মো. আবদুল হান্নান কাক

প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছে। তোমাদের এসএসসি পরীক্ষা আসন্ন, যার প্রকাশিত রুটিন ইতিমধ্যে তোমরা দেখেছ। পরীক্ষার পূর্বপ্রস্তুতি ও পরীক্ষার হলে করণীয় সম্পর্কে তোমাদের জন্য কিছু পরামর্শ দেওয়া হলো।
একটি সঠিক পরিকল্পনা কোনো কাজ অর্ধেক সম্পন্ন হওয়ার সমান। তাই সঠিক পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম অত্যাবশ্যকীয়।
হিসাববিজ্ঞান অঙ্ক করতে হলে কিছু কিছু বিষয় আছে যা মুখস্থ থাকতে হবে। যেমন ডেবিট-ক্রেডিট নির্ণয়ের সূত্র, প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়ের সূত্র, লাভ-ক্ষতি নির্ণয়ের সূত্র, মালিকানাস্বত্ব নির্ণয়ের সূত্র, চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার ইত্যাদির ছক ভালোভাবে মুখস্থ রাখতে হবে। ফিন্যান্স ও ব্যাংকিংয়ের বিভিন্ন অধ্যায়ের প্রয়োজনীয় সূত্র মুখস্থ রাখতে হবে। সূত্র ভুলে গেলে জানা প্রশ্নের উত্তর ভুল হতে পারে।
হিসাববিজ্ঞান পাঠ্যপুস্তক থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের প্রশ্ন নম্বর দেওয়া হলো তোমরা এসব মনোযোগসহকারে অনুশীলন করবে। কারণ এ ধরনের অঙ্ক বোর্ড পরীক্ষায় আসে। যেমন ২য় অধ্যায়: ১ *, ২, ৩,৪ **। ৩য় অধ্যায়: ১ *,২ **, ৩,৪ *। ৪র্থ অধ্যায়: ২ **,৪ **, ৫। ৫ম অধ্যায়: ১,২ *, ৩* ৬ষ্ঠ অধ্যায়: ১ **,২ **, ৩ *,৪ **, ৬। ৭ম অধ্যায়: ২ **,৩ *, ৪। ৯ম অধ্যায়: ১ *,২ *, ৩ *,৪ *।
হিসাববিজ্ঞান সৃজনশীল প্রশ্নের উত্তরে যেহেতু গাণিতিক সমস্যার সমাধান করতে হয়, তাই বেশির ভাগ শিক্ষার্থী সব সময়ই হিসাববিজ্ঞান অঙ্ক করতেই বেশি পছন্দ করে থাকে। তারা বহুনির্বাচনি অংশকে গুরুত্ব কম দেয়, যা মোটেও ঠিক নয়। কোনো শিক্ষার্থী যদি বহুনির্বাচনির নির্ধারিত সব কটি প্রশ্নের সঠিক উত্তর করতে পারে, তাহলে তার জন্য জিপিএ ৫ পাওয়া সহজ হয়ে যায়। বহুনির্বাচনি প্রশ্নের সঠিক ও নির্ভুল উত্তর করার জন্য অবশ্যই মূল বই যত্নসহকারে বারবার পড়তে হবে। আবার বহুনির্বাচনি বৃত্ত ভরাট করার সময় সঠিক উত্তরের বর্ণটি দেখে ভরাট করতে হবে। একাধিক বৃত্ত ভরাট করা যাবে না।
সৃজনশীল প্রশ্ন উত্তর করার সময় দেখে-শুনে-বুঝে যে প্রশ্নটি তোমার সবচেয়ে সহজ মনে হবে, সেটিই প্রথমে উত্তর করা ভালো। কোনো উত্তরের সপক্ষে যদি কোনো নোট দেওয়ার মতো থাকে, তবে তা অঙ্কের শেষে দেখাতে হবে।

প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছে। তোমাদের এসএসসি পরীক্ষা আসন্ন, যার প্রকাশিত রুটিন ইতিমধ্যে তোমরা দেখেছ। পরীক্ষার পূর্বপ্রস্তুতি ও পরীক্ষার হলে করণীয় সম্পর্কে তোমাদের জন্য কিছু পরামর্শ দেওয়া হলো।
একটি সঠিক পরিকল্পনা কোনো কাজ অর্ধেক সম্পন্ন হওয়ার সমান। তাই সঠিক পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম অত্যাবশ্যকীয়।
হিসাববিজ্ঞান অঙ্ক করতে হলে কিছু কিছু বিষয় আছে যা মুখস্থ থাকতে হবে। যেমন ডেবিট-ক্রেডিট নির্ণয়ের সূত্র, প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়ের সূত্র, লাভ-ক্ষতি নির্ণয়ের সূত্র, মালিকানাস্বত্ব নির্ণয়ের সূত্র, চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার ইত্যাদির ছক ভালোভাবে মুখস্থ রাখতে হবে। ফিন্যান্স ও ব্যাংকিংয়ের বিভিন্ন অধ্যায়ের প্রয়োজনীয় সূত্র মুখস্থ রাখতে হবে। সূত্র ভুলে গেলে জানা প্রশ্নের উত্তর ভুল হতে পারে।
হিসাববিজ্ঞান পাঠ্যপুস্তক থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের প্রশ্ন নম্বর দেওয়া হলো তোমরা এসব মনোযোগসহকারে অনুশীলন করবে। কারণ এ ধরনের অঙ্ক বোর্ড পরীক্ষায় আসে। যেমন ২য় অধ্যায়: ১ *, ২, ৩,৪ **। ৩য় অধ্যায়: ১ *,২ **, ৩,৪ *। ৪র্থ অধ্যায়: ২ **,৪ **, ৫। ৫ম অধ্যায়: ১,২ *, ৩* ৬ষ্ঠ অধ্যায়: ১ **,২ **, ৩ *,৪ **, ৬। ৭ম অধ্যায়: ২ **,৩ *, ৪। ৯ম অধ্যায়: ১ *,২ *, ৩ *,৪ *।
হিসাববিজ্ঞান সৃজনশীল প্রশ্নের উত্তরে যেহেতু গাণিতিক সমস্যার সমাধান করতে হয়, তাই বেশির ভাগ শিক্ষার্থী সব সময়ই হিসাববিজ্ঞান অঙ্ক করতেই বেশি পছন্দ করে থাকে। তারা বহুনির্বাচনি অংশকে গুরুত্ব কম দেয়, যা মোটেও ঠিক নয়। কোনো শিক্ষার্থী যদি বহুনির্বাচনির নির্ধারিত সব কটি প্রশ্নের সঠিক উত্তর করতে পারে, তাহলে তার জন্য জিপিএ ৫ পাওয়া সহজ হয়ে যায়। বহুনির্বাচনি প্রশ্নের সঠিক ও নির্ভুল উত্তর করার জন্য অবশ্যই মূল বই যত্নসহকারে বারবার পড়তে হবে। আবার বহুনির্বাচনি বৃত্ত ভরাট করার সময় সঠিক উত্তরের বর্ণটি দেখে ভরাট করতে হবে। একাধিক বৃত্ত ভরাট করা যাবে না।
সৃজনশীল প্রশ্ন উত্তর করার সময় দেখে-শুনে-বুঝে যে প্রশ্নটি তোমার সবচেয়ে সহজ মনে হবে, সেটিই প্রথমে উত্তর করা ভালো। কোনো উত্তরের সপক্ষে যদি কোনো নোট দেওয়ার মতো থাকে, তবে তা অঙ্কের শেষে দেখাতে হবে।

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন কলেজ ক্যাম্পাসে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন, মতবিনিময় সভা এবং ২২ জানুয়ারি গণজমায়েতের ঘোষণা দেওয়া হয়েছে। ওই দিন অধ্যাদেশের অনুমোদন ও গেজেট প্রকাশ না হলে যমুনা অথবা সচিবালয়ের উদ্দেশে পদযাত্রার কর্মসূচিও থাকবে বলে শিক্ষার্থীরা জানান।
১ ঘণ্টা আগে
একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে নিজের মাতৃভাষার পাশাপাশি অন্য একটি ভাষায় দক্ষতা অর্জন করা এখন আর কেবল শখ নয়; বরং সময়ের দাবি। বিশেষ করে বৈশ্বিক যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ইংরেজি শেখার প্রয়োজনীয়তা অপরিসীম।
৮ ঘণ্টা আগে
জাপানে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ এসেছে। ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্কলারশিপের আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
৮ ঘণ্টা আগে
রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ে অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাবে।
২০ ঘণ্টা আগে