Ajker Patrika

হিপ্পো ইংলিশ অলিম্পিয়াড

ভাষা দক্ষতার আন্তর্জাতিক মঞ্চে বাংলার শিশুরা

নিজস্ব প্রতিবেদক
ভাষা দক্ষতার আন্তর্জাতিক মঞ্চে বাংলার শিশুরা

রাজধানী ঢাকার লালমাটিয়ার সহজপাঠ উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো হিপ্পো ইংলিশ অলিম্পিয়াড-২০২৫-এর প্রিলিমিনারি রাউন্ড। আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ৬ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীরা তাদের ইংরেজি ভাষার দক্ষতা যাচাই এবং বিকাশের সুযোগ পেল।

গতকাল শনিবার সকাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার আয়োজন করে ইতালিভিত্তিক গ্লোবাল হিপ্পো অ্যাসোসিয়েশন। ২০১৩ সাল থেকে হিপ্পো অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়ে আসছে গেটহাউস অ্যাওয়ার্ডসের সহযোগিতায়। এবারের আয়োজনে শুধু অংশ নিয়েছে ১২টি বিভাগে ভাগ করে নেওয়া প্রায় ২০০ জন শিক্ষার্থী।

প্রতিযোগিতার কাঠামো সাজানো হয়েছে আন্তর্জাতিক মান অনুযায়ী। কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অব রেফারেন্স ফর ল্যাংগুয়েজেস (সিইএফআর) অনুসরণ করে এটিকে ১২টি স্তরে ভাগ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা নিজেদের ভাষাজ্ঞান সুনির্দিষ্টভাবে পরিমাপ করতে পারে।

এই প্রাথমিক রাউন্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী মে-জুনে অনুষ্ঠেয় ন্যাশনাল রাউন্ডে অংশ নেবে। এরপর সেখান থেকে বাছাই হওয়া প্রতিযোগীরা জুলাই মাসে ভিয়েতনামে অনুষ্ঠেয় সেমিফাইনালে এবং শেষ পর্যন্ত সেপ্টেম্বর-অক্টোবরে ইতালিতে অনুষ্ঠেয় ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পাবে।

সহজপাঠ উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ মোমেনা বেগম জানান, ‘গতবারের ইংরেজি অলিম্পিয়াডের আয়োজন বেশ ভালো এবং উৎসাহব্যঞ্জক ছিল; যা আমাদের শিশুদের অনেক উৎসাহ জুগিয়েছে। তাই আমরা এবারও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছি। এর মধ্য দিয়ে শিশুরা নিজেদের বিদ্যালয়ের বাইরেও অন্য বিদ্যালয়ের শিশুদের সম্পর্কে ধারণা পায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

ট্রাম্পের বেপরোয়া ক্ষমতায় ওলট-পালট বিশ্ব, বন্ধু থেকে শত্রু আতঙ্কিত সবাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত