ক্যাম্পাস ডেস্ক
শুধু সনদ বা শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ নয়; জ্ঞানচর্চার পরিধি ছড়িয়ে পড়েছে গবেষণার ক্ষেত্রেও। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) আয়োজন করা হয়েছে গবেষণা উৎকর্ষ সম্মাননা অনুষ্ঠান ২০২৫।
২ জুলাই বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজন করা হয় ব্যতিক্রমী এই অনুষ্ঠানের। উদ্যোগের পেছনে রয়েছে বিশ্ববিদ্যালয়ের গবেষণাপ্রতিষ্ঠান মিয়ান রিসার্চ ইনস্টিটিউট। এর মূল লক্ষ্য, গবেষণাভিত্তিক শিক্ষা-সংস্কৃতিকে জোরদার করা এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চর্চায় প্রেরণা জোগানো।
অনুষ্ঠানের সূচনা করেন মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাজল সাহা। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান এবং কোষাধ্যক্ষ ও মিয়ান ইনস্টিটিউটের নির্বাহী সদস্য অধ্যাপক সেলিনা নারগিস। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. জাহিদ হোসেন, আমন্ত্রিত গবেষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপাচার্য ড. আব্দুর রব বলেন, ‘আইইউবিএটির শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা কৃষি, প্রকৌশল, ব্যবসা, জনস্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সময়োপযোগী সমস্যার সমাধানে গবেষণা একটি অপরিহার্য মাধ্যম। এই ধারা অব্যাহত রাখতে গবেষকদের উৎসাহ দেওয়া অত্যন্ত জরুরি।’
অনুষ্ঠানের শেষাংশে নির্বাচিত গবেষকদের হাতে তুলে দেওয়া হয় সনদ ও সম্মাননা স্মারক। মুখে প্রশান্তির হাসি, চোখে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন—এই ছিল দিনটির সবচেয়ে আলোঝলমলে মুহূর্ত।
শুধু সনদ বা শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ নয়; জ্ঞানচর্চার পরিধি ছড়িয়ে পড়েছে গবেষণার ক্ষেত্রেও। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) আয়োজন করা হয়েছে গবেষণা উৎকর্ষ সম্মাননা অনুষ্ঠান ২০২৫।
২ জুলাই বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজন করা হয় ব্যতিক্রমী এই অনুষ্ঠানের। উদ্যোগের পেছনে রয়েছে বিশ্ববিদ্যালয়ের গবেষণাপ্রতিষ্ঠান মিয়ান রিসার্চ ইনস্টিটিউট। এর মূল লক্ষ্য, গবেষণাভিত্তিক শিক্ষা-সংস্কৃতিকে জোরদার করা এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চর্চায় প্রেরণা জোগানো।
অনুষ্ঠানের সূচনা করেন মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাজল সাহা। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান এবং কোষাধ্যক্ষ ও মিয়ান ইনস্টিটিউটের নির্বাহী সদস্য অধ্যাপক সেলিনা নারগিস। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. জাহিদ হোসেন, আমন্ত্রিত গবেষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপাচার্য ড. আব্দুর রব বলেন, ‘আইইউবিএটির শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা কৃষি, প্রকৌশল, ব্যবসা, জনস্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সময়োপযোগী সমস্যার সমাধানে গবেষণা একটি অপরিহার্য মাধ্যম। এই ধারা অব্যাহত রাখতে গবেষকদের উৎসাহ দেওয়া অত্যন্ত জরুরি।’
অনুষ্ঠানের শেষাংশে নির্বাচিত গবেষকদের হাতে তুলে দেওয়া হয় সনদ ও সম্মাননা স্মারক। মুখে প্রশান্তির হাসি, চোখে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন—এই ছিল দিনটির সবচেয়ে আলোঝলমলে মুহূর্ত।
বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামীকাল বৃহস্পতিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বুধবার রাত সাড়ে ১০টার পর শিক্ষা বোর্ডগুলো থেকে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
৫ ঘণ্টা আগেইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ গত বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) ‘From Classroom to Career: Preparing for the Future in the IT Industry’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে বিভাগের ৯০ জনের বেশি শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ
১ দিন আগেবার্গেস মনে করেন, জাতিগত পরিচয় নয়, বরং অভিবাসী পরিবারের সন্তান হওয়াই আসল বিষয়। এই শিক্ষার্থীরা বড় হচ্ছে এমন পরিবারে, যেখানে মা-বাবা নিজের জীবনের উন্নতির জন্য দেশ ছেড়েছেন। তাঁদের এই উচ্চাকাঙ্ক্ষা সন্তানদের পড়াশোনার দিকে ঠেলে দেয়।
১ দিন আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ আয়োজন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করেছে কর্তৃপক্ষ। আগামী ১৩ জুলাই এ সভা অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে।
২ দিন আগে