
নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগ গত মঙ্গলবার ‘দ্যা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট: বিল্ডিং এ্যা মোর জাস্ট ওয়ার্ল্ড’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে। এই আয়োজনের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আন্তর্জাতিক ফৌজদারি আইন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া।
সেমিনারের প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চেম্বারের সহযোগী আইন কর্মকর্তা ফারহান আহমেদ। তিনি তাঁর বক্তব্যে আন্তর্জাতিক অপরাধ আদালতের গঠন, কার্যপ্রক্রিয়া এবং রায় বাস্তবায়নের পদ্ধতি নিয়ে গভীর আলোচনা করেন। এ ছাড়া, তিনি আন্তর্জাতিক অপরাধ আইন এবং আইসিসির মধ্যকার সম্পর্কের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউর মানবিক ও সমাজবিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম এবং আইন বিভাগের চেয়ারপারসন ইসতিয়াক আহমেদ। এ ছাড়া, আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন।
সেমিনারের শেষদিকে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব ছিল, যেখানে শিক্ষার্থীরা সরাসরি প্রধান বক্তার সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। শিক্ষার্থীদের সমালোচনামূলক প্রশ্ন ও আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যক্রম সম্পর্কে গভীরতর ধারণা অর্জিত হয়।
অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলামের পক্ষ থেকে প্রধান বক্তা ফারহান আহমেদকে ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সেমিনারটি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক অপরাধ আইন সম্পর্কে একটি সমৃদ্ধ ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা হয়ে ওঠে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগ গত মঙ্গলবার ‘দ্যা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট: বিল্ডিং এ্যা মোর জাস্ট ওয়ার্ল্ড’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে। এই আয়োজনের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আন্তর্জাতিক ফৌজদারি আইন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া।
সেমিনারের প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চেম্বারের সহযোগী আইন কর্মকর্তা ফারহান আহমেদ। তিনি তাঁর বক্তব্যে আন্তর্জাতিক অপরাধ আদালতের গঠন, কার্যপ্রক্রিয়া এবং রায় বাস্তবায়নের পদ্ধতি নিয়ে গভীর আলোচনা করেন। এ ছাড়া, তিনি আন্তর্জাতিক অপরাধ আইন এবং আইসিসির মধ্যকার সম্পর্কের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউর মানবিক ও সমাজবিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম এবং আইন বিভাগের চেয়ারপারসন ইসতিয়াক আহমেদ। এ ছাড়া, আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন।
সেমিনারের শেষদিকে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব ছিল, যেখানে শিক্ষার্থীরা সরাসরি প্রধান বক্তার সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। শিক্ষার্থীদের সমালোচনামূলক প্রশ্ন ও আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যক্রম সম্পর্কে গভীরতর ধারণা অর্জিত হয়।
অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলামের পক্ষ থেকে প্রধান বক্তা ফারহান আহমেদকে ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সেমিনারটি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক অপরাধ আইন সম্পর্কে একটি সমৃদ্ধ ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা হয়ে ওঠে।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) অনুষ্ঠিত হয়েছে ২৬তম সমাবর্তন। অনুষ্ঠানে মোট ৩ হাজার ৩২২ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়, যার মধ্যে ২ হাজার ৬৪৬ জন স্নাতক এবং ৬৭৬ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।
১ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে নির্বাচনের ফলাফলের প্রজ্ঞাপন প্রকাশের পর বিশ্লেষণে দেখা যায়, মোট ২১ পদের মধ্যে ১৬টিতে জয়ী হয়েছে শিবির-সমর্থিত প্যানেল
১ দিন আগে
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের যৌথ উদ্যোগে বুধবার (৭ জানুয়ারি) ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসে ‘গার্ডিয়ান ইনস্যুরেন্স ক্লেইম চেক হ্যান্ডওভার সিরিমনি’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে বিমা সুবিধার এক অনন্য মাইলফলক...
১ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে পরাজয়ের পর ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
১ দিন আগে