শিক্ষা ডেস্ক

রাজধানীর তেজগাঁও কলেজের সমাজকর্ম বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১৯৯৮-২০২৫ সালের ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামিমা ইয়াসমিন। এ অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল জাতীয় দৈনিক আজকের পত্রিকা।

পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সদস্য নূর নবী আল মাহমুদ, বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সাইদা আক্তার, ড. এ এইচ এম এম মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের বর্তমান চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক শারমিন নাহার।
উদ্বোধনী অনুষ্ঠানের পর কলেজের অডিটোরিয়াম-১ এ আলোচনা সভার আয়োজন করা হয়। এরপর বেলা ৩টায় আয়োজন করা হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নাচ-গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থীদের গানের ব্যান্ড অমূলোকের সংগীত পরিবেশনা। অমূলোক ব্যান্ডের ভোকাল রাইসুল ও শাখাওয়াত বিভিন্ন জনপ্রিয় সংগীত পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন। এছাড়াও চতুর্থ বর্ষের শিক্ষার্থী এনামুল ইসলাম নাঈম জাদু দেখিয়ে সবাইকে মূগ্ধ করেন। র্যাফেল ড্রয়ের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন শেষ হয়।

পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান শারমিন নাহার বলেন, সমাজকর্ম বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আশা করবো, এমন আয়োজনের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আজকের অনুষ্ঠান আমাদের প্রবীন-নবীন শিক্ষার্থীদের মাঝে একটা মেলবন্ধন তৈরি হবে।

প্রথমবারের মতো আয়োজিত এ পুনর্মিলনীতে আগামী ১ বছরের জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয় ৯৮-৯৯ ব্যাচের ছাত্রী ফারহানা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক করা হয় ০১-০২ ব্যাচের ছাত্র হাসান মো. তৌফিক ইমামকে।


রাজধানীর তেজগাঁও কলেজের সমাজকর্ম বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১৯৯৮-২০২৫ সালের ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামিমা ইয়াসমিন। এ অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল জাতীয় দৈনিক আজকের পত্রিকা।

পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সদস্য নূর নবী আল মাহমুদ, বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সাইদা আক্তার, ড. এ এইচ এম এম মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের বর্তমান চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক শারমিন নাহার।
উদ্বোধনী অনুষ্ঠানের পর কলেজের অডিটোরিয়াম-১ এ আলোচনা সভার আয়োজন করা হয়। এরপর বেলা ৩টায় আয়োজন করা হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নাচ-গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থীদের গানের ব্যান্ড অমূলোকের সংগীত পরিবেশনা। অমূলোক ব্যান্ডের ভোকাল রাইসুল ও শাখাওয়াত বিভিন্ন জনপ্রিয় সংগীত পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন। এছাড়াও চতুর্থ বর্ষের শিক্ষার্থী এনামুল ইসলাম নাঈম জাদু দেখিয়ে সবাইকে মূগ্ধ করেন। র্যাফেল ড্রয়ের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন শেষ হয়।

পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান শারমিন নাহার বলেন, সমাজকর্ম বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আশা করবো, এমন আয়োজনের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আজকের অনুষ্ঠান আমাদের প্রবীন-নবীন শিক্ষার্থীদের মাঝে একটা মেলবন্ধন তৈরি হবে।

প্রথমবারের মতো আয়োজিত এ পুনর্মিলনীতে আগামী ১ বছরের জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয় ৯৮-৯৯ ব্যাচের ছাত্রী ফারহানা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক করা হয় ০১-০২ ব্যাচের ছাত্র হাসান মো. তৌফিক ইমামকে।


তুরস্ক সরকারের অর্থায়নে পরিচালিত তুর্কিয়ে বুরসলারি স্কলারশিপের আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই স্কলারশিপের আওতায় বিশ্বের যেকোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তুরস্ক সরকার স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে।
৪ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিশেষ বৃত্তির তালিকা চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। একই সঙ্গে জানুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
১৪ ঘণ্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল চলতি মাসেই প্রকাশ করা হতে পারে। আজ রোববার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।
১৪ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ডি-ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৯ ঘণ্টা আগে