বিনোদন প্রতিবেদক, ঢাকা

মৃতপ্রায় সিনেমা ইন্ডাস্ট্রি এখন প্রাণ ফিরে পায় দুই ঈদের মৌসুমে। সারা বছর সিনেমা মুক্তির খবর না থাকলেও ঈদ এলেই দৌড়ঝাঁপ শুরু হয় নির্মাতাদের। তবে গত বছরের রোজার ঈদের তুলনায় এ বছর সিনেমার সংখ্যা কম। ঈদের দিন থেকে সারা দেশের হলে দেখা যাবে ছয়টি সিনেমা। সংখ্যার সঙ্গে কমেছে সিনেমা নিয়ে আলোচনা, প্রচার-প্রচারণা। পোস্টার, টিজার, গান, দর্শকের কথার যুদ্ধ—সব মিলিয়ে ঈদের সিনেমা নিয়ে যে হাইপ তৈরি হয় তা এ বছর খুঁজে পাওয়া যায়নি।
লড়াই হবে তিন সিনেমার
ঈদের সিনেমার পরীক্ষিত নায়ক শাকিব খান। এবার ঈদে দুটি সিনেমা মুক্তি পাচ্ছে তাঁর। মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমার সঙ্গে শেষ মুহূর্তে যোগ হয়েছে ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’। ২০২২ সালের রোজার ঈদের পর এবারই কোনো ঈদে একাধিক সিনেমা মুক্তি পাচ্ছে শাকিবের। দুই সিনেমা মুক্তি পেলেও শাকিবের লড়াইটা নিজের সঙ্গে নয়, অন্য নায়কদের সঙ্গে। ছয় সিনেমার ঈদ হলেও ধারণা করা হচ্ছে মূল লড়াইটা হবে তিন সিনেমার মধ্যে—শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’ ও সিয়াম আহমেদের ‘জংলি’। স্বাভাবিকভাবে হল মালিকদের আগ্রহে আছে বরবাদ। শতাধিক হলে মুক্তি পেতে পারে সিনেমাটি। এরপরেই আছে জংলি ও দাগি। সিঙ্গেল স্ক্রিনে বরবাদ এগিয়ে থাকলেও সিনেপ্লেক্সে তিন সিনেমার হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। তবে, সিনেপ্লেক্সে বড় চমক দেখাতে পারে সজল-ফারিয়ার ‘জ্বীন থ্রি’। সিনেপ্লেক্সে ভালো দর্শক টেনেছিল জাজ মাল্টিমিডিয়ার জ্বীন সিরিজের প্রথম দুই পর্ব। এবারও তেমনটা হতে পরে। এ ছাড়া সিনেপ্লেক্সের দর্শককে টার্গেট করে বানানো হয়েছে মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’।
প্রচারস্বল্পতা
সিনেমার সাফল্যের অন্যতম শক্তি বলা হয় প্রচারকে। তাই প্রচারে আলাদা বাজেট রাখা হয়। তবে আমাদের দেশে এ ধরনের উদ্যোগ কমই দেখা যায়। তাই স্বল্প প্রচারণার দায়ে ব্যর্থতার গ্লানি নিয়ে মুখ থুবড়ে পড়ে অনেক সিনেমা। এবার ঈদের সিনেমাগুলোর বেলাতেও দেখা গেল প্রচারস্বল্পতা। ঈদের তিন দিন আগেও দেখা যায়নি সিনেমার পোস্টার। বেশির ভাগ সিনেমার কলাকুশলীরা প্রচারমাঠে সময় না দিয়ে ফেসবুকে পোস্টার, টিজার শেয়ার করেই নিজেদের দায়িত্ব পালন করছেন। শাকিব খান তাঁর বরবাদ সিনেমার পোস্টার, টিজার ও গান শেয়ার করলেও অন্তরাত্মা সিনেমার কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। এমনকি এই সিনেমা মুক্তির খবরটি পর্যন্ত ভক্তদের জানাননি শাকিব। এখনো প্রকাশ পায়নি অর্ধেক সিনেমার ট্রেলার। তবে, চক্কর সিনেমার অ্যানাউন্সমেন্ট ভিডিওতে নির্মাতা শরাফ আহমেদ জীবনের সঙ্গে অভিনেতা মোশাররফ করিমের উপস্থিতি নজর কেড়েছে। দাগি সিনেমার সংবাদ সম্মেলনে কয়েদির বেশে আফরান নিশোর উপস্থিতি চমকে দিয়েছে। এ ছাড়া কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে জংলির প্রচারে দেখা গেছে সিয়ামকে।
হিট গানের খরা
গান হিট তো সিনেমা হিট, এমন কথার প্রচলন আছে। প্রতি ঈদেই একাধিক সিনেমার গান থাকে আলোচনার কেন্দ্রে। তবে এবার হিট গানের সংখ্যা মাত্র একটি। ঈদের সিনেমাগুলোর দুটি করে গান প্রকাশ পেলেও এখন পর্যন্ত আলোচনায় জ্বীন থ্রি সিনেমার কন্যা গানটি। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। ‘পথে পথে হাসি মেখে, ফুলেরা ঘ্রাণ ছড়াল’—এমন কথার গানটি এখন পর্যন্ত ২৫ লাখের বেশি দেখা হয়েছে ইউটিউবে। ফেসবুক স্টোরি, রিলস, টিকটক সব জায়গাতেই সয়লাব কন্যা। এরপর রয়েছে প্রীতম হাসানের গাওয়া বরবাদ সিনেমার ‘দ্বিধা’ গানটি।

সিনেমা কম, আলোচনাও কম
গত রোজার ঈদে মুক্তির তালিকায় ছিল ১৩টি সিনেমা, শেষ পর্যন্ত মুক্তি পায় ১১টি। এবার সেই সংখ্যা অর্ধেকে নেমেছে। মুক্তি পাচ্ছে ছয়টি সিনেমা। আলোচনাও কম এসব সিনেমা নিয়ে। পাওয়া যায়নি পোস্টার। সোশ্যাল মিডিয়াতেও চোখে পড়ছে না নায়ক-নায়িকার ভক্তদের কথার লড়াই। ফেসবুকের কয়েকটি চলচ্চিত্র গ্রুপের সদস্য না হলে বোঝার উপায় নেই এবার ঈদে কয়টি সিনেমা মুক্তি পাচ্ছে, কাদের সিনেমা মুক্তি পাচ্ছে।
মুক্তির তালিকায় থাকা ৬ সিনেমা
বরবাদ
পরিচালনা: মেহেদি হাসান হৃদয়
অভিনয়: শাকিব খান, ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার প্রমুখ।
প্রযোজনা: রিয়েল এনার্জি প্রোডাকশন (বাংলাদেশ) ও রিধি সিধি এন্টারটেইনমেন্ট (ভারত)
গল্পসংক্ষেপ: ভয়ংকর মানুষ আরিয়ান মির্জা (শাকিব খান)। হত্যা, মাদক, অস্ত্রবাজি—হেন খারাপ কাজ নেই যা সে করে না। কেউ তাকে বলে ‘ড্রাগ অ্যাডিক্টেড’, কেউ বলে ‘রেপিস্ট’, কেউ বলে ‘জানোয়ার’। তাকে নিয়ে লজ্জিত তার মা-বাবাও। এই খারাপ মানুষটির একমাত্র দুর্বলতা—নিতু। তাদের এই ভালোবাসার গল্প সহিংসতায় রূপ নেয়, গড়ায় আদালতে। সেখানে নির্ধারিত হয় কোনটা সত্য আর কোনটা সাজানো।

দাগি
গল্প, চিত্রনাট্য ও পরিচালনা: শিহাব শাহীন
অভিনয়: আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু প্রমুখ।
প্রযোজনা: এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট
গল্পসংক্ষেপ: ১৪ বছর পর জেল থেকে ছাড়া পায় নিশান (আফরান নিশো)। হত্যার দায়ে অভিযুক্ত হয়েছিল সে। এত বছর জেলে বসে সে কেবলই অপরাধবোধে ভুগেছে। ছাড়া পেয়ে সিদ্ধান্ত নেয়, এবার সে ভালো হয়ে যাবে। সবকিছু আগের মতো ঠিক করে ফেলবে। কিন্তু এই ১৪ বছরে বদলে গেছে অনেক কিছু। স্ত্রীও অন্যত্র বিয়ে করে সংসারী হয়েছে। নিশান চাইলেও আগের মতো আর সবকিছু ঠিক হয় না, আবারও সে জড়িয়ে পড়ে সহিংসতায়, আবারও তার জীবন এলোমেলো হয়ে যায়।
জংলি
গল্প: আজাদ খান, চিত্রনাট্য: মেহেদি হাসান মুন, সুকৃতি সাহা
পরিচালনা: এম রাহিম
অভিনয়: সিয়াম আহমেদ, শবনম বুবলী, দীঘি, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, মনির আহমেদ শাকিল প্রমুখ।
প্রযোজনা: টাইগার মিডিয়া
গল্পসংক্ষেপ: কেউ তাকে বলে পুষ্পা, কেউ কবীর সিং, কিন্তু সে নিজেকে পরিচয় দেয় ‘জংলি’ বলে। এলোমেলো চুল-দাড়ি, পরনে লুঙ্গি, সারাক্ষণ নেশায় ডুবে থাকে। মারামারিতে সিদ্ধহস্ত। তবে এ মানুষটির ভিন্ন দিকও আছে। ভালোবাসার মানুষের জন্য জীবনের ঝুঁকি নিতেও দ্বিধাবোধ করে না।
চক্কর ৩০২
চিত্রনাট্য: গাউসুল আলম শাওন, নাহিদ হাসনাত
পরিচালনা: শরাফ আহমেদ জীবন
অভিনয়: মোশাররফ করিম, তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার, রওনক হাসান, রিকিতা নন্দিনী শিমু, সুমন আনোয়ার প্রমুখ।
প্রযোজনা: সরকারি অনুদানে নির্মিত
গল্পসংক্ষেপ: পুলিশ কর্মকর্তা মঈনুল (মোশাররফ) একটি হত্যা মামলার তদন্তের দায়িত্ব পায়। সন্দেহভাজন হিসেবে আটক করা হয় জনপ্রিয় অভিনেতা হাসান চৌধুরীর (রওনক) ছেলেকে। মামলা তুলে নিতে হাসান চৌধুরী ও তার স্ত্রী বাদীর পরিবারের ওপর চাপ প্রয়োগ করে। তদন্ত যখন সমাধানের প্রায় কাছাকাছি, তখনই ঘটনাপ্রবাহ উল্টো দিকে বইতে শুরু করে।
অন্তরাত্মা
গল্প: সোহানি হোসেন, সংলাপ: ফেরারী ফরহাদ
পরিচালনা: ওয়াজেদ আলী সুমন
অভিনয়: শাকিব খান, দর্শনা বণিক, শাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরী, অরুণা বিশ্বাস প্রমুখ।
প্রযোজনা: তরঙ্গ এন্টারটেইনমেন্ট
গল্পসংক্ষেপ: ছোটবেলায় প্রথমের (শাকিব) মা-বাবা খুন হয় সন্ত্রাসীদের হাতে। বড় হয়ে সে হয়ে ওঠে সন্ত্রাসীদের আতঙ্ক। কিছুরই অভাব নেই তার। তবে সে ভীষণ একা। এই প্রথমের সঙ্গে হঠাৎ দেখা হয় রূপকথার (দর্শনা)। তার প্রেমে পড়ে সে। বিয়েও করে। তবু প্রথমের জীবনে স্থিরতা আসে না।
মা (জ্বীন থ্রি)
গল্প, চিত্রনাট্য, সংলাপ: আব্দুল আজিজ
পরিচালনা: কামরুজ্জামান রুমান
অভিনয়: সজল, নুসরাত ফারিয়া, তানিয়া আহমেদ, নাদের চৌধুরী, মোস্তফা হীরা প্রমুখ।
প্রযোজনা: জাজ মাল্টিমিডিয়া
গল্পসংক্ষেপ: ‘জ্বীন’ নামে আগে দুটি সিনেমা প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। সিনেমা দুটির সাফল্যের পর এবার নিয়ে আসছে নতুন পর্ব। একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে জ্বীন থ্রি। ভৌতিক প্লটের সঙ্গে যোগ হয়েছে সম্পর্ক, ভালোবাসা, মায়া ও পারিবারিক বন্ধনের গল্প।

মৃতপ্রায় সিনেমা ইন্ডাস্ট্রি এখন প্রাণ ফিরে পায় দুই ঈদের মৌসুমে। সারা বছর সিনেমা মুক্তির খবর না থাকলেও ঈদ এলেই দৌড়ঝাঁপ শুরু হয় নির্মাতাদের। তবে গত বছরের রোজার ঈদের তুলনায় এ বছর সিনেমার সংখ্যা কম। ঈদের দিন থেকে সারা দেশের হলে দেখা যাবে ছয়টি সিনেমা। সংখ্যার সঙ্গে কমেছে সিনেমা নিয়ে আলোচনা, প্রচার-প্রচারণা। পোস্টার, টিজার, গান, দর্শকের কথার যুদ্ধ—সব মিলিয়ে ঈদের সিনেমা নিয়ে যে হাইপ তৈরি হয় তা এ বছর খুঁজে পাওয়া যায়নি।
লড়াই হবে তিন সিনেমার
ঈদের সিনেমার পরীক্ষিত নায়ক শাকিব খান। এবার ঈদে দুটি সিনেমা মুক্তি পাচ্ছে তাঁর। মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমার সঙ্গে শেষ মুহূর্তে যোগ হয়েছে ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’। ২০২২ সালের রোজার ঈদের পর এবারই কোনো ঈদে একাধিক সিনেমা মুক্তি পাচ্ছে শাকিবের। দুই সিনেমা মুক্তি পেলেও শাকিবের লড়াইটা নিজের সঙ্গে নয়, অন্য নায়কদের সঙ্গে। ছয় সিনেমার ঈদ হলেও ধারণা করা হচ্ছে মূল লড়াইটা হবে তিন সিনেমার মধ্যে—শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’ ও সিয়াম আহমেদের ‘জংলি’। স্বাভাবিকভাবে হল মালিকদের আগ্রহে আছে বরবাদ। শতাধিক হলে মুক্তি পেতে পারে সিনেমাটি। এরপরেই আছে জংলি ও দাগি। সিঙ্গেল স্ক্রিনে বরবাদ এগিয়ে থাকলেও সিনেপ্লেক্সে তিন সিনেমার হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। তবে, সিনেপ্লেক্সে বড় চমক দেখাতে পারে সজল-ফারিয়ার ‘জ্বীন থ্রি’। সিনেপ্লেক্সে ভালো দর্শক টেনেছিল জাজ মাল্টিমিডিয়ার জ্বীন সিরিজের প্রথম দুই পর্ব। এবারও তেমনটা হতে পরে। এ ছাড়া সিনেপ্লেক্সের দর্শককে টার্গেট করে বানানো হয়েছে মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’।
প্রচারস্বল্পতা
সিনেমার সাফল্যের অন্যতম শক্তি বলা হয় প্রচারকে। তাই প্রচারে আলাদা বাজেট রাখা হয়। তবে আমাদের দেশে এ ধরনের উদ্যোগ কমই দেখা যায়। তাই স্বল্প প্রচারণার দায়ে ব্যর্থতার গ্লানি নিয়ে মুখ থুবড়ে পড়ে অনেক সিনেমা। এবার ঈদের সিনেমাগুলোর বেলাতেও দেখা গেল প্রচারস্বল্পতা। ঈদের তিন দিন আগেও দেখা যায়নি সিনেমার পোস্টার। বেশির ভাগ সিনেমার কলাকুশলীরা প্রচারমাঠে সময় না দিয়ে ফেসবুকে পোস্টার, টিজার শেয়ার করেই নিজেদের দায়িত্ব পালন করছেন। শাকিব খান তাঁর বরবাদ সিনেমার পোস্টার, টিজার ও গান শেয়ার করলেও অন্তরাত্মা সিনেমার কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। এমনকি এই সিনেমা মুক্তির খবরটি পর্যন্ত ভক্তদের জানাননি শাকিব। এখনো প্রকাশ পায়নি অর্ধেক সিনেমার ট্রেলার। তবে, চক্কর সিনেমার অ্যানাউন্সমেন্ট ভিডিওতে নির্মাতা শরাফ আহমেদ জীবনের সঙ্গে অভিনেতা মোশাররফ করিমের উপস্থিতি নজর কেড়েছে। দাগি সিনেমার সংবাদ সম্মেলনে কয়েদির বেশে আফরান নিশোর উপস্থিতি চমকে দিয়েছে। এ ছাড়া কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে জংলির প্রচারে দেখা গেছে সিয়ামকে।
হিট গানের খরা
গান হিট তো সিনেমা হিট, এমন কথার প্রচলন আছে। প্রতি ঈদেই একাধিক সিনেমার গান থাকে আলোচনার কেন্দ্রে। তবে এবার হিট গানের সংখ্যা মাত্র একটি। ঈদের সিনেমাগুলোর দুটি করে গান প্রকাশ পেলেও এখন পর্যন্ত আলোচনায় জ্বীন থ্রি সিনেমার কন্যা গানটি। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। ‘পথে পথে হাসি মেখে, ফুলেরা ঘ্রাণ ছড়াল’—এমন কথার গানটি এখন পর্যন্ত ২৫ লাখের বেশি দেখা হয়েছে ইউটিউবে। ফেসবুক স্টোরি, রিলস, টিকটক সব জায়গাতেই সয়লাব কন্যা। এরপর রয়েছে প্রীতম হাসানের গাওয়া বরবাদ সিনেমার ‘দ্বিধা’ গানটি।

সিনেমা কম, আলোচনাও কম
গত রোজার ঈদে মুক্তির তালিকায় ছিল ১৩টি সিনেমা, শেষ পর্যন্ত মুক্তি পায় ১১টি। এবার সেই সংখ্যা অর্ধেকে নেমেছে। মুক্তি পাচ্ছে ছয়টি সিনেমা। আলোচনাও কম এসব সিনেমা নিয়ে। পাওয়া যায়নি পোস্টার। সোশ্যাল মিডিয়াতেও চোখে পড়ছে না নায়ক-নায়িকার ভক্তদের কথার লড়াই। ফেসবুকের কয়েকটি চলচ্চিত্র গ্রুপের সদস্য না হলে বোঝার উপায় নেই এবার ঈদে কয়টি সিনেমা মুক্তি পাচ্ছে, কাদের সিনেমা মুক্তি পাচ্ছে।
মুক্তির তালিকায় থাকা ৬ সিনেমা
বরবাদ
পরিচালনা: মেহেদি হাসান হৃদয়
অভিনয়: শাকিব খান, ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার প্রমুখ।
প্রযোজনা: রিয়েল এনার্জি প্রোডাকশন (বাংলাদেশ) ও রিধি সিধি এন্টারটেইনমেন্ট (ভারত)
গল্পসংক্ষেপ: ভয়ংকর মানুষ আরিয়ান মির্জা (শাকিব খান)। হত্যা, মাদক, অস্ত্রবাজি—হেন খারাপ কাজ নেই যা সে করে না। কেউ তাকে বলে ‘ড্রাগ অ্যাডিক্টেড’, কেউ বলে ‘রেপিস্ট’, কেউ বলে ‘জানোয়ার’। তাকে নিয়ে লজ্জিত তার মা-বাবাও। এই খারাপ মানুষটির একমাত্র দুর্বলতা—নিতু। তাদের এই ভালোবাসার গল্প সহিংসতায় রূপ নেয়, গড়ায় আদালতে। সেখানে নির্ধারিত হয় কোনটা সত্য আর কোনটা সাজানো।

দাগি
গল্প, চিত্রনাট্য ও পরিচালনা: শিহাব শাহীন
অভিনয়: আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু প্রমুখ।
প্রযোজনা: এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট
গল্পসংক্ষেপ: ১৪ বছর পর জেল থেকে ছাড়া পায় নিশান (আফরান নিশো)। হত্যার দায়ে অভিযুক্ত হয়েছিল সে। এত বছর জেলে বসে সে কেবলই অপরাধবোধে ভুগেছে। ছাড়া পেয়ে সিদ্ধান্ত নেয়, এবার সে ভালো হয়ে যাবে। সবকিছু আগের মতো ঠিক করে ফেলবে। কিন্তু এই ১৪ বছরে বদলে গেছে অনেক কিছু। স্ত্রীও অন্যত্র বিয়ে করে সংসারী হয়েছে। নিশান চাইলেও আগের মতো আর সবকিছু ঠিক হয় না, আবারও সে জড়িয়ে পড়ে সহিংসতায়, আবারও তার জীবন এলোমেলো হয়ে যায়।
জংলি
গল্প: আজাদ খান, চিত্রনাট্য: মেহেদি হাসান মুন, সুকৃতি সাহা
পরিচালনা: এম রাহিম
অভিনয়: সিয়াম আহমেদ, শবনম বুবলী, দীঘি, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, মনির আহমেদ শাকিল প্রমুখ।
প্রযোজনা: টাইগার মিডিয়া
গল্পসংক্ষেপ: কেউ তাকে বলে পুষ্পা, কেউ কবীর সিং, কিন্তু সে নিজেকে পরিচয় দেয় ‘জংলি’ বলে। এলোমেলো চুল-দাড়ি, পরনে লুঙ্গি, সারাক্ষণ নেশায় ডুবে থাকে। মারামারিতে সিদ্ধহস্ত। তবে এ মানুষটির ভিন্ন দিকও আছে। ভালোবাসার মানুষের জন্য জীবনের ঝুঁকি নিতেও দ্বিধাবোধ করে না।
চক্কর ৩০২
চিত্রনাট্য: গাউসুল আলম শাওন, নাহিদ হাসনাত
পরিচালনা: শরাফ আহমেদ জীবন
অভিনয়: মোশাররফ করিম, তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার, রওনক হাসান, রিকিতা নন্দিনী শিমু, সুমন আনোয়ার প্রমুখ।
প্রযোজনা: সরকারি অনুদানে নির্মিত
গল্পসংক্ষেপ: পুলিশ কর্মকর্তা মঈনুল (মোশাররফ) একটি হত্যা মামলার তদন্তের দায়িত্ব পায়। সন্দেহভাজন হিসেবে আটক করা হয় জনপ্রিয় অভিনেতা হাসান চৌধুরীর (রওনক) ছেলেকে। মামলা তুলে নিতে হাসান চৌধুরী ও তার স্ত্রী বাদীর পরিবারের ওপর চাপ প্রয়োগ করে। তদন্ত যখন সমাধানের প্রায় কাছাকাছি, তখনই ঘটনাপ্রবাহ উল্টো দিকে বইতে শুরু করে।
অন্তরাত্মা
গল্প: সোহানি হোসেন, সংলাপ: ফেরারী ফরহাদ
পরিচালনা: ওয়াজেদ আলী সুমন
অভিনয়: শাকিব খান, দর্শনা বণিক, শাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরী, অরুণা বিশ্বাস প্রমুখ।
প্রযোজনা: তরঙ্গ এন্টারটেইনমেন্ট
গল্পসংক্ষেপ: ছোটবেলায় প্রথমের (শাকিব) মা-বাবা খুন হয় সন্ত্রাসীদের হাতে। বড় হয়ে সে হয়ে ওঠে সন্ত্রাসীদের আতঙ্ক। কিছুরই অভাব নেই তার। তবে সে ভীষণ একা। এই প্রথমের সঙ্গে হঠাৎ দেখা হয় রূপকথার (দর্শনা)। তার প্রেমে পড়ে সে। বিয়েও করে। তবু প্রথমের জীবনে স্থিরতা আসে না।
মা (জ্বীন থ্রি)
গল্প, চিত্রনাট্য, সংলাপ: আব্দুল আজিজ
পরিচালনা: কামরুজ্জামান রুমান
অভিনয়: সজল, নুসরাত ফারিয়া, তানিয়া আহমেদ, নাদের চৌধুরী, মোস্তফা হীরা প্রমুখ।
প্রযোজনা: জাজ মাল্টিমিডিয়া
গল্পসংক্ষেপ: ‘জ্বীন’ নামে আগে দুটি সিনেমা প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। সিনেমা দুটির সাফল্যের পর এবার নিয়ে আসছে নতুন পর্ব। একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে জ্বীন থ্রি। ভৌতিক প্লটের সঙ্গে যোগ হয়েছে সম্পর্ক, ভালোবাসা, মায়া ও পারিবারিক বন্ধনের গল্প।

নিয়মিত অভিনয় না করলেও বিশেষ দিবস বা আয়োজনের নাটকে দেখা যায় সাদিয়া ইসলাম মৌকে। এবারের বিজয় দিবস উপলক্ষে নির্মিত একটি নাটকে অভিনয় করলেন মৌ। নাটকের নাম ‘ডাক্তার বাড়ি’। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে চিত্রনাট্য রচনা করেছেন রাজু আলীম। পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।
২ ঘণ্টা আগে
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাম্ফিথিয়েটারে ৮ থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা। ‘সুলতানার স্বপ্ন’ নাটকের জন্য এই আয়োজনের শিরোপা জিতেছে আইইউবি থিয়েটার ক্লাব। বাংলাদেশে নারী অধিকার আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী ছোটগল্প...
২ ঘণ্টা আগে
ভারতের তেলেঙ্গানায় বড় ধরনের উদ্যোগ শুরু করতে চলেছেন সালমান খান। সে রাজ্যের সরকারের কাছে ১০ হাজার কোটি টাকার মেগা টাউনশিপ গড়ার প্রস্তাব দিয়েছে সালমান খান ভেঞ্চার্স। যেখানে লাইফস্টাইল, বিনোদন, পর্যটন, সিনেমা, আবাসন, খেলাধুলা—সব ক্ষেত্রকে এক জায়গায় এনে তৈরি করা হবে বিশ্বমানের এক আধুনিক শহর।
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পেয়েছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগেবিনোদন প্রতিবেদক, ঢাকা

নিয়মিত অভিনয় না করলেও বিশেষ দিবস বা আয়োজনের নাটকে দেখা যায় সাদিয়া ইসলাম মৌকে। এবারের বিজয় দিবস উপলক্ষে নির্মিত একটি নাটকে অভিনয় করলেন মৌ। নাটকের নাম ‘ডাক্তার বাড়ি’। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে চিত্রনাট্য রচনা করেছেন রাজু আলীম। পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে নাটকটি।
বিজয় দিবস উপলক্ষে ২০১২ সাল থেকে প্রতিবছর ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নাটক নির্মাণ করছেন অরুণ চৌধুরী। সেই ধারাবাহিকতায় এবার তিনি নির্মাণ করেছেন নাটক ডাক্তার বাড়ি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা একটি বাড়ি থেকে কীভাবে সহায়তা পেয়েছিলেন, সেটাই তুলে ধরা হয়েছে নাটকে। গল্পে দেখা যাবে, গ্রামের এক ডাক্তারের মেয়ে মল্লিকা তার বাবাকে না জানিয়ে দুই মুক্তিযোদ্ধাকে আশ্রয় দেয়। একসময় দুষ্কৃতকারীরা ডাক্তারকে হুমকি দেয় বাড়ি থেকে মুক্তিযোদ্ধাদের বের করে দিতে হবে। ভয় পেয়ে যায় সে। কিন্তু মল্লিকা তার বাবাকে বোঝায় একটা দিন অপেক্ষা করার জন্য। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। ৮ থেকে ১০ ডিসেম্বর ঢাকার নবাবগঞ্জে হয়েছে নাটকটির শুটিং।
ডাক্তার বাড়ি নাটকে মল্লিকা চরিত্রে অভিনয় করেছেন মৌ। তাঁর বাবার চরিত্রে আছেন নরেশ ভুঁইয়া। মুক্তিযোদ্ধার চরিত্রে দেখা যাবে আহসান হাবিব নাসিমকে। নতুন এই নাটক নিয়ে মৌ বলেন, ‘মুক্তিযুদ্ধের কাজ অনেক কম করা হয়েছে আমার। খুব ভালো লেগেছে এত সুন্দর একটি গল্পে অভিনয় করতে পেরে। নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ধারণ করতে।’
নির্মাতা অরুণ চৌধুরী বলেন, ‘এটি মুক্তিযুদ্ধের সময়ের একটি বাড়ির গল্প। গল্প অনুযায়ী পর্দায় সেই সময়ের আবহ তুলে ধরার চেষ্টা করেছি। শুটিং করেছি নবাবগঞ্জের একটি পুরোনো বাড়িতে। দর্শকের ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’
এদিকে মুক্তির অপেক্ষায় আছে মৌ অভিনীত প্রথম ওয়েব ফিল্ম। কাজী আনোয়ার হোসেনের ‘আর্তনাদ’ উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেছেন আকা রেজা গালিব। প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে ‘গহীন অতল’। এই ওয়েব ফিল্মে মৌ অভিনয় করেছেন এক মায়ের চরিত্রে। পুরো গল্প গড়ে উঠেছে তাঁকে ঘিরে। ফিল্মটির গল্পে দেখা যাবে, ঘটনাক্রমে এক রাতে মৌ অভিনীত চরিত্রটি খুন করে ফেলে তার মেয়ের গোপন প্রেমিককে। এই ঘটনা গোপন করার জন্য মরিয়া হয়ে ওঠে সে।

নিয়মিত অভিনয় না করলেও বিশেষ দিবস বা আয়োজনের নাটকে দেখা যায় সাদিয়া ইসলাম মৌকে। এবারের বিজয় দিবস উপলক্ষে নির্মিত একটি নাটকে অভিনয় করলেন মৌ। নাটকের নাম ‘ডাক্তার বাড়ি’। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে চিত্রনাট্য রচনা করেছেন রাজু আলীম। পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে নাটকটি।
বিজয় দিবস উপলক্ষে ২০১২ সাল থেকে প্রতিবছর ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নাটক নির্মাণ করছেন অরুণ চৌধুরী। সেই ধারাবাহিকতায় এবার তিনি নির্মাণ করেছেন নাটক ডাক্তার বাড়ি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা একটি বাড়ি থেকে কীভাবে সহায়তা পেয়েছিলেন, সেটাই তুলে ধরা হয়েছে নাটকে। গল্পে দেখা যাবে, গ্রামের এক ডাক্তারের মেয়ে মল্লিকা তার বাবাকে না জানিয়ে দুই মুক্তিযোদ্ধাকে আশ্রয় দেয়। একসময় দুষ্কৃতকারীরা ডাক্তারকে হুমকি দেয় বাড়ি থেকে মুক্তিযোদ্ধাদের বের করে দিতে হবে। ভয় পেয়ে যায় সে। কিন্তু মল্লিকা তার বাবাকে বোঝায় একটা দিন অপেক্ষা করার জন্য। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। ৮ থেকে ১০ ডিসেম্বর ঢাকার নবাবগঞ্জে হয়েছে নাটকটির শুটিং।
ডাক্তার বাড়ি নাটকে মল্লিকা চরিত্রে অভিনয় করেছেন মৌ। তাঁর বাবার চরিত্রে আছেন নরেশ ভুঁইয়া। মুক্তিযোদ্ধার চরিত্রে দেখা যাবে আহসান হাবিব নাসিমকে। নতুন এই নাটক নিয়ে মৌ বলেন, ‘মুক্তিযুদ্ধের কাজ অনেক কম করা হয়েছে আমার। খুব ভালো লেগেছে এত সুন্দর একটি গল্পে অভিনয় করতে পেরে। নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ধারণ করতে।’
নির্মাতা অরুণ চৌধুরী বলেন, ‘এটি মুক্তিযুদ্ধের সময়ের একটি বাড়ির গল্প। গল্প অনুযায়ী পর্দায় সেই সময়ের আবহ তুলে ধরার চেষ্টা করেছি। শুটিং করেছি নবাবগঞ্জের একটি পুরোনো বাড়িতে। দর্শকের ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’
এদিকে মুক্তির অপেক্ষায় আছে মৌ অভিনীত প্রথম ওয়েব ফিল্ম। কাজী আনোয়ার হোসেনের ‘আর্তনাদ’ উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেছেন আকা রেজা গালিব। প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে ‘গহীন অতল’। এই ওয়েব ফিল্মে মৌ অভিনয় করেছেন এক মায়ের চরিত্রে। পুরো গল্প গড়ে উঠেছে তাঁকে ঘিরে। ফিল্মটির গল্পে দেখা যাবে, ঘটনাক্রমে এক রাতে মৌ অভিনীত চরিত্রটি খুন করে ফেলে তার মেয়ের গোপন প্রেমিককে। এই ঘটনা গোপন করার জন্য মরিয়া হয়ে ওঠে সে।

মৃতপ্রায় সিনেমা ইন্ডাস্ট্রি এখন প্রাণ ফিরে পায় দুই ঈদের মৌসুমে। সারা বছর সিনেমা মুক্তির খবর না থাকলেও ঈদ এলেই দৌড়ঝাঁপ শুরু হয় নির্মাতাদের। তবে গত বছরের রোজার ঈদের তুলনায় এ বছর সিনেমার সংখ্যা কম। ঈদের দিন থেকে সারা দেশের হলে দেখা যাবে ছয়টি সিনেমা। সংখ্যার সঙ্গে কমেছে সিনেমা নিয়ে আলোচনা...
২৯ মার্চ ২০২৫
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাম্ফিথিয়েটারে ৮ থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা। ‘সুলতানার স্বপ্ন’ নাটকের জন্য এই আয়োজনের শিরোপা জিতেছে আইইউবি থিয়েটার ক্লাব। বাংলাদেশে নারী অধিকার আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী ছোটগল্প...
২ ঘণ্টা আগে
ভারতের তেলেঙ্গানায় বড় ধরনের উদ্যোগ শুরু করতে চলেছেন সালমান খান। সে রাজ্যের সরকারের কাছে ১০ হাজার কোটি টাকার মেগা টাউনশিপ গড়ার প্রস্তাব দিয়েছে সালমান খান ভেঞ্চার্স। যেখানে লাইফস্টাইল, বিনোদন, পর্যটন, সিনেমা, আবাসন, খেলাধুলা—সব ক্ষেত্রকে এক জায়গায় এনে তৈরি করা হবে বিশ্বমানের এক আধুনিক শহর।
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পেয়েছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগেবিনোদন প্রতিবেদক, ঢাকা

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাম্ফিথিয়েটারে ৮ থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা। ‘সুলতানার স্বপ্ন’ নাটকের জন্য এই আয়োজনের শিরোপা জিতেছে আইইউবি থিয়েটার ক্লাব।
বাংলাদেশে নারী অধিকার আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী ছোটগল্প ‘সুলতানাস ড্রিম’-এর বাংলা নাট্যরূপ ‘সুলতানার স্বপ্ন’। বেগম রোকেয়া এতে লেডিল্যান্ড নামে এক কল্পিত সমাজের মাধ্যমে নারী-সমতার ভাবনা তুলে ধরেছেন। নাটকটি নির্দেশনা দিয়েছেন স্বপ্লীল সোহেল।
আইইউবি থিয়েটার ছাড়াও প্রতিযোগিতায় অংশ নেয় ৮টি বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নাট্যদল। এর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (প্রথম রানার্সআপ), সরকারি তিতুমীর কলেজ (দ্বিতীয় রানার্সআপ), স্টামফোর্ড ইউনিভার্সিটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এবং সাউথইস্ট ইউনিভার্সিটি। এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব ছিলেন অভিনেতা ও নির্দেশক তারিক আনাম খান, কথাসাহিত্যিক মোজাফফর হোসেন এবং অধ্যাপক মোহাম্মদ নিয়াজ মজুমদার।
গত ১৯ নভেম্বর আইইউবি অডিটরিয়ামে সুলতানার স্বপ্ন নাটকের উদ্বোধনী প্রদর্শনী হয়। এরপর ৬ ডিসেম্বর নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। ৯ ডিসেম্বর এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তায় মঞ্চস্থ হয় তৃতীয় প্রদর্শনী।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাম্ফিথিয়েটারে ৮ থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা। ‘সুলতানার স্বপ্ন’ নাটকের জন্য এই আয়োজনের শিরোপা জিতেছে আইইউবি থিয়েটার ক্লাব।
বাংলাদেশে নারী অধিকার আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী ছোটগল্প ‘সুলতানাস ড্রিম’-এর বাংলা নাট্যরূপ ‘সুলতানার স্বপ্ন’। বেগম রোকেয়া এতে লেডিল্যান্ড নামে এক কল্পিত সমাজের মাধ্যমে নারী-সমতার ভাবনা তুলে ধরেছেন। নাটকটি নির্দেশনা দিয়েছেন স্বপ্লীল সোহেল।
আইইউবি থিয়েটার ছাড়াও প্রতিযোগিতায় অংশ নেয় ৮টি বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নাট্যদল। এর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (প্রথম রানার্সআপ), সরকারি তিতুমীর কলেজ (দ্বিতীয় রানার্সআপ), স্টামফোর্ড ইউনিভার্সিটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এবং সাউথইস্ট ইউনিভার্সিটি। এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব ছিলেন অভিনেতা ও নির্দেশক তারিক আনাম খান, কথাসাহিত্যিক মোজাফফর হোসেন এবং অধ্যাপক মোহাম্মদ নিয়াজ মজুমদার।
গত ১৯ নভেম্বর আইইউবি অডিটরিয়ামে সুলতানার স্বপ্ন নাটকের উদ্বোধনী প্রদর্শনী হয়। এরপর ৬ ডিসেম্বর নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। ৯ ডিসেম্বর এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তায় মঞ্চস্থ হয় তৃতীয় প্রদর্শনী।

মৃতপ্রায় সিনেমা ইন্ডাস্ট্রি এখন প্রাণ ফিরে পায় দুই ঈদের মৌসুমে। সারা বছর সিনেমা মুক্তির খবর না থাকলেও ঈদ এলেই দৌড়ঝাঁপ শুরু হয় নির্মাতাদের। তবে গত বছরের রোজার ঈদের তুলনায় এ বছর সিনেমার সংখ্যা কম। ঈদের দিন থেকে সারা দেশের হলে দেখা যাবে ছয়টি সিনেমা। সংখ্যার সঙ্গে কমেছে সিনেমা নিয়ে আলোচনা...
২৯ মার্চ ২০২৫
নিয়মিত অভিনয় না করলেও বিশেষ দিবস বা আয়োজনের নাটকে দেখা যায় সাদিয়া ইসলাম মৌকে। এবারের বিজয় দিবস উপলক্ষে নির্মিত একটি নাটকে অভিনয় করলেন মৌ। নাটকের নাম ‘ডাক্তার বাড়ি’। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে চিত্রনাট্য রচনা করেছেন রাজু আলীম। পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।
২ ঘণ্টা আগে
ভারতের তেলেঙ্গানায় বড় ধরনের উদ্যোগ শুরু করতে চলেছেন সালমান খান। সে রাজ্যের সরকারের কাছে ১০ হাজার কোটি টাকার মেগা টাউনশিপ গড়ার প্রস্তাব দিয়েছে সালমান খান ভেঞ্চার্স। যেখানে লাইফস্টাইল, বিনোদন, পর্যটন, সিনেমা, আবাসন, খেলাধুলা—সব ক্ষেত্রকে এক জায়গায় এনে তৈরি করা হবে বিশ্বমানের এক আধুনিক শহর।
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পেয়েছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগেবিনোদন ডেস্ক

ভারতের তেলেঙ্গানায় বড় ধরনের উদ্যোগ শুরু করতে চলেছেন সালমান খান। সে রাজ্যের সরকারের কাছে ১০ হাজার কোটি টাকার মেগা টাউনশিপ গড়ার প্রস্তাব দিয়েছে সালমান খান ভেঞ্চার্স। যেখানে লাইফস্টাইল, বিনোদন, পর্যটন, সিনেমা, আবাসন, খেলাধুলা—সব ক্ষেত্রকে এক জায়গায় এনে তৈরি করা হবে বিশ্বমানের এক আধুনিক শহর।
প্রস্তাবিত এই টাউনশিপ শুধু আবাসিক এলাকা নয়, এটি হবে এমন এক গ্লোবাল এন্টারটেইনমেন্ট সিটি, যেখানে সবাই উপভোগ করতে পারবে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা। প্রকল্পের লক্ষ্য অনুযায়ী, এখানে ৫০০ একর জায়গাজুড়ে থাকবে অত্যাধুনিক ফিল্ম সিটি ও সিনেমা স্টুডিও, থিমভিত্তিক আন্তর্জাতিক পর্যটন জোন, ওয়েলনেস ভিলেজ ও ন্যাচারাল হিলিং স্পেস, বিলাসবহুল হোটেল, রিসোর্ট, শপিং কমপ্লেক্স, কনভেনশন সেন্টার, লাইভ ইভেন্ট এরেনা, বিনোদনকেন্দ্র, উন্নত আবাসিক এলাকা, শিক্ষাকেন্দ্র ও স্মার্ট-সিটি সুবিধা।
এই টাউনশিপই হতে পারে ভারতের প্রথম এমন এক প্রকল্প, যেখানে সিনেমা, পর্যটন ও লাইফস্টাইল একসঙ্গে মিলিত হয়ে গড়ে তুলবে পূর্ণাঙ্গ বিনোদন-নগরী। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি কয়েক সপ্তাহ আগে মুম্বাইয়ে সালমান খানের সঙ্গে দেখা করে প্রকল্পটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ইতিমধ্যেই জমি, নীতিছাড়, বিনিয়োগ কাঠামো ও বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। এই প্রকল্প রাজ্যের পর্যটনশিল্পকে বিপুলভাবে বাড়াবে এবং হাজার হাজার মানুষকে কর্মসংস্থানের সুযোগ এনে দেবে বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে তেলেঙ্গানা দক্ষিণ ভারতের বিনোদন রাজধানী হিসেবে উঠে আসতে পারে। দক্ষিণ ভারতের সিনেমাশিল্প ইতিমধ্যেই বিশ্বব্যাপী পরিচিত। সেখানে বলিউড সুপারস্টারের উদ্যোগে এমন এক আন্তর্জাতিক মানের টাউনশিপ গড়ে উঠলে ভারতের চলচ্চিত্রশিল্প আরও বৃহৎ বাজার তৈরি করবে। তেলেঙ্গানা সরকারও মনে করছে, এই প্রকল্প আর্থিক উন্নয়নের পাশাপাশি রাজ্যকে আন্তর্জাতিক পর্যটনের কেন্দ্রবিন্দুতে পৌঁছে দেবে।

ভারতের তেলেঙ্গানায় বড় ধরনের উদ্যোগ শুরু করতে চলেছেন সালমান খান। সে রাজ্যের সরকারের কাছে ১০ হাজার কোটি টাকার মেগা টাউনশিপ গড়ার প্রস্তাব দিয়েছে সালমান খান ভেঞ্চার্স। যেখানে লাইফস্টাইল, বিনোদন, পর্যটন, সিনেমা, আবাসন, খেলাধুলা—সব ক্ষেত্রকে এক জায়গায় এনে তৈরি করা হবে বিশ্বমানের এক আধুনিক শহর।
প্রস্তাবিত এই টাউনশিপ শুধু আবাসিক এলাকা নয়, এটি হবে এমন এক গ্লোবাল এন্টারটেইনমেন্ট সিটি, যেখানে সবাই উপভোগ করতে পারবে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা। প্রকল্পের লক্ষ্য অনুযায়ী, এখানে ৫০০ একর জায়গাজুড়ে থাকবে অত্যাধুনিক ফিল্ম সিটি ও সিনেমা স্টুডিও, থিমভিত্তিক আন্তর্জাতিক পর্যটন জোন, ওয়েলনেস ভিলেজ ও ন্যাচারাল হিলিং স্পেস, বিলাসবহুল হোটেল, রিসোর্ট, শপিং কমপ্লেক্স, কনভেনশন সেন্টার, লাইভ ইভেন্ট এরেনা, বিনোদনকেন্দ্র, উন্নত আবাসিক এলাকা, শিক্ষাকেন্দ্র ও স্মার্ট-সিটি সুবিধা।
এই টাউনশিপই হতে পারে ভারতের প্রথম এমন এক প্রকল্প, যেখানে সিনেমা, পর্যটন ও লাইফস্টাইল একসঙ্গে মিলিত হয়ে গড়ে তুলবে পূর্ণাঙ্গ বিনোদন-নগরী। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি কয়েক সপ্তাহ আগে মুম্বাইয়ে সালমান খানের সঙ্গে দেখা করে প্রকল্পটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ইতিমধ্যেই জমি, নীতিছাড়, বিনিয়োগ কাঠামো ও বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। এই প্রকল্প রাজ্যের পর্যটনশিল্পকে বিপুলভাবে বাড়াবে এবং হাজার হাজার মানুষকে কর্মসংস্থানের সুযোগ এনে দেবে বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে তেলেঙ্গানা দক্ষিণ ভারতের বিনোদন রাজধানী হিসেবে উঠে আসতে পারে। দক্ষিণ ভারতের সিনেমাশিল্প ইতিমধ্যেই বিশ্বব্যাপী পরিচিত। সেখানে বলিউড সুপারস্টারের উদ্যোগে এমন এক আন্তর্জাতিক মানের টাউনশিপ গড়ে উঠলে ভারতের চলচ্চিত্রশিল্প আরও বৃহৎ বাজার তৈরি করবে। তেলেঙ্গানা সরকারও মনে করছে, এই প্রকল্প আর্থিক উন্নয়নের পাশাপাশি রাজ্যকে আন্তর্জাতিক পর্যটনের কেন্দ্রবিন্দুতে পৌঁছে দেবে।

মৃতপ্রায় সিনেমা ইন্ডাস্ট্রি এখন প্রাণ ফিরে পায় দুই ঈদের মৌসুমে। সারা বছর সিনেমা মুক্তির খবর না থাকলেও ঈদ এলেই দৌড়ঝাঁপ শুরু হয় নির্মাতাদের। তবে গত বছরের রোজার ঈদের তুলনায় এ বছর সিনেমার সংখ্যা কম। ঈদের দিন থেকে সারা দেশের হলে দেখা যাবে ছয়টি সিনেমা। সংখ্যার সঙ্গে কমেছে সিনেমা নিয়ে আলোচনা...
২৯ মার্চ ২০২৫
নিয়মিত অভিনয় না করলেও বিশেষ দিবস বা আয়োজনের নাটকে দেখা যায় সাদিয়া ইসলাম মৌকে। এবারের বিজয় দিবস উপলক্ষে নির্মিত একটি নাটকে অভিনয় করলেন মৌ। নাটকের নাম ‘ডাক্তার বাড়ি’। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে চিত্রনাট্য রচনা করেছেন রাজু আলীম। পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।
২ ঘণ্টা আগে
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাম্ফিথিয়েটারে ৮ থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা। ‘সুলতানার স্বপ্ন’ নাটকের জন্য এই আয়োজনের শিরোপা জিতেছে আইইউবি থিয়েটার ক্লাব। বাংলাদেশে নারী অধিকার আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী ছোটগল্প...
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পেয়েছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগেএ সপ্তাহের ওটিটি
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পেয়েছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
বিনোদন ডেস্ক

নূর (বাংলা সিনেমা)
ডিমলাইট (বাংলা ওয়েব সিনেমা)
কারমা কোর্মা (বাংলা সিরিজ)
ম্যান ভার্সেস বেবি (ইংরেজি সিরিজ)
সুপারম্যান (ইংরেজি সিনেমা)

নূর (বাংলা সিনেমা)
ডিমলাইট (বাংলা ওয়েব সিনেমা)
কারমা কোর্মা (বাংলা সিরিজ)
ম্যান ভার্সেস বেবি (ইংরেজি সিরিজ)
সুপারম্যান (ইংরেজি সিনেমা)

মৃতপ্রায় সিনেমা ইন্ডাস্ট্রি এখন প্রাণ ফিরে পায় দুই ঈদের মৌসুমে। সারা বছর সিনেমা মুক্তির খবর না থাকলেও ঈদ এলেই দৌড়ঝাঁপ শুরু হয় নির্মাতাদের। তবে গত বছরের রোজার ঈদের তুলনায় এ বছর সিনেমার সংখ্যা কম। ঈদের দিন থেকে সারা দেশের হলে দেখা যাবে ছয়টি সিনেমা। সংখ্যার সঙ্গে কমেছে সিনেমা নিয়ে আলোচনা...
২৯ মার্চ ২০২৫
নিয়মিত অভিনয় না করলেও বিশেষ দিবস বা আয়োজনের নাটকে দেখা যায় সাদিয়া ইসলাম মৌকে। এবারের বিজয় দিবস উপলক্ষে নির্মিত একটি নাটকে অভিনয় করলেন মৌ। নাটকের নাম ‘ডাক্তার বাড়ি’। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে চিত্রনাট্য রচনা করেছেন রাজু আলীম। পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।
২ ঘণ্টা আগে
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাম্ফিথিয়েটারে ৮ থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা। ‘সুলতানার স্বপ্ন’ নাটকের জন্য এই আয়োজনের শিরোপা জিতেছে আইইউবি থিয়েটার ক্লাব। বাংলাদেশে নারী অধিকার আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী ছোটগল্প...
২ ঘণ্টা আগে
ভারতের তেলেঙ্গানায় বড় ধরনের উদ্যোগ শুরু করতে চলেছেন সালমান খান। সে রাজ্যের সরকারের কাছে ১০ হাজার কোটি টাকার মেগা টাউনশিপ গড়ার প্রস্তাব দিয়েছে সালমান খান ভেঞ্চার্স। যেখানে লাইফস্টাইল, বিনোদন, পর্যটন, সিনেমা, আবাসন, খেলাধুলা—সব ক্ষেত্রকে এক জায়গায় এনে তৈরি করা হবে বিশ্বমানের এক আধুনিক শহর।
২ ঘণ্টা আগে