Ajker Patrika

সিকৃবিতে স্নাতকে ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৪৯ শতাংশ শিক্ষার্থী

সিলেট প্রতিনিধি
ফাইল ছবি
ফাইল ছবি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় প্রায় অর্ধেক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৪ হাজার ২১০ জনের। এর মধ্যে ২ হাজার ১৬৫ জন পরীক্ষায় অংশ নেন। উপস্থিতির হার ছিল ৫১.৪৩ শতাংশ, আর অনুপস্থিতির হার ৪৮.৫৭ শতাংশ। ভর্তি পরীক্ষার ফল ৩০ অক্টোবর প্রকাশ করা হবে। এ বছর সিকৃবিতে ৪৩১ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। পরীক্ষা শেষে সিকৃবির নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রায় অর্ধেক পরীক্ষার্থী অনুপস্থিতির ব্যাপারে ভর্তি পরীক্ষা কমিটি-২০২৪ এর আহবায়ক ও সিকৃবির কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা হয় সবার শেষে। আর এর আগে সকল ভার্সিটির ভর্তি কার্যক্রম শেষ হয়ে ক্লাসও শুরু হয়ে যায়। এ ছাড়া অনেক শিক্ষার্থী তখন প্রাইভেটেও ভর্তি হয়ে যায়। যে কারণে এখানে আবেদন করলেও আর শিক্ষার্থীরা আগ্রহ দেখায় না পরীক্ষা দিতে। এজন্য মূলত পরীক্ষার্থী কম উপস্থিত হয়।

এ বছর ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৭১৮ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭০ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০ জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন সিকৃবির শিক্ষা শাখার এডিশনাল রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম রসুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

এলাকার খবর
Loading...