এস এম এম মুসাব্বির উদ্দীন

জাম্বোরি অন দ্য এয়ার্জ—জাম্বোরি অন দ্য ইন্টারনেট বা জোটা-জোটি হলো বিশ্বব্যাপী স্কাউটদের অন্যতম অনলাইন ইভেন্ট। এটি রেডিও ও ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের স্কাউটরা একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। প্রতিবছরের অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহের ছুটির দিনগুলোতে (শুক্র, শনি ও রোববার) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৫ সালের জোটা-জোটি অনুষ্ঠিত হবে ১৭ থেকে ১৯ অক্টোবর।
জোটা-জোটি যেভাবে এল
এর সূচনা হয়েছিল ১৯৫৭ সালে। সেই সময় বিশ্বের বিভিন্ন প্রান্তের স্কাউটরা রেডিওর মাধ্যমে যোগাযোগ করত। তখন এর নাম দেওয়া হয়েছিল জোটা বা জাম্বোরি অন দ্য এয়ার। পরবর্তী সময়ে ১৯৯৬ সালে যুক্ত হয় জুটি বা জাম্বোরি অন দ্য ইন্টারনেট। ফলে ডিজিটাল যোগাযোগের ব্যবস্থার মাধ্যমে স্কাউটরা আরও সহজে একে অপরের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পায়।
এই আয়োজনের মাধ্যমে স্কাউটরা বিভিন্ন দেশের সংস্কৃতি, ভাষা ও জীবনযাত্রা সম্পর্কে জানতে পারে এবং ভ্রাতৃত্ব ও সহযোগিতার মনোভাবকে গভীর করে তোলে।
কারা অংশ নিতে পারে
বিশ্বের যেকোনো দেশের স্কাউট সদস্যরা এই অনলাইন ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে। অংশগ্রহণকারী সদস্যদের একটি সনদ দেওয়া হয়, যা ভবিষ্যতে তাঁদের বিভিন্ন কাজে লাগতে পারে।
জোটা-জোটির কার্যক্রম
জোটা-জোটির কার্যক্রম এখন মূলত অনলাইনভিত্তিক, যা অংশগ্রহণকে আরও সহজ করে তুলেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রম হলো—প্রতিযোগিতামূলক ইভেন্ট; জ্ঞানবর্ধক কার্যক্রম; বৈশ্বিক স্কাউটিং প্রকল্প নিয়ে আলোচনা যেমন: এসডিজি, মেসেঞ্জারস অব পি, প্লাস্টিক টাইড টার্নারস, রেডিও ও অনলাইন চ্যাটের মাধ্যমে যোগাযোগ, অনলাইন গেম ও কুইজ প্রতিযোগিতা।
এসব কার্যক্রমের মধ্য দিয়ে স্কাউটরা একে অপরের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে এবং অন্য দেশের শিক্ষা, সংস্কৃতি ও ভাষা সম্পর্কে ধারণা লাভ করে।
জোটা-জোটি ২০২৫
২০২৫ সালের জোটা-জোটির প্রতিপাদ্য হলো ‘আ ওয়ার্ড শেপড বাই ইয়ুথ’। এই প্রতিপাদ্য তরুণদের বিশ্ব পরিবর্তনের শক্তিকে স্বীকৃতি দেয়। আজকের তরুণেরা শুধু ভবিষ্যতের উত্তরাধিকারী নয়; বরং তাদের চিন্তা, কাজ ও মূল্যবোধ দিয়ে এরই মধ্যে বিশ্ব রূপ দিচ্ছে। স্কাউটিংয়ের চেতনা—দায়িত্ববোধ, সেবা ও দলগত কাজ। আয়োজনের মধ্য দিয়ে বৈশ্বিক নেতৃত্ব ভাগাভাগির গুরুত্ব সামনে নিয়ে আসে।
ঢাকার ২১৪ নং আমরা স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার ও রোভার অঞ্চলের সম্পাদক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘জোটা-জোটি শুধু স্কাউটের একটি অনলাইন অনুষ্ঠান নয়, এটি যুব সমাজের জন্য একটি নতুন আশার আলো। আমরা বিশ্বাস করি, এই আলোয় যুবদের মাঝে দক্ষ নেতৃত্ব তৈরির মধ্য দিয়ে আগামীর বাংলাদেশকে বিশ্বদরবারে নতুন এক পর্যায়ে নিয়ে যেতে পারব।’

জাম্বোরি অন দ্য এয়ার্জ—জাম্বোরি অন দ্য ইন্টারনেট বা জোটা-জোটি হলো বিশ্বব্যাপী স্কাউটদের অন্যতম অনলাইন ইভেন্ট। এটি রেডিও ও ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের স্কাউটরা একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। প্রতিবছরের অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহের ছুটির দিনগুলোতে (শুক্র, শনি ও রোববার) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৫ সালের জোটা-জোটি অনুষ্ঠিত হবে ১৭ থেকে ১৯ অক্টোবর।
জোটা-জোটি যেভাবে এল
এর সূচনা হয়েছিল ১৯৫৭ সালে। সেই সময় বিশ্বের বিভিন্ন প্রান্তের স্কাউটরা রেডিওর মাধ্যমে যোগাযোগ করত। তখন এর নাম দেওয়া হয়েছিল জোটা বা জাম্বোরি অন দ্য এয়ার। পরবর্তী সময়ে ১৯৯৬ সালে যুক্ত হয় জুটি বা জাম্বোরি অন দ্য ইন্টারনেট। ফলে ডিজিটাল যোগাযোগের ব্যবস্থার মাধ্যমে স্কাউটরা আরও সহজে একে অপরের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পায়।
এই আয়োজনের মাধ্যমে স্কাউটরা বিভিন্ন দেশের সংস্কৃতি, ভাষা ও জীবনযাত্রা সম্পর্কে জানতে পারে এবং ভ্রাতৃত্ব ও সহযোগিতার মনোভাবকে গভীর করে তোলে।
কারা অংশ নিতে পারে
বিশ্বের যেকোনো দেশের স্কাউট সদস্যরা এই অনলাইন ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে। অংশগ্রহণকারী সদস্যদের একটি সনদ দেওয়া হয়, যা ভবিষ্যতে তাঁদের বিভিন্ন কাজে লাগতে পারে।
জোটা-জোটির কার্যক্রম
জোটা-জোটির কার্যক্রম এখন মূলত অনলাইনভিত্তিক, যা অংশগ্রহণকে আরও সহজ করে তুলেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রম হলো—প্রতিযোগিতামূলক ইভেন্ট; জ্ঞানবর্ধক কার্যক্রম; বৈশ্বিক স্কাউটিং প্রকল্প নিয়ে আলোচনা যেমন: এসডিজি, মেসেঞ্জারস অব পি, প্লাস্টিক টাইড টার্নারস, রেডিও ও অনলাইন চ্যাটের মাধ্যমে যোগাযোগ, অনলাইন গেম ও কুইজ প্রতিযোগিতা।
এসব কার্যক্রমের মধ্য দিয়ে স্কাউটরা একে অপরের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে এবং অন্য দেশের শিক্ষা, সংস্কৃতি ও ভাষা সম্পর্কে ধারণা লাভ করে।
জোটা-জোটি ২০২৫
২০২৫ সালের জোটা-জোটির প্রতিপাদ্য হলো ‘আ ওয়ার্ড শেপড বাই ইয়ুথ’। এই প্রতিপাদ্য তরুণদের বিশ্ব পরিবর্তনের শক্তিকে স্বীকৃতি দেয়। আজকের তরুণেরা শুধু ভবিষ্যতের উত্তরাধিকারী নয়; বরং তাদের চিন্তা, কাজ ও মূল্যবোধ দিয়ে এরই মধ্যে বিশ্ব রূপ দিচ্ছে। স্কাউটিংয়ের চেতনা—দায়িত্ববোধ, সেবা ও দলগত কাজ। আয়োজনের মধ্য দিয়ে বৈশ্বিক নেতৃত্ব ভাগাভাগির গুরুত্ব সামনে নিয়ে আসে।
ঢাকার ২১৪ নং আমরা স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার ও রোভার অঞ্চলের সম্পাদক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘জোটা-জোটি শুধু স্কাউটের একটি অনলাইন অনুষ্ঠান নয়, এটি যুব সমাজের জন্য একটি নতুন আশার আলো। আমরা বিশ্বাস করি, এই আলোয় যুবদের মাঝে দক্ষ নেতৃত্ব তৈরির মধ্য দিয়ে আগামীর বাংলাদেশকে বিশ্বদরবারে নতুন এক পর্যায়ে নিয়ে যেতে পারব।’

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পাঠকবন্ধু শাখার নতুন কমিটির কার্যক্রম শুরু করেছে। নতুন বছরে নতুন কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সভায় সদস্যরা নিজেদের দায়িত্বশীল নেতৃত্ব, দক্ষতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
১১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য এসেছে দারুণ সুখবর। ইন্টারন্যাশনাল প্রায়োরিটি স্কলারশিপের আবেদন আহ্বান করা হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা
১ দিন আগে
নতুন বছরের শুরুতে অনেকে জিম মেম্বারশিপ নিই, কঠিন ডায়েট চার্ট বানাই; কিংবা নতুন কোনো কঠিন দক্ষতা শেখার প্রতিজ্ঞা করি। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে, উন্নতি করতে হলে দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে। আমরা বিশ্বাস করি, নিজেকে বদলানো বা উন্নত করার পথটা কঠিন, আর সেখানে ত্যাগের মাধ্যমেই কেবল সাফল্য আসে।
১ দিন আগে
জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদসহ সব নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত ছাত্রসমাজ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
১ দিন আগে