নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা থেকে সুরক্ষায় পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে আঠারো বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি। গত বৃহস্পতিবার ১২০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। এবার আনুষ্ঠানিকভাবে প্রথমে ঢাকা মহানগরীতে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য শিক্ষার্থীদের তথ্য চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় নির্দেশনা পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
গত বৃহস্পতিবার মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, মাউশির আওতাধীন ঢাকা মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। তাই এসব প্রতিষ্ঠানের কম বয়সী সব শিক্ষার্থীর তথ্য ছক আকারে পূরণ করে ১৯ অক্টোবরের মধ্যে [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
বিষয়টি অতি জরুরি উল্লেখ করে শিক্ষার্থীদের ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর, নাম, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের কোড, জন্মতারিখ ও অভিভাবকের মোবাইল নম্বর দিতেও বলা হয়েছে।
যেসব শিক্ষার্থীর তথ্য বা ডেটা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে পৌঁছাবে, তাদেরই শুধু টিকা দেওয়া হবে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে। এ জন্য রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে ঢাকার বাইরেও দেওয়া হবে টিকা। সারা দেশে কেন্দ্র থাকবে ২১ টি।
বৃহস্পতিবার টিকা নেওয়া শিক্ষার্থীদের ১০-১৪ দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হবে। কোনো ধরনের জটিলতা দেখা না দিলে, চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হতে পারে তাদের টিকাদান।

করোনা থেকে সুরক্ষায় পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে আঠারো বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি। গত বৃহস্পতিবার ১২০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। এবার আনুষ্ঠানিকভাবে প্রথমে ঢাকা মহানগরীতে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য শিক্ষার্থীদের তথ্য চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় নির্দেশনা পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
গত বৃহস্পতিবার মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, মাউশির আওতাধীন ঢাকা মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। তাই এসব প্রতিষ্ঠানের কম বয়সী সব শিক্ষার্থীর তথ্য ছক আকারে পূরণ করে ১৯ অক্টোবরের মধ্যে [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
বিষয়টি অতি জরুরি উল্লেখ করে শিক্ষার্থীদের ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর, নাম, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের কোড, জন্মতারিখ ও অভিভাবকের মোবাইল নম্বর দিতেও বলা হয়েছে।
যেসব শিক্ষার্থীর তথ্য বা ডেটা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে পৌঁছাবে, তাদেরই শুধু টিকা দেওয়া হবে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে। এ জন্য রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে ঢাকার বাইরেও দেওয়া হবে টিকা। সারা দেশে কেন্দ্র থাকবে ২১ টি।
বৃহস্পতিবার টিকা নেওয়া শিক্ষার্থীদের ১০-১৪ দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হবে। কোনো ধরনের জটিলতা দেখা না দিলে, চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হতে পারে তাদের টিকাদান।

গণনা মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা। পরে উপাচার্যের কনফারেন্স রুমে নির্বাচন কমিশনারদের সঙ্গে আলোচনায় মেশিনেই ভোট গণনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
৯ ঘণ্টা আগে
প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে ভোট গ্রহণ করা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেলে ভোট শেষে শুরু হয় গণনা। আজ বুধবার ফলাফল জানা যেতে পারে।
১০ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত করা হয়েছে। এই সংবাদ লেখা পর্যন্ত (রাত ৯টা ৩০ মিনিট) ভোট গণনা স্থগিত রয়েছে।
১২ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ। এ ছাড়া হল সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭৭ শতাংশ।
১৪ ঘণ্টা আগে