বিজ্ঞপ্তি

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘ভিয়েনা কনভেনশন অন দ্য ল অব ট্রিটিজ—তৃতীয় অনুচ্ছেদের আলোকে ৩১-৩৩ অনুচ্ছেদের ব্যাখ্যা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার আইন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরওয়েজিয়ান দূতাবাসের রাষ্ট্রদূত হ্যাকন আ্যরাল্ড গুলব্র্যান্ডসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আব্দুর রব খান।
বুদ্ধিবৃত্তিক আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক চুক্তি ও আইনবিষয়ক জ্ঞান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালনের উদ্দেশ্যে সেমিনারটি আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও এতে উপস্থিত ছিলেন।
আইন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। তিনি রাষ্ট্রগুলোর মধ্যকার সুসম্পর্ক বজায় রাখতে ভিয়েনা কনভেনশনের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করেন।
স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ও আইন বিভাগের অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম তাঁর উদ্বোধনী বক্তব্যে উল্লেখ করেন, আইনি নথি, চুক্তি এবং অন্যান্য আইনি দলিলের সঠিক ব্যাখ্যা জানা প্রয়োজন। তিনি আইনি ভাষার প্রতি শিক্ষার্থীদের সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন।
নরওয়েজিয়ান দূতাবাসের রাষ্ট্রদূত হ্যাকন আ্যরাল্ড গুলব্র্যান্ডসেন ভিয়েনা কনভেনশনের ধারা ৩১, ৩৩-এর বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, যেকোনো চুক্তি ব্যাখ্যার উপাদান হিসেবে গ্রহণ করা যেতে পারে। তবে মূল ভিত্তি হিসেবে কনভেনশনের ধারাগুলোকেই ব্যাখ্যার জন্য প্রধান উপাদান হিসেবে গ্রহণ করতে হবে।
হ্যাকন আ্যরাল্ড গুলব্র্যান্ডসেন আরও উল্লেখ করেন, ভিয়েনা কনভেনশনের সাহায্যে চুক্তির পক্ষগুলোর পারস্পরিক উদ্দেশ্য বাস্তবায়ন চুক্তি ব্যাখ্যার মূল উদ্দেশ্য। এ ক্ষেত্রে তিনি আন্তর্জাতিক আদালতের বিভিন্ন রায় বিশ্লেষণ করে দেখান।
প্রশ্নোত্তর পর্বে শিক্ষক ও শিক্ষার্থীরা ভিয়েনা কনভেনশনের কূটনৈতিক, আন্তর্জাতিক আইনের দিক এবং চুক্তি সম্পাদনের জন্য কনভেনশনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী আইনের শিক্ষার্থীদের জ্ঞান সমৃদ্ধ করতে শিক্ষামূলক সেমিনারের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আইনি ভাষার গভীরতা ও বিশেষত্ব বোঝার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ পেশাগত জীবনে আরও দক্ষ হতে পারবে।
উপ-উপাচার্য অধ্যাপক আব্দুর রব খান তাঁর সমাপনী বক্তব্যে আইনি সমস্যা সমাধানে চুক্তির যথাযথ ব্যাখ্যার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
প্রধান বক্তাকে সৌজন্য স্মারক ও ফুলেল শুভেচ্ছা দিয়ে সেমিনারটি শেষ হয়।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘ভিয়েনা কনভেনশন অন দ্য ল অব ট্রিটিজ—তৃতীয় অনুচ্ছেদের আলোকে ৩১-৩৩ অনুচ্ছেদের ব্যাখ্যা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার আইন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরওয়েজিয়ান দূতাবাসের রাষ্ট্রদূত হ্যাকন আ্যরাল্ড গুলব্র্যান্ডসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আব্দুর রব খান।
বুদ্ধিবৃত্তিক আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক চুক্তি ও আইনবিষয়ক জ্ঞান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালনের উদ্দেশ্যে সেমিনারটি আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও এতে উপস্থিত ছিলেন।
আইন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। তিনি রাষ্ট্রগুলোর মধ্যকার সুসম্পর্ক বজায় রাখতে ভিয়েনা কনভেনশনের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করেন।
স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ও আইন বিভাগের অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম তাঁর উদ্বোধনী বক্তব্যে উল্লেখ করেন, আইনি নথি, চুক্তি এবং অন্যান্য আইনি দলিলের সঠিক ব্যাখ্যা জানা প্রয়োজন। তিনি আইনি ভাষার প্রতি শিক্ষার্থীদের সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন।
নরওয়েজিয়ান দূতাবাসের রাষ্ট্রদূত হ্যাকন আ্যরাল্ড গুলব্র্যান্ডসেন ভিয়েনা কনভেনশনের ধারা ৩১, ৩৩-এর বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, যেকোনো চুক্তি ব্যাখ্যার উপাদান হিসেবে গ্রহণ করা যেতে পারে। তবে মূল ভিত্তি হিসেবে কনভেনশনের ধারাগুলোকেই ব্যাখ্যার জন্য প্রধান উপাদান হিসেবে গ্রহণ করতে হবে।
হ্যাকন আ্যরাল্ড গুলব্র্যান্ডসেন আরও উল্লেখ করেন, ভিয়েনা কনভেনশনের সাহায্যে চুক্তির পক্ষগুলোর পারস্পরিক উদ্দেশ্য বাস্তবায়ন চুক্তি ব্যাখ্যার মূল উদ্দেশ্য। এ ক্ষেত্রে তিনি আন্তর্জাতিক আদালতের বিভিন্ন রায় বিশ্লেষণ করে দেখান।
প্রশ্নোত্তর পর্বে শিক্ষক ও শিক্ষার্থীরা ভিয়েনা কনভেনশনের কূটনৈতিক, আন্তর্জাতিক আইনের দিক এবং চুক্তি সম্পাদনের জন্য কনভেনশনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী আইনের শিক্ষার্থীদের জ্ঞান সমৃদ্ধ করতে শিক্ষামূলক সেমিনারের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আইনি ভাষার গভীরতা ও বিশেষত্ব বোঝার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ পেশাগত জীবনে আরও দক্ষ হতে পারবে।
উপ-উপাচার্য অধ্যাপক আব্দুর রব খান তাঁর সমাপনী বক্তব্যে আইনি সমস্যা সমাধানে চুক্তির যথাযথ ব্যাখ্যার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
প্রধান বক্তাকে সৌজন্য স্মারক ও ফুলেল শুভেচ্ছা দিয়ে সেমিনারটি শেষ হয়।

বিসিএস পরীক্ষা দেশের একটি অন্যতম প্রতিযোগিতামূলক পরীক্ষা। এখানে একজন চাকরিপ্রার্থীর জ্ঞান, দক্ষতা ও মানসিক দৃঢ়তার পূর্ণাঙ্গ মূল্যায়ন করা হয়। প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা—প্রতিটি ধাপে প্রয়োজন ভিন্নধর্মী প্রস্তুতি ও গভীর মনোযোগ।
১৭ ঘণ্টা আগে
চীনের হেনান ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির সরকারি অর্থায়নে পরিচালিত চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের (সিএসএস) আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই...
১৭ ঘণ্টা আগে
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) অনুষ্ঠিত হয়েছে ২৬তম সমাবর্তন। অনুষ্ঠানে মোট ৩ হাজার ৩২২ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়, যার মধ্যে ২ হাজার ৬৪৬ জন স্নাতক এবং ৬৭৬ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।
১ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে নির্বাচনের ফলাফলের প্রজ্ঞাপন প্রকাশের পর বিশ্লেষণে দেখা যায়, মোট ২১ পদের মধ্যে ১৬টিতে জয়ী হয়েছে শিবির-সমর্থিত প্যানেল
২ দিন আগে