নামে নতুন করে রেকর্ড করা ‘টেইলর সুইফট’ এবং ‘রেপুটেশন’ অ্যালবাম দুটোও প্রকাশ করবেন।
ঘোষণায় আবেগময় ভাষায় সুইফট বলেন, ‘আমি আমার ভাবনাগুলোকে এখনো গোছাতে পারিনি। মনে হচ্ছে যেন ফ্ল্যাশব্যাকের মতো সব ভেসে আসছে—এই মুহূর্তটার জন্য কত দিন স্বপ্ন দেখেছি, অপেক্ষা করেছি। বারবার খুব কাছে গিয়েও হারিয়েছি। কবে যেন বিশ্বাস করাও ছেড়ে দিয়েছিলাম যে এমন কিছু হবে।’
আরও বলেন, ‘কিন্তু এখন সেই অধ্যায় শেষ। এখন আমি গর্ব করে বলতে পারি—আমি আমার সমস্ত সংগীতের মালিক। আমার সব মিউজিক ভিডিও, কনসার্ট ফিল্ম, অ্যালবামের শিল্পকর্ম, এমনকি অপ্রকাশিত গানগুলোও...সবকিছুই এখন আমার। আমার স্মৃতি, আবেগ, পাগলামি—জীবনের প্রতিটি অধ্যায় এখন আমারই সম্পত্তি। এটা শুধু আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ নয়, বরং তার থেকেও অনেক বেশি কিছু।’
পপসম্রাজ্ঞী তাঁর ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনাদের প্রচণ্ড ভালোবাসা ও সমর্থনই আমাকে আমার এই শিল্পকর্ম ফিরিয়ে আনতে সাহায্য করেছে, যেটার জন্য আমি সারা জীবন পরিশ্রম করেছি। কিন্তু এত দিন তা আমার ছিল না।’
তিনি জানান, এই অধিকার ফিরে পাওয়ার পুরো প্রক্রিয়াটি ছিল সততা, ন্যায় ও শ্রদ্ধাবোধে পরিপূর্ণ। এ জন্য তিনি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘শ্যামরক ক্যাপিটাল’-এর প্রতিও অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সংস্থা তাঁকে এমন সুযোগ করে দিয়েছে।
‘শ্যামরক ক্যাপিটাল’ তাদের লিংকডিন পোস্টে লিখেছে, ‘এই খবরে আমরা আনন্দিত এবং টেইলরের জন্য খুব খুশি।’

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৫ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৫ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৬ ঘণ্টা আগে