
সদ্য প্রয়াত উপমহাদেশের বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মহম্মদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল মোহাম্মদপুরে সাদি মহম্মদের বাসায় তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রতিনিধি দলটি শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ব্র্যাক ইউনিভার্সিটির প্রতি সাদি মহম্মদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য স্বাক্ষরিত শোকবার্তা সাদি মহম্মদের ভাই একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শিবলি মহম্মদ এবং মেজর (অব.) শোয়েব মহম্মদ তারিকুল্লাহর হাতে তুলে দেন রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড, আর্কিটেকচার বিভাগের চেয়ারপারসন প্রফেসর জায়নাব ফারুকী আলী, টিচিং অ্যাসিসটেন্স উপমা দাস নিতু এবং অফিস অব কমিউনিকেশনসের ডিরেক্টর খায়রুল বাশার ও ডেপুটি ম্যানেজার ইফতেখার ওমর। সাদি মহম্মদ ব্র্যাক ইউনিভার্সিটিতে গেস্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাদি মহম্মদের পরিবারের সঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিনিধি দলের কিছুটা সময় কাটানো স্থাপত্য, সংগীত এবং সংস্কৃতির প্রতি তাঁর অবদানকে স্মরণের একটি প্রয়াস। ব্র্যাক ইউনিভার্সিটি প্রয়াত এই সংগীত শিল্পীর স্মৃতিকে সম্মান জানানো, তাঁর মূল্যবোধকে সমুন্নত রাখা এবং তাঁর রেখে যাওয়া কাজ যেন অন্যদের অনুপ্রাণিত করতে থাকে সেটি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশের শিক্ষা, সংগীত এবং সংস্কৃতি অঙ্গনে সাদি মহম্মদের রয়েছে সুদূরপ্রসারী অবদান। তিনি দীর্ঘদিন ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব আর্কিটেকচারে গেস্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর উদ্ভাবনী, মিথস্ক্রিয় এবং আনন্দঘন শিক্ষাদান পদ্ধতি শিক্ষার্থীদের মুগ্ধ করেছে। যারা তাঁর কাছ থেকে শিক্ষালাভের সুযোগ পেয়েছেন তাঁরা তাঁকে মনে রাখবেন।
স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন রবিরাগের প্রতিষ্ঠাতা হিসেবে সাদি মহম্মদ শৈল্পিক অভিব্যক্তি এবং সমাজে সৃজনশীলতা সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে তাঁর ঐকান্তিক প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের শিল্পী ও সংগীত পিয়াসিদের অনুপ্রাণিত করবে।

সদ্য প্রয়াত উপমহাদেশের বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মহম্মদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল মোহাম্মদপুরে সাদি মহম্মদের বাসায় তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রতিনিধি দলটি শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ব্র্যাক ইউনিভার্সিটির প্রতি সাদি মহম্মদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য স্বাক্ষরিত শোকবার্তা সাদি মহম্মদের ভাই একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শিবলি মহম্মদ এবং মেজর (অব.) শোয়েব মহম্মদ তারিকুল্লাহর হাতে তুলে দেন রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড, আর্কিটেকচার বিভাগের চেয়ারপারসন প্রফেসর জায়নাব ফারুকী আলী, টিচিং অ্যাসিসটেন্স উপমা দাস নিতু এবং অফিস অব কমিউনিকেশনসের ডিরেক্টর খায়রুল বাশার ও ডেপুটি ম্যানেজার ইফতেখার ওমর। সাদি মহম্মদ ব্র্যাক ইউনিভার্সিটিতে গেস্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাদি মহম্মদের পরিবারের সঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিনিধি দলের কিছুটা সময় কাটানো স্থাপত্য, সংগীত এবং সংস্কৃতির প্রতি তাঁর অবদানকে স্মরণের একটি প্রয়াস। ব্র্যাক ইউনিভার্সিটি প্রয়াত এই সংগীত শিল্পীর স্মৃতিকে সম্মান জানানো, তাঁর মূল্যবোধকে সমুন্নত রাখা এবং তাঁর রেখে যাওয়া কাজ যেন অন্যদের অনুপ্রাণিত করতে থাকে সেটি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশের শিক্ষা, সংগীত এবং সংস্কৃতি অঙ্গনে সাদি মহম্মদের রয়েছে সুদূরপ্রসারী অবদান। তিনি দীর্ঘদিন ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব আর্কিটেকচারে গেস্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর উদ্ভাবনী, মিথস্ক্রিয় এবং আনন্দঘন শিক্ষাদান পদ্ধতি শিক্ষার্থীদের মুগ্ধ করেছে। যারা তাঁর কাছ থেকে শিক্ষালাভের সুযোগ পেয়েছেন তাঁরা তাঁকে মনে রাখবেন।
স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন রবিরাগের প্রতিষ্ঠাতা হিসেবে সাদি মহম্মদ শৈল্পিক অভিব্যক্তি এবং সমাজে সৃজনশীলতা সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে তাঁর ঐকান্তিক প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের শিল্পী ও সংগীত পিয়াসিদের অনুপ্রাণিত করবে।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজকের পত্রিকা পাঠকবন্ধু শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়।
৭ ঘণ্টা আগে
বিসিইউর একটি প্রতিনিধিদল এআইইউবি পরিদর্শন করেন। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন অধ্যাপক ড. জাভিদ বাট, ড. মুহাম্মদ আদনান ও ড. মো. আশিকুল আলম খান। পরিদর্শনকালে এআইইউবি এবং বিসিইউর কর্মকর্তারা কৌশলগত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল প্রকল্পের উদ্দেশ্য, প্রশিক্ষণ কার্যক্রম...
৭ ঘণ্টা আগে
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে চলছে ‘অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬’। পাঁচটি অনুষদের অধীনে ১৪টি বিভাগে ২৯টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি নিচ্ছে স্টামফোর্ড ইউনিভার্সিটি। অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬ শুভ উদ্বোধন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য...
১০ ঘণ্টা আগে
পড়ার টেবিলে বসে আছে রাফি। ১০ মিনিট পর দেখা যায় সে বই রেখে মোবাইলে স্ক্রল করছে। আবার দীর্ঘশ্বাস ফেলে বইয়ের দিকে তাকাচ্ছে। আসলে তার পড়ায় মন বসছে না। ‘পড়তে মন চাইছে না’—এ কথাটি আজকাল শিক্ষার্থীদের মুখে প্রায়ই শোনা যায়। কিন্তু প্রশ্ন হলো, এই ‘মন চাইছে না’ কি আসলে মস্তিষ্কের কাজ, নাকি এর পেছনে রয়েছে...
১৭ ঘণ্টা আগে