Ajker Patrika

ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার প্রোগ্রামের ওরিয়েন্টেশন আয়োজন করল ইউসিবিডি

বিজ্ঞপ্তি
ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার প্রোগ্রামের ওরিয়েন্টেশন আয়োজন করল ইউসিবিডি। ছবি: সংগৃহীত
ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার প্রোগ্রামের ওরিয়েন্টেশন আয়োজন করল ইউসিবিডি। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের সরাসরি সুযোগ তৈরির লক্ষ্যে ‘ইউসিবিডি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার (ইউআইএফওয়াই)’ শীর্ষক একটি প্রোগ্রাম পরিচালনা করে আসছে দেশের শীর্ষ আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। সম্প্রতি এই প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। এতে উপস্থিত মেধাবী শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা প্রোগ্রামের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন। এসএসসি, এইচএসসি, ও লেভেলস এবং এ লেভেলস সম্পন্নকারী শিক্ষার্থীদের বিদেশে মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিতে ইউআইএফওয়াই অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে সক্ষম।

ইউআইএফওয়াই মূলত একটি প্রি-ইউনিভার্সিটি প্রোগ্রাম, যার দুটি সেমিস্টারে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়নসহ বিভিন্নভাবে প্রস্তুত করে তোলা হয়। পাশাপাশি তাদের পছন্দের বিষয়ে ডিগ্রি প্রোগ্রামে অধ্যয়নের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দিকের সঙ্গেও পরিচিত করা হয়। বর্তমানে বিজনেস অ্যান্ড কমার্স, কম্পিউটিং অ্যান্ড আইটি, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ইঞ্জিনিয়ারিং, হেলথ ও সায়েন্স বিষয়ে ইউসিবিডির অধীনে পাথওয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের সেরা বিকাশ ও একাডেমিক সাফল্য নিশ্চিতে ইউআইএফওয়াই প্রোগ্রামটি এযাবৎ বিশ্বের ৭০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ততা তৈরি করেছে।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ইউসিবিডির প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল এবং ডিন অব একাডেমিক অ্যাফেয়ার্স প্রফেসর মুহাম্মদ ইসমাইল হোসেন। বাংলা ও ইংরেজি দুই মাধ্যমের শিক্ষার্থীদেরই দেশে এবং দেশের বাইরে আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি অর্জনের জন্য কঠোর পরিশ্রমের উপযোগী করে তোলার লক্ষ্য সামনে রেখে কীভাবে এই প্রোগ্রামটি তৈরি করা হয়েছে, তা বক্তাদের আলোচনায় বিস্তারিত উঠে আসে।

প্রফেসর হিউ গিল বলেন, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসা শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন ধরনের চাহিদার কথা বিবেচনায় রেখে ইউআইএফওয়াই প্রোগ্রামটির নকশা করা হয়েছে, যার আওতায় তারা জ্ঞানে, দক্ষতায়, ও মানসিকতায় বিশ্বনাগরিক হিসেবে বিকশিত হবে। এটি তাদের আন্তর্জাতিক পরিসরে আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি অধ্যয়নের ক্ষেত্রে সহায়ক হবে।

ওরিয়েন্টেশনে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য গোটা প্রোগ্রামের একটি সারসংক্ষেপ তুলে ধরেন ইউআইএফওয়াই প্রোগ্রামের কো-অর্ডিনেটর পিকাশা ইমাম। তার আলোচনায় প্রোগ্রামের কাঠামো ও বিভিন্ন নিয়মনীতি উঠে আসে। শিক্ষার্থীরা ইউসিবির অনন্য লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের (এলএমএস) সঙ্গে পরিচিত হন, যার মাধ্যমে তারা কোর্স অ্যাকসেস, একাডেমিক পলিসি ন্যাভিগেশন ও এডুকেশনাল রিসোর্সের যথাযথ ম্যানেজমেন্টসহ বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। আয়োজনের অন্যতম অংশ ছিল প্রফেসর হিউ গিল ও প্যারেন্ট এনগেজমেন্ট এক্সিকিউটিভ সামিয়া সালামের পরিচালনায় অভিভাবকদের জন্য একটি বিশেষ সেশন, যেখানে তারা ইউসিবিডিতে শিক্ষার্থীদের পড়াশোনার সুফল, শিক্ষা কাঠামো সহ সম্পৃক্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন উপস্থাপনের সুযোগ পান।

যুক্তরাজ্যভিত্তিক এনসিসি এডুকেশনের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে দেশে ইউআইএফওয়াই প্রোগ্রাম পরিচালনা করে ইউসিবিডি। এসএসসিতে ন্যূনতম ৩ দশিমক ০ পাওয়া শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন এবং আইইএলটিএসের ক্ষেত্রে ন্যূনতম ৪ দশমিক ৫ বা সমমানের স্কোর প্রযোজ্য হবে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুবিধার্থে ইংরেজি, ম্যাথমেটিকস, ও রিসার্চ স্কিলস অধ্যয়নের জন্য প্রোগ্রাম স্ট্রাকচারে কোর ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে, পাশাপাশি শিক্ষার্থীদের নির্ধারিত ডিগ্রি ও পছন্দের দেশের ওপর ভিত্তি করে রয়েছে স্পেশালিস্ট ইলেকটিভ ইউনিট, যেমন ইন্টারন্যাশনাল বিজনেস, অ্যাকাউন্টিং, ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং, কেমিস্ট্রি, ফার্দার ম্যাথম্যাটিক্স ও ফিজিক্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত