Ajker Patrika

স্কুল-কলেজের ছুটি ৩০ জুন পর্যন্ত বাড়ল

আপডেট : ১২ জুন ২০২১, ১৩: ৫২
স্কুল-কলেজের ছুটি ৩০ জুন পর্যন্ত বাড়ল

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ না কমায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আবারো বাড়িয়েছে সরকার। আগামী ৩০ জুন পর্যন্ত এই ছুটি বাড়ানো হয়েছে। আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এমনটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় এবং দেশের কোনো কোনো অঞ্চলে আংশিকভাবে কঠোর লকডাউন কার্যকর থাকায়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ‌্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাসমূহের চলমান ছুটি ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকলে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। মাঝে কয়েকবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার উদ্যোগ নেওয়া হলেও ভাইরাসের সংক্রমণ না কমায় তা আর সম্ভব হয়নি। করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে গত ১৩ জুন দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়েরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

 

বিষয়:

ছুটি
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত