Ajker Patrika

মা-ছেলের গল্প নিয়ে সিনেমা ‘জলরঙের ফড়িং’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
(বাঁ থেকে) শায়লা খান, সঞ্চিতা ও সুপ্রতীম রায়। ছবি: সংগৃহীত
(বাঁ থেকে) শায়লা খান, সঞ্চিতা ও সুপ্রতীম রায়। ছবি: সংগৃহীত

একজন সিঙ্গেল মাদার এবং নিঃসঙ্গ বেড়ে ওঠা তার সন্তানের মধ্যকার দূরত্ব নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘জলরঙের ফড়িং’। শুভ্র খানের গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন খন্দকার হিমেল।

এতে সিঙ্গেল মাদার চরিত্রে অভিনয় করেছেন আশির দশকের অভিনয়শিল্পী শায়লা খান। তাঁর সন্তানের চরিত্রে অভিনয় করেছেন টালিউডের সুপ্রতীম রায়। তাঁর বিপরীতে অভিনয় করেছেন ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রানারআপ সঞ্চিতা দত্ত। সিনেমার একটি গানেও কণ্ঠ দিয়েছেন সঞ্চিতা।

এ সিনেমা দিয়েই বাংলাদেশের পর্দায় অভিষেক হচ্ছে সুপ্রতীমের। পশ্চিমবঙ্গে সম্প্রতি মুক্তি পেয়েছে এ অভিনেতার ‘আবার আসিবো ফিরে’ সিনেমাটি। কিশোর কুমারের বায়োপিকে কিশোর কুমারের চরিত্রে এবং ‘বড়বাবু’ ও ‘আকরিক’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।

জলরঙের ফড়িং ওয়েব ফিল্মে ব্যবহৃত হয়েছে পাঁচটি গান। তাই একে মিউজিক্যাল ওয়েব ফিল্ম বলছেন নির্মাতা খন্দকার হিমেল। তিনি বলেন, ‘শুভ্র খানের লেখা গল্পটি আমার খুব ভালো লেগেছে। গানগুলোও লেখা ছিল। মনে হলো গানগুলো এই গল্পের সঙ্গে দারুণ মানাবে। আমাদের এই সময়ে পারিবারিক সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সম্পর্কের সুরগুলো কেটে যাচ্ছে, সে সুর ফিরিয়ে আনার গল্পই জলরঙের ফড়িং। এ গল্পের মূল বার্তাটি দেবে এর গানগুলো।’

শুভ্র খানের কথায় শান্ত শানের সংগীত পরিচালনায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শান, বেলাল খান ও সঞ্চিতা দত্ত। দুটি বাউলগান গেয়েছেন বাউল রহমত শাহ।

অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন শায়লা খান। নির্মাতা জানান, শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব ফিল্মটি মুক্তি দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত