ঢাবি প্রতিনিধি
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ১১২ তম স্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। গত বছর এশিয়ার মধ্যে অবস্থান ছিল ১৪০ তম। সে হিসেবে ২৮ ধাপ এগিয়েছে ঢাবি।
আর বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থান অধিকার করেছে ঢাবি।
প্রতি বছরের নভেম্বর মাসে এ তালিকা প্রকাশ করা হয়। এশিয়ার সেরা ৯৮৪টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষস্থানে রয়েছে চীনের পিকিং ইউনিভার্সিটি (বেইজিং)। দ্য ইউনিভার্সিটি অব হংকং তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। র্যাঙ্কিংটি প্রধানত ১১টি সূচকের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
এর মধ্যে একাডেমিক কার্যক্রম, পিএইচডিধারীর সংখ্যা ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনা করা হয়েছে।
বিশ্লেষণ করে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন, চাকরিতে স্নাতকদের কর্মক্ষমতা, প্রাতিষ্ঠানিক সাফল্য, শিক্ষক ও শিক্ষার্থীদের সাফল্য, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, গবেষণা প্রবন্ধের সাইটেশন, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক-কর্মকর্তাদের সংখ্যা, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপাত, আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থী বিনিময়ের হার বিবেচনা করে এ তালিকা তৈরি করা হয়।
উল্লেখ্য, এ বছর কিউএস সাসটেইনেবিলিটি বিশ্ব র্যাঙ্কিংয়ে ৬৩৪ তম স্থান অর্জন করেছে এ বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এ র্যাংকিংয়েও প্রকাশ করেছ কিইউএস।
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ১১২ তম স্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। গত বছর এশিয়ার মধ্যে অবস্থান ছিল ১৪০ তম। সে হিসেবে ২৮ ধাপ এগিয়েছে ঢাবি।
আর বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থান অধিকার করেছে ঢাবি।
প্রতি বছরের নভেম্বর মাসে এ তালিকা প্রকাশ করা হয়। এশিয়ার সেরা ৯৮৪টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষস্থানে রয়েছে চীনের পিকিং ইউনিভার্সিটি (বেইজিং)। দ্য ইউনিভার্সিটি অব হংকং তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। র্যাঙ্কিংটি প্রধানত ১১টি সূচকের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
এর মধ্যে একাডেমিক কার্যক্রম, পিএইচডিধারীর সংখ্যা ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনা করা হয়েছে।
বিশ্লেষণ করে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন, চাকরিতে স্নাতকদের কর্মক্ষমতা, প্রাতিষ্ঠানিক সাফল্য, শিক্ষক ও শিক্ষার্থীদের সাফল্য, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, গবেষণা প্রবন্ধের সাইটেশন, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক-কর্মকর্তাদের সংখ্যা, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপাত, আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থী বিনিময়ের হার বিবেচনা করে এ তালিকা তৈরি করা হয়।
উল্লেখ্য, এ বছর কিউএস সাসটেইনেবিলিটি বিশ্ব র্যাঙ্কিংয়ে ৬৩৪ তম স্থান অর্জন করেছে এ বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এ র্যাংকিংয়েও প্রকাশ করেছ কিইউএস।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় বিষয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এটি ভবিষ্যতের কর্মজীবন, স্বপ্ন এবং লক্ষ্যপূরণের মূল মাধ্যম হিসেবে কাজ করে। বিষয় নির্বাচনের ১০টি গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরা হলো—
৭ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতে এমবিজেডইউএআই স্নাতকোত্তর বৃত্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির মুহম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির জন্য বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগেহেক্টর গার্সিয়া ও ফ্রান্সেস্ক মিরালসের লেখা ‘ইকিগাই: দ্য জাপানিজ সিক্রেট টু অ্যা লং অ্যান্ড হ্যাপি লাইফ’ বইটি ২০১৬ সালের এপ্রিলে জাপানে প্রথম প্রকাশিত হয়। বইটি সারা বিশ্বে বহু ভাষায় অনূদিত হয়েছে এবং মিলিয়ন কপি বিক্রি হয়েছে।
১ দিন আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ‘থার্ড আইইইই ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রোবোটিকস, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইন্টারনেট অব থিংস (আরএএআইসিওএন ২০২৪) ’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ ও ৩০ নভেম্বর বুয়েটের ইনস্টিটিউট অব রোবোটিকস অ্যান্ড অটোমেশনে (আইআরএবি) এই সম্মেলনের আয়োজন করা হয়।
২ দিন আগে