বুয়েটে ‘রোবোটিকস ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি  
Thumbnail image
বুয়েটে ‘রোবোটিকস ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ‘থার্ড আইইইই ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রোবোটিকস, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইন্টারনেট অব থিংস (আরএএআইসিওএন ২০২৪) ’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ ও ৩০ নভেম্বর বুয়েটের ইনস্টিটিউট অব রোবোটিকস অ্যান্ড অটোমেশনে (আইআরএবি) এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে গবেষক, শিল্পপতি ও তরুণ পেশাজীবীদের একত্রিত করেছে। তাঁরা রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং অটোমেশন বিষয়ক অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন। ২০১৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আরএএআইসিওএন একটি প্রধান প্ল্যাটফর্ম হিসেবে রূপ নিয়েছে, যা এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা ও উদ্ভাবনকে উৎসাহিত করছে।

আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই রোবোটিকস অ্যান্ড অটোমেশন সোসাইটি (আরএএস) বাংলাদেশ চ্যাপ্টারের সহায়তায় এই সম্মেলনের আয়োজন করা হয়। এ বছর সম্মেলনে ১৬৯টি গবেষণাপত্র জমা পড়ে, যার মধ্যে পিয়ার রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে ৫৮টি উচ্চমানের গবেষণাপত্র গৃহীত হয়ে উপস্থাপিত হয়। এতে অন্তর্ভুক্ত ছিল রোবোটিকস অ্যাপ্লিকেশন, এআই উদ্ভাবন, আইওটি সমাধান এবং অটোমেশন প্রযুক্তির মতো বৈচিত্র্যময় বিষয়, যা অংশগ্রহণকারীদের এক গুরুত্বপূর্ণ একাডেমিক অভিজ্ঞতা প্রদান করে।

চলতি বছর সম্মেলনটি ৯টি টেকনিক্যাল সেশন এবং ৪টি সহ-সংগঠিত প্রোগ্রাম ধারণ করে, যার মধ্যে ছিল আইইইই ডব্লিউআইই বিডি সামিট ২০২৪ অন রোবোটিকস ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড অ্যাসিস্টিভ টেকনোলজিস, আইইইই ইয়ং প্রফেশনাল কংগ্রেস ২০২৪, বুয়েট রোবোটিকস সোসাইটি (বিআরএস) আয়োজিত রোবটিক প্রতিযোগিতা এবং প্রজেক্ট শো-কেসিং এবং বাংলাদেশে রোবোটিকস এবং অটোমেশনের চ্যালেঞ্জ নিয়ে একটি শিল্প-প্রযুক্তি সেমিনার।

কনফারেন্সে তিনজন কি-নোট বক্তৃতা দেন। তাঁরা হলেন প্রফেসর ডারউইন জি. কার্ডওয়েল, আইইইই ফেলো এবং ইতালির জেনোয়া শহরের ইতালিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির প্রতিষ্ঠাতা পরিচালক; প্রফেসর রবিন্দর এস. দাহিয়া, আইইইই ফেলো এবং যুক্তরাষ্ট্রের নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং প্রফেসর লায়োনেল পি. রবার্ট জুনিয়র, যুক্তরাষ্ট্রের স্কুল অব ইনফরমেশন, কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক। দুটি আমন্ত্রিত বক্তৃতা করেন কাজি আরাফাত রহমান, বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক এবং অর্জুন টার্নিপ, ইন্দোনেশিয়ার পাবলিক ইউনিভার্সিটি ইউনিভার্সিটাস প্যাডজাদজারানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। কনফারেন্সে প্রায় ২০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল হাসিব চৌধুরী। কনফারেন্সের বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মো. জহুরুল হক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মো. শফিকুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর এ বি এম হারুন-উর-রশীদ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুস আলী।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইইইই আরএএস বিডি চ্যাপ্টারের সাধারণ চেয়ারম্যান এবং আইইইই ডব্লিউআইই কমিটির চেয়ার প্রফেসর সেলিয়া শাহনাজ, আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার এবং অর্গানাইজিং চেয়ার প্রফেসর মোহাম্মদ মশিউল হক এবং টেকনিক্যাল চেয়ার এবং আইআরএবি’র পরিচালক প্রফেসর শেখ আনোয়ারুল ফাতাহ। তাঁদের নেতৃত্ব এবং দৃষ্টি কনফারেন্সটির সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত