ঢাবি প্রতিনিধি

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুআ) ২০২৩-২৪ সেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে (টিএসসি) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপাচার্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।
সভার শুরুতে গত এক বছরে যে সকল খ্যাতিমান ব্যক্তিত্ব, অ্যাসোসিয়েশনের জীবন সদস্য ও অ্যালামনাই পরলোকগমন করেছেন, তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও গভীর শোক প্রকাশ এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনটির মহাসচিব মোল্লা মোহাম্মদ আবু কাউছার এক বছরের আর্থিক বিবরণী তুলে ধরেন কোষাধ্যক্ষ মো. মাহবুব হোসেন। সাধারণ সভার আনুষ্ঠানিক কর্মকাণ্ড শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে সীতেশ চন্দ্র বাছার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীরা ভর্তি হয়, তাদের বড় একটি অংশ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসে। তাদের আর্থিক সচ্ছলতা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাসিক ৪ থেকে ৫ হাজার টাকা করে বৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা আশা রাখছি অ্যালামনাইরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবন-মান উন্নয়ন, একাডেমি কার্যক্রম ও গবেষণায়ও অ্যালামনাইরা অবদান রাখবে বলে প্রত্যাশা রাখেন সীতেশ বাছার।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরীর (পারভেজ) সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার, বর্তমান সহসভাপতি আশরাফুল হক মুকুল, যুগ্ম মহাসচিব এ কে এম আফজালুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক শেখ সালাহউদ্দিন আহমেদ, প্রচার ও যোগাযোগ সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসেনসহ কার্যনির্বাহী কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুআ) ২০২৩-২৪ সেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে (টিএসসি) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপাচার্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।
সভার শুরুতে গত এক বছরে যে সকল খ্যাতিমান ব্যক্তিত্ব, অ্যাসোসিয়েশনের জীবন সদস্য ও অ্যালামনাই পরলোকগমন করেছেন, তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও গভীর শোক প্রকাশ এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনটির মহাসচিব মোল্লা মোহাম্মদ আবু কাউছার এক বছরের আর্থিক বিবরণী তুলে ধরেন কোষাধ্যক্ষ মো. মাহবুব হোসেন। সাধারণ সভার আনুষ্ঠানিক কর্মকাণ্ড শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে সীতেশ চন্দ্র বাছার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীরা ভর্তি হয়, তাদের বড় একটি অংশ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসে। তাদের আর্থিক সচ্ছলতা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাসিক ৪ থেকে ৫ হাজার টাকা করে বৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা আশা রাখছি অ্যালামনাইরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবন-মান উন্নয়ন, একাডেমি কার্যক্রম ও গবেষণায়ও অ্যালামনাইরা অবদান রাখবে বলে প্রত্যাশা রাখেন সীতেশ বাছার।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরীর (পারভেজ) সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার, বর্তমান সহসভাপতি আশরাফুল হক মুকুল, যুগ্ম মহাসচিব এ কে এম আফজালুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক শেখ সালাহউদ্দিন আহমেদ, প্রচার ও যোগাযোগ সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসেনসহ কার্যনির্বাহী কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ইউরোপের উন্নত শিক্ষাব্যবস্থার দেশ সুইডেনের উমেয়া বিশ্ববিদ্যালয় বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বৃত্তিটির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সম্পূর্ণ অর্থায়নে পড়াশোনার সুযোগ পাবেন। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য বৃত্তিটি প্রযোজ্য।
১৪ ঘণ্টা আগে
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তর। এমপিওভুক্ত ও স্বীকৃতিপ্রাপ্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি বের করাই তাদের কাজ। অথচ সেই অধিদপ্তরেই চর্চা হচ্ছে নানা অনিয়ম, উঠছে ঘুষ-দুর্নীতির অভিযোগ।
১৯ ঘণ্টা আগে
৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নতুন নির্দেশনা দিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের...
২ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চার দফা দাবি জানিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করা চার প্যানেলেসহ স্বতন্ত্র পদপ্রার্থীরা। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপাচার্য বরাবর সম্মিলিতভাবে এ দাবি জানান তাঁরা।
৪ দিন আগে