Ajker Patrika

সাত কলেজের ভর্তি আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জুলাই ২০২১, ১৫: ১৬
সাত কলেজের ভর্তি আবেদন শুরু

২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন কার্যক্রম শুরু হয়েছে। 

শনিবার (১০ জুলাই) থেকে শুরু হয়ে আগামী ২০ আগস্ট পর্যন্ত অনলাইনে এ আবেদনের প্রক্রিয়া চলবে। 

ভর্তিচ্ছুরা সাত কলেজের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে  গিয়ে  আবেদন করতে পারবেন। 

ভর্তি পরীক্ষার আবেদন ফি ৪৫০ টাকা। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সোনালি সেবা, মোবাইল ব্যাংকিং বিকাশ ও রকেটের মাধ্যমে ভর্তিচ্ছুরা এই ফি জমা দিতে পারবেন। 

করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী অক্টোবরে সশরীরে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা রয়েছে। আগামী ১ অক্টোবর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২ অক্টোবর এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ ৮ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক মাকসুদ কামাল। 

শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকা কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়। 

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য ও নির্দেশনা সাত কলেজের ওয়েবসাইট থেকে জানা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতে ৭৫ দেশের তালিকায় পাকিস্তান, নেই ভারত

জামায়াত আমির বলেছেন, ক্ষমতায় গেলে শরিয়াহ আইন করবেন না: মার্থা দাশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত