প্রতিনিধি, কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৮০ তম সিন্ডিকেটে 'গণমাধ্যমে তথ্য দেওয়ার অভিযোগে' এক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ এবং অভিজ্ঞতার সনদে 'টু রেজিস্ট্রার' না লেখায় আরেক শিক্ষকের পদোন্নতি স্থগিত করার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন।
সাংবাদিক সংগঠনগুলো বিবৃতিতে গণমাধ্যমে তথ্য দেওয়ার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। এ ছাড়া গণমাধ্যমের তথ্যদাতা খোঁজাকে অগণতান্ত্রিক এবং স্বাধীন সাংবাদিকতার পথে বাধা হিসেবে উল্লেখ করেন তাঁরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি তদন্তকাজে মাহবুবুল হক ভূঁইয়ার কল রেকর্ড সংগ্রহ করার বিষয়ে তাঁদের বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে। তাঁরা বলছে, বাংলাদেশের আইন অনুযায়ী রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনী ছাড়া অন্য কেউ কল রেকর্ড সংগ্রহ করতে পারে না।
অন্যদিকে, একই বিভাগের আরেক শিক্ষক কাজী আনিছকে ৭৯ তম সিন্ডিকেটে পদোন্নতি দিয়ে ৮০ তম সিন্ডিকেটে আবার তা স্থগিত করার ঘটনাকে সংগঠনগুলো দুরভিসন্ধিমূলক সিদ্ধান্ত ও শিক্ষা ব্যবস্থার অশনিসংকেত হিসেবে উল্লেখ করেছে। এ ছাড়া এ ঘটনা সমাজে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বিনষ্ট করছে বলেও উল্লেখ করে সংগঠনগুলোর নেতৃবৃন্দ।
এ পর্যন্ত এই ঘটনায় বিবৃতি দেওয়া সংগঠনগুলোর মধ্যে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
এ ছাড়াও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ইসলামি বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতিসহ আরও বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন এ ঘটনায় বিবৃতি দিয়েছে।
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠন ছাড়াও এ ঘটনায় বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থীদের সংগঠন থেকেও প্রতিবাদ জানানো হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৮০ তম সিন্ডিকেটে 'গণমাধ্যমে তথ্য দেওয়ার অভিযোগে' এক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ এবং অভিজ্ঞতার সনদে 'টু রেজিস্ট্রার' না লেখায় আরেক শিক্ষকের পদোন্নতি স্থগিত করার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন।
সাংবাদিক সংগঠনগুলো বিবৃতিতে গণমাধ্যমে তথ্য দেওয়ার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। এ ছাড়া গণমাধ্যমের তথ্যদাতা খোঁজাকে অগণতান্ত্রিক এবং স্বাধীন সাংবাদিকতার পথে বাধা হিসেবে উল্লেখ করেন তাঁরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি তদন্তকাজে মাহবুবুল হক ভূঁইয়ার কল রেকর্ড সংগ্রহ করার বিষয়ে তাঁদের বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে। তাঁরা বলছে, বাংলাদেশের আইন অনুযায়ী রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনী ছাড়া অন্য কেউ কল রেকর্ড সংগ্রহ করতে পারে না।
অন্যদিকে, একই বিভাগের আরেক শিক্ষক কাজী আনিছকে ৭৯ তম সিন্ডিকেটে পদোন্নতি দিয়ে ৮০ তম সিন্ডিকেটে আবার তা স্থগিত করার ঘটনাকে সংগঠনগুলো দুরভিসন্ধিমূলক সিদ্ধান্ত ও শিক্ষা ব্যবস্থার অশনিসংকেত হিসেবে উল্লেখ করেছে। এ ছাড়া এ ঘটনা সমাজে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বিনষ্ট করছে বলেও উল্লেখ করে সংগঠনগুলোর নেতৃবৃন্দ।
এ পর্যন্ত এই ঘটনায় বিবৃতি দেওয়া সংগঠনগুলোর মধ্যে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
এ ছাড়াও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ইসলামি বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতিসহ আরও বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন এ ঘটনায় বিবৃতি দিয়েছে।
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠন ছাড়াও এ ঘটনায় বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থীদের সংগঠন থেকেও প্রতিবাদ জানানো হয়েছে।

ইউরোপের উন্নত শিক্ষাব্যবস্থার দেশ সুইডেনের উমেয়া বিশ্ববিদ্যালয় বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বৃত্তিটির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সম্পূর্ণ অর্থায়নে পড়াশোনার সুযোগ পাবেন। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য বৃত্তিটি প্রযোজ্য।
৭ ঘণ্টা আগে
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তর। এমপিওভুক্ত ও স্বীকৃতিপ্রাপ্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি বের করাই তাদের কাজ। অথচ সেই অধিদপ্তরেই চর্চা হচ্ছে নানা অনিয়ম, উঠছে ঘুষ-দুর্নীতির অভিযোগ।
১২ ঘণ্টা আগে
৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নতুন নির্দেশনা দিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের...
২ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চার দফা দাবি জানিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করা চার প্যানেলেসহ স্বতন্ত্র পদপ্রার্থীরা। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপাচার্য বরাবর সম্মিলিতভাবে এ দাবি জানান তাঁরা।
৪ দিন আগে