
পুত্র সন্তানের মা হয়েছেন ফ্রিদা পিন্টো। সেটি গত মাসেই তিনি জানিয়েছিলেন। এবার স্বামী কোরি ট্রানের জন্মদিনে সন্তানের নাম ঘোষণা করে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
আজ সোমবারই প্রথম সন্তানের ছবি পোস্ট করলেন ফ্রিদা পিন্টো। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, কোরি ট্রানের বুকের ওপর আরামে বিশ্রাম নিচ্ছে ছোট্ট শিশু।
অন্য একটি ছবিতে শিশুকে কোলে নিয়ে আছেন ফ্রিদা। তবে শিশুর মুখটি ইমোজি দিয়ে ঢেকে দেওয়া।
ক্যাপশনে ফ্রিদা লিখেছেন, ‘শুভ জন্মদিন ড্যাডা কোরি! আমি তোমাকে আমার স্বামী, বন্ধু এবং জীবনের সঙ্গী হিসেবে দারুণ উপভোগ করি। তোমাকে শুধু একজন বাবা নয়, সুপার-ড্যাড হতে দেখতে পাওয়া আমাকে খুব আবেগপ্রবণ করে তোলে এবং আমার হৃদয় আনন্দে ভরে ওঠে। ঘুম বঞ্চিত মা হিসেবে এটা আমাকে একটু বিশ্রাম দেয়। তুমি জানো না আমি এটা কতটা মর্মে উপলব্ধি করি! আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং এই যুগল জীবনের আমি প্রেমে পড়েছি। তোমাকে আমি পাগলের মতো ভালবাসি।’
ক্যাপশনের একেবারে শেষে এসে সন্তানের নাম উল্লেখ করেছেন ফ্রিদা। তিনি লিখেছেন, ‘রুমি-রে, তুমি ভাগ্যবান ছেলে!!’
ফ্রিদা-কোরি গত বছরের জুনে তাঁদের আসন্ন সন্তানের ঘোষণা দেন। গত মাসে এই সেলিব্রেটি দম্পতির ঘরে প্রথম সন্তানের জন্ম হয়।
২৬ অক্টোবর একটি ইনস্টাগ্রাম পোস্টে ফ্রিদা পিন্টো নতুন মা হিসেবে তাঁর জীবন এবং প্রসবোত্তর অভিজ্ঞতা নিয়ে লেখেন।
ড্যানি বয়েল পরিচালিত স্লামডগ মিলিয়নেয়ার-এ অভিনয়ের জন্য পরিচিতি পান ফ্রিদা পিন্টো। এ চলচ্চিত্র অস্কার জেতে। এছাড়া রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য অ্যাপস, ইমর্টালস, তৃষ্ণা, লাভ সোনিয়া এবং নেটফ্লিক্স মুভি মোগলি: লেজেন্ড অব দ্য জঙ্গলের মতো সিনেমায় অভিনয় করেছেন ফ্রিদা।

পুত্র সন্তানের মা হয়েছেন ফ্রিদা পিন্টো। সেটি গত মাসেই তিনি জানিয়েছিলেন। এবার স্বামী কোরি ট্রানের জন্মদিনে সন্তানের নাম ঘোষণা করে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
আজ সোমবারই প্রথম সন্তানের ছবি পোস্ট করলেন ফ্রিদা পিন্টো। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, কোরি ট্রানের বুকের ওপর আরামে বিশ্রাম নিচ্ছে ছোট্ট শিশু।
অন্য একটি ছবিতে শিশুকে কোলে নিয়ে আছেন ফ্রিদা। তবে শিশুর মুখটি ইমোজি দিয়ে ঢেকে দেওয়া।
ক্যাপশনে ফ্রিদা লিখেছেন, ‘শুভ জন্মদিন ড্যাডা কোরি! আমি তোমাকে আমার স্বামী, বন্ধু এবং জীবনের সঙ্গী হিসেবে দারুণ উপভোগ করি। তোমাকে শুধু একজন বাবা নয়, সুপার-ড্যাড হতে দেখতে পাওয়া আমাকে খুব আবেগপ্রবণ করে তোলে এবং আমার হৃদয় আনন্দে ভরে ওঠে। ঘুম বঞ্চিত মা হিসেবে এটা আমাকে একটু বিশ্রাম দেয়। তুমি জানো না আমি এটা কতটা মর্মে উপলব্ধি করি! আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং এই যুগল জীবনের আমি প্রেমে পড়েছি। তোমাকে আমি পাগলের মতো ভালবাসি।’
ক্যাপশনের একেবারে শেষে এসে সন্তানের নাম উল্লেখ করেছেন ফ্রিদা। তিনি লিখেছেন, ‘রুমি-রে, তুমি ভাগ্যবান ছেলে!!’
ফ্রিদা-কোরি গত বছরের জুনে তাঁদের আসন্ন সন্তানের ঘোষণা দেন। গত মাসে এই সেলিব্রেটি দম্পতির ঘরে প্রথম সন্তানের জন্ম হয়।
২৬ অক্টোবর একটি ইনস্টাগ্রাম পোস্টে ফ্রিদা পিন্টো নতুন মা হিসেবে তাঁর জীবন এবং প্রসবোত্তর অভিজ্ঞতা নিয়ে লেখেন।
ড্যানি বয়েল পরিচালিত স্লামডগ মিলিয়নেয়ার-এ অভিনয়ের জন্য পরিচিতি পান ফ্রিদা পিন্টো। এ চলচ্চিত্র অস্কার জেতে। এছাড়া রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য অ্যাপস, ইমর্টালস, তৃষ্ণা, লাভ সোনিয়া এবং নেটফ্লিক্স মুভি মোগলি: লেজেন্ড অব দ্য জঙ্গলের মতো সিনেমায় অভিনয় করেছেন ফ্রিদা।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১৬ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১৬ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১৬ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৬ ঘণ্টা আগে