নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের রোডম্যাপ (রূপরেখা) ঘোষণার আগে তিনটি পদক্ষেপ বাস্তবায়ন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পদক্ষেপের মধ্যে রয়েছে—সিন্ডিকেট পুনর্গঠন, শিক্ষার্থীদের মতামত সংগ্রহ এবং ওয়ার্কিং কমিটি গঠন।
সোমবার (১৩ জানুয়ারি) রাতে ডাকসুর রোডম্যাপ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এরপর তাঁরা উপাচার্যের কার্যালয়ে যান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ডাকসু নির্বাচনের ব্যাপারে উপরিউক্ত কথা বলেন।
উপাচার্য বলেন, ‘সিন্ডিকেট পুনর্গঠন না হলে কোনো পদক্ষেপই বাস্তবায়ন সম্ভব না। সিন্ডিকেট পুনর্গঠনের জন্য রাষ্ট্রপতি বরাবর চিঠি পাঠানো হবে। এরপর গুগল ফরমের মাধ্যমে শিক্ষার্থীদের মতামত সংগ্রহ করা হবে এবং বিগত সময়ে ডাকসু নির্বাচন যারা পরিচালনা করেছেন তাঁদের মধ্য থেকে অভিজ্ঞ ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হবে। এরপর নির্বাচন দেওয়া হবে।’
প্রক্রিয়াগুলো শেষ করে আগামী সপ্তাহে ডাকসু সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া যাবে বলেও উল্লেখ করেন উপাচার্য।
এর আগে সন্ধ্যা ৭টা থেকে ডাকসুর রোডম্যাপ ঘোষণার দাবিতে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার, ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আশরেফা খাতুন, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের তাহমিদ আল মুদদাসসির চৌধুরী, ইসলামিক স্টাডিজ বিভাগের এবি জোবায়ের ও বাংলা বিভাগের মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের রোডম্যাপ (রূপরেখা) ঘোষণার আগে তিনটি পদক্ষেপ বাস্তবায়ন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পদক্ষেপের মধ্যে রয়েছে—সিন্ডিকেট পুনর্গঠন, শিক্ষার্থীদের মতামত সংগ্রহ এবং ওয়ার্কিং কমিটি গঠন।
সোমবার (১৩ জানুয়ারি) রাতে ডাকসুর রোডম্যাপ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এরপর তাঁরা উপাচার্যের কার্যালয়ে যান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ডাকসু নির্বাচনের ব্যাপারে উপরিউক্ত কথা বলেন।
উপাচার্য বলেন, ‘সিন্ডিকেট পুনর্গঠন না হলে কোনো পদক্ষেপই বাস্তবায়ন সম্ভব না। সিন্ডিকেট পুনর্গঠনের জন্য রাষ্ট্রপতি বরাবর চিঠি পাঠানো হবে। এরপর গুগল ফরমের মাধ্যমে শিক্ষার্থীদের মতামত সংগ্রহ করা হবে এবং বিগত সময়ে ডাকসু নির্বাচন যারা পরিচালনা করেছেন তাঁদের মধ্য থেকে অভিজ্ঞ ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হবে। এরপর নির্বাচন দেওয়া হবে।’
প্রক্রিয়াগুলো শেষ করে আগামী সপ্তাহে ডাকসু সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া যাবে বলেও উল্লেখ করেন উপাচার্য।
এর আগে সন্ধ্যা ৭টা থেকে ডাকসুর রোডম্যাপ ঘোষণার দাবিতে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার, ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আশরেফা খাতুন, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের তাহমিদ আল মুদদাসসির চৌধুরী, ইসলামিক স্টাডিজ বিভাগের এবি জোবায়ের ও বাংলা বিভাগের মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তির সময় বাড়ানো হয়েছে। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অফিস চলাকালে যেকোনো সময় এমবিবিএসে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। আগের সূচি অনুযায়ী, নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময় ছিল শনিবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত।
৫ ঘণ্টা আগেপড়ালেখার পাশাপাশি সৃজনশীল কাজ করা সহজ নয়। বই লেখার কথা বললে তো আরও কঠিন। তবে সেই কঠিন কাজ করে দেখিয়েছেন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে তাঁদের স্বরচিত বই প্রকাশিত হয়েছে। এমনই কয়েকজন তরুণ লেখকের গল্প জানাচ্ছে...
৯ ঘণ্টা আগেচীনে হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজি সিএসসি বৃত্তি ২০২৫-২৬-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের আগ্রহী শিক্ষার্থীরা চীন সরকারের এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
৯ ঘণ্টা আগেযেকোনো বড় কিছু শুরু হয় ছোট স্বপ্ন থেকে। সেই স্বপ্ন যদি সংকল্পে পরিণত হয়, তাহলে সাফল্য আসতে বাধ্য। পটুয়াখালীর তরুণ উদ্যোক্তা ইমাম হোসেন সাদিক এবং তাঁর সহপ্রতিষ্ঠাতা রুম্পা আক্তার আদুরী এমনই এক স্বপ্ন নিয়ে গড়ে তুলেছেন কেক ব্র্যান্ড সফট বাইট। কয়েক বছর আগেও যেখানে পটুয়াখালীতে ভালো মানের...
৯ ঘণ্টা আগে