শিক্ষা ডেস্ক

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সামার-২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া ৮৩তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সায়মা আরজু। এরপর বিভিন্ন অনুষদ থেকে পাঁচজন নবীন শিক্ষার্থী তাঁদের অনুভূতি প্রকাশ করেন, যা নবীনদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে।
প্রধান অতিথির বক্তব্যে ফাতিনাজ ফিরোজ শিক্ষার্থীদের বর্তমান বিশ্বের টেকসই পরিবর্তন ও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের বাংলাদেশে উন্নয়ন, উদ্ভাবন ও আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’
উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা, যাতে তারা প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারে।’
উপ-উপাচার্য অধ্যাপক ড. ইউনুছ মিয়া নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনের পর দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করলে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. ফারাহনাজ ফিরোজ, প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ, ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. জামালউদ্দিন আহমেদ, কলা ও সামাজিক অনুষদের ডিন অধ্যাপক কাজী আবদুল মান্নান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. বি সি বসাক, প্রক্টর ড. মৃত্যুঞ্জয় আচার্য ও রেজিস্ট্রার আবদুল মতিন।
অনুষ্ঠানের দ্বিতীয়াংশে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিনেত্রী স্বাগতা ও নাট্যনিমার্তা শহীদ-উন-নবী।

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সামার-২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া ৮৩তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সায়মা আরজু। এরপর বিভিন্ন অনুষদ থেকে পাঁচজন নবীন শিক্ষার্থী তাঁদের অনুভূতি প্রকাশ করেন, যা নবীনদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে।
প্রধান অতিথির বক্তব্যে ফাতিনাজ ফিরোজ শিক্ষার্থীদের বর্তমান বিশ্বের টেকসই পরিবর্তন ও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের বাংলাদেশে উন্নয়ন, উদ্ভাবন ও আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’
উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা, যাতে তারা প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারে।’
উপ-উপাচার্য অধ্যাপক ড. ইউনুছ মিয়া নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনের পর দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করলে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. ফারাহনাজ ফিরোজ, প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ, ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. জামালউদ্দিন আহমেদ, কলা ও সামাজিক অনুষদের ডিন অধ্যাপক কাজী আবদুল মান্নান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. বি সি বসাক, প্রক্টর ড. মৃত্যুঞ্জয় আচার্য ও রেজিস্ট্রার আবদুল মতিন।
অনুষ্ঠানের দ্বিতীয়াংশে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিনেত্রী স্বাগতা ও নাট্যনিমার্তা শহীদ-উন-নবী।

ইউরোপের উন্নত শিক্ষাব্যবস্থার দেশ সুইডেনের উমেয়া বিশ্ববিদ্যালয় বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বৃত্তিটির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সম্পূর্ণ অর্থায়নে পড়াশোনার সুযোগ পাবেন। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য বৃত্তিটি প্রযোজ্য।
৬ ঘণ্টা আগে
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তর। এমপিওভুক্ত ও স্বীকৃতিপ্রাপ্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি বের করাই তাদের কাজ। অথচ সেই অধিদপ্তরেই চর্চা হচ্ছে নানা অনিয়ম, উঠছে ঘুষ-দুর্নীতির অভিযোগ।
১১ ঘণ্টা আগে
৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নতুন নির্দেশনা দিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের...
২ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চার দফা দাবি জানিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করা চার প্যানেলেসহ স্বতন্ত্র পদপ্রার্থীরা। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপাচার্য বরাবর সম্মিলিতভাবে এ দাবি জানান তাঁরা।
৪ দিন আগে