সাভার (ঢাকা) প্রতিনিধি

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে মৃদুল দেওয়ান ও সাধারণ সম্পাদক (জিএস) পদে রায়হান খান জয়লাভ করেছেন। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ফলাফল ঘোষণা শেষ করে গকসু নির্বাচন কমিশন।
এর আগে গতকাল সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। একটানা ভোট গ্রহণ চলে বেলা ৩টা পর্যন্ত। পরে শুরু হয় ভোট গণনা। ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় ৯ ঘণ্টা পর ফলাফল ঘোষণা করা হয়।
এবারের গকসু নির্বাচনে ১১টি পদে লড়েছেন ৫৭ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪ হাজার ৪৬২ জন।
ভিপি পদে বিজয়ী ইয়াছিন আল মৃদুল দেওয়ান পেয়েছেন ৬৯২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মাজেদ সালাফী পেয়েছেন ৬৭৭ ভোট। জিএস পদে বিজয়ী মো. রায়হান খান পেয়েছেন ১ হাজার ১২১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. অন্তু দেওয়ান ৮১০ ভোট পেয়েছেন। এজিএস পদে ১ হাজার ৪০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিবির-সমর্থিত প্রার্থী সামিউল হাসান শোভন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিফাতুর রহমান শিশির ১ হাজার ২৩৯ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন খন্দকার আব্দুর রহিম, তিনি পেয়েছেন ১ হাজার ৪৫০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সালাউদ্দিন পেয়েছেন ৯৫৩ ভোট। ক্রীড়া সম্পাদক পদে ১ হাজার ৪৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফয়সাল আহমেদ। সহক্রীড়া সম্পাদক পদে ১ হাজার ৩০৭ ভোট পেয়ে আব্দুল্লাহ আল নোমান বিজয়ী হয়েছেন। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ হাজার ৩৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. মারুফ। সহসাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ হাজার ১৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন লীশা চাকমা। দপ্তর সম্পাদক পদে শারমিন আক্তার বিজয়ী হয়েছেন ১ হাজার ১০৮ ভোট পেয়ে। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১ হাজার ৮৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. জান্নাতুল ফেরদৌস। সমাজকল্যাণ ও ক্যানটিন সম্পাদক পদে ১ হাজার ১৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. মনোয়ার হোসেন অন্তর।
পাঁচটি অনুষদ—যথাক্রমে কৃষি অনুষদে বিজয়ী হয়েছেন মহিউল আলম দোলন ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদে মো. হুমায়ুন কবির। এ ছাড়া কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন শাকিল আহমেদ, মো. সেলিম আহমেদ অলি, মো. মেহেদি হাসান ও মিনতুজ আক্তার মিম।
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে দুজন নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন মেহেরুন খিলজি মিতু ও মো. ইমদাদুল হক মিলন। এ ছাড়া স্বাস্থ্যবিজ্ঞান অনুষদে দুজন বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন নাশরুন সেঁজুতি অরণি ও পার্থ সরকার।
গত ১১ আগস্ট তফসিল ঘোষণা করে গবি প্রশাসন। এরপর ২৬ থেকে ২৮ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়। যাচাই-বাছাই শেষে ৮ সেপ্টেম্বর প্রকাশিত হয় প্রাথমিক প্রার্থী তালিকা। পরবর্তী আপিল ও শুনানি শেষে ১৪ সেপ্টেম্বর ঘোষণা করা হয় চূড়ান্ত তালিকা। প্রার্থীদের ডোপ টেস্টও করা হয়েছে।
নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের গুরুত্ব নিয়ে তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের জন্য বহুমুখী ইতিবাচক দিক তৈরি করতে পারে। এর মাধ্যমে শিক্ষার্থীরা গণতান্ত্রিক চর্চায় অভ্যস্ত হন এবং নেতৃত্ব বিকাশের সুযোগ পান। নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের দাবি ও সমস্যাগুলো কার্যকরভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরতে পারেন, যা সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে। এখানে ট্রাস্টি বোর্ডের কোনো অবান্তর সিদ্ধান্ত ছাত্রদের ওপর চাপিয়ে দেওয়ার সুযোগ থাকে না। পাশাপাশি ছাত্র সংসদ সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও শিক্ষাবিষয়ক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ক্যাম্পাসে একটি প্রাণবন্ত পরিবেশ গড়ে তোলে। দীর্ঘ মেয়াদে এসব অভিজ্ঞতা শিক্ষার্থীদের পেশাগত ও সামাজিক জীবনে নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করে। নির্বাচিতদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও যোগ্যতা তৈরির সুযোগ হয়।

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে মৃদুল দেওয়ান ও সাধারণ সম্পাদক (জিএস) পদে রায়হান খান জয়লাভ করেছেন। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ফলাফল ঘোষণা শেষ করে গকসু নির্বাচন কমিশন।
এর আগে গতকাল সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। একটানা ভোট গ্রহণ চলে বেলা ৩টা পর্যন্ত। পরে শুরু হয় ভোট গণনা। ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় ৯ ঘণ্টা পর ফলাফল ঘোষণা করা হয়।
এবারের গকসু নির্বাচনে ১১টি পদে লড়েছেন ৫৭ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪ হাজার ৪৬২ জন।
ভিপি পদে বিজয়ী ইয়াছিন আল মৃদুল দেওয়ান পেয়েছেন ৬৯২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মাজেদ সালাফী পেয়েছেন ৬৭৭ ভোট। জিএস পদে বিজয়ী মো. রায়হান খান পেয়েছেন ১ হাজার ১২১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. অন্তু দেওয়ান ৮১০ ভোট পেয়েছেন। এজিএস পদে ১ হাজার ৪০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিবির-সমর্থিত প্রার্থী সামিউল হাসান শোভন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিফাতুর রহমান শিশির ১ হাজার ২৩৯ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন খন্দকার আব্দুর রহিম, তিনি পেয়েছেন ১ হাজার ৪৫০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সালাউদ্দিন পেয়েছেন ৯৫৩ ভোট। ক্রীড়া সম্পাদক পদে ১ হাজার ৪৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফয়সাল আহমেদ। সহক্রীড়া সম্পাদক পদে ১ হাজার ৩০৭ ভোট পেয়ে আব্দুল্লাহ আল নোমান বিজয়ী হয়েছেন। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ হাজার ৩৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. মারুফ। সহসাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ হাজার ১৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন লীশা চাকমা। দপ্তর সম্পাদক পদে শারমিন আক্তার বিজয়ী হয়েছেন ১ হাজার ১০৮ ভোট পেয়ে। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১ হাজার ৮৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. জান্নাতুল ফেরদৌস। সমাজকল্যাণ ও ক্যানটিন সম্পাদক পদে ১ হাজার ১৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. মনোয়ার হোসেন অন্তর।
পাঁচটি অনুষদ—যথাক্রমে কৃষি অনুষদে বিজয়ী হয়েছেন মহিউল আলম দোলন ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদে মো. হুমায়ুন কবির। এ ছাড়া কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন শাকিল আহমেদ, মো. সেলিম আহমেদ অলি, মো. মেহেদি হাসান ও মিনতুজ আক্তার মিম।
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে দুজন নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন মেহেরুন খিলজি মিতু ও মো. ইমদাদুল হক মিলন। এ ছাড়া স্বাস্থ্যবিজ্ঞান অনুষদে দুজন বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন নাশরুন সেঁজুতি অরণি ও পার্থ সরকার।
গত ১১ আগস্ট তফসিল ঘোষণা করে গবি প্রশাসন। এরপর ২৬ থেকে ২৮ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়। যাচাই-বাছাই শেষে ৮ সেপ্টেম্বর প্রকাশিত হয় প্রাথমিক প্রার্থী তালিকা। পরবর্তী আপিল ও শুনানি শেষে ১৪ সেপ্টেম্বর ঘোষণা করা হয় চূড়ান্ত তালিকা। প্রার্থীদের ডোপ টেস্টও করা হয়েছে।
নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের গুরুত্ব নিয়ে তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের জন্য বহুমুখী ইতিবাচক দিক তৈরি করতে পারে। এর মাধ্যমে শিক্ষার্থীরা গণতান্ত্রিক চর্চায় অভ্যস্ত হন এবং নেতৃত্ব বিকাশের সুযোগ পান। নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের দাবি ও সমস্যাগুলো কার্যকরভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরতে পারেন, যা সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে। এখানে ট্রাস্টি বোর্ডের কোনো অবান্তর সিদ্ধান্ত ছাত্রদের ওপর চাপিয়ে দেওয়ার সুযোগ থাকে না। পাশাপাশি ছাত্র সংসদ সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও শিক্ষাবিষয়ক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ক্যাম্পাসে একটি প্রাণবন্ত পরিবেশ গড়ে তোলে। দীর্ঘ মেয়াদে এসব অভিজ্ঞতা শিক্ষার্থীদের পেশাগত ও সামাজিক জীবনে নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করে। নির্বাচিতদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও যোগ্যতা তৈরির সুযোগ হয়।

মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত ‘আইএইউপি’ এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন-২০২৬-এ আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।
১৪ ঘণ্টা আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। এর তত্ত্বীয় পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে।
১৬ ঘণ্টা আগে
দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৫ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়টি তাঁর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।
২০ ঘণ্টা আগে
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পাঠকবন্ধু শাখার নতুন কমিটির কার্যক্রম শুরু করেছে। নতুন বছরে নতুন কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সভায় সদস্যরা নিজেদের দায়িত্বশীল নেতৃত্ব, দক্ষতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
২ দিন আগে