Ajker Patrika

ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে নার্সিং পরীক্ষা শুরু

আজকের পত্রিকা ডেস্ক­
ফাইল ছবি
ফাইল ছবি

সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ১০টি নার্সিং কলেজের বিভিন্ন শিক্ষাবর্ষের বিএসসি ইন নার্সিং, বিএসসি ইন পোস্ট বেসিক নার্সিং, বিএসসি ইন পোস্ট বেসিক মিডওয়াইফারি নার্সিং ও এমএসসি ইন পোস্ট বেসিক নার্সিংয়ের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর জানায়, এবারের পরীক্ষায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সিলেট নার্সিং কলেজ, সিলেট উইমেন্স নার্সিং কলেজ, নর্থ ইস্ট নার্সিং কলেজ, পার্কভিউ নার্সিং কলেজ, বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজ, রেডক্রিসেন্ট নার্সিং কলেজ, সুরমা নার্সিং কলেজ ও হোয়াইট পার্ল নার্সিং কলেজ থেকে এক হাজার ৯৫৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কলেজের কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিলাল আহমদ চৌধুরী প্রমুখ।

এ সময় সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান উপাচার্য। সেই সঙ্গে সুন্দরভাবে পরীক্ষা শুরু হওয়ায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর ও সংশ্লিষ্ট কলেজের সকলকে ধন্যবাদ জানান তিনি।

এর আগে বুধবার বিভিন্ন নার্সিং কলেজের অধ্যক্ষদের হাতে পরীক্ষার প্রশ্নপত্র ও অন্যান্য সামগ্রী তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. নাজমুল ইসলাম ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিলাল আহমদ চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে গুলি: সীমান্তে মানুষ পার করা ফিলিপকে খুঁজছে পুলিশ, তাঁর দুই সহযোগী আটক

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ